হায়দরাবাদ, 7 জুন: সন্দীপ রেড্ডি ভাঙ্গার দক্ষিণী সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সরে আসা নিয়ে যখন বিতর্কে সরগরম নেটপাড়া তখন দক্ষিণের আর এক ছবিতে ঝড় তুলতে প্রস্তুত দীপিকা পাড়ুকোন ৷ আল্লু অর্জুনের (Allu Arjun) বিপরীতে দীপিকার নাম অফিসিয়ালি ঘোষণা করলেন জওয়ান খ্যাত পরিচালক অ্য়াটলি (Atlee) ৷
হাতে তীক্ষ্ণ ফলার তলোয়ার, রণমূর্তি দীপিকা পাড়ুকোনের ৷ বহু প্রতীক্ষিত চমক হাজির দর্শক দরবারে ৷ অ্যাটলির সুপার ফ্যান্টাসি ছবিতে প্রকাশ্যে দীপিকা পাড়ুকোনের ছোট্ট ঝলক ৷ সোশাল মিডিয়ায় মস্তানি গার্ল দীপিকার ভিডিয়ো ভাইরাল ৷ এমন রূপে অভিনেত্রীকে আগে কখনও দেখেননি দর্শকরা ৷ অ্যাটলির 'AA22xA6' ছবিতে শুরু হল দীপিকার জার্নি ৷ শনিবার কথা মত সান পিকচার্সের তরফে স্পেশাল স্যুটে দীপিকার অন্য অবতার সামনে আনা হয়েছে ৷ সাইন্স ফিকশন প্রোজেক্টে স্টুডিয়োতে দীপিকার কারসাজিতে মুগ্ধ নেটপাড়া ৷ ভিডিয়োর ক্যাপশনে লেখা, " রানি বিজয়ের জন্য এগিয়ে যান ৷ ওয়েলকাম অন বোর্ড দীপিকা পাড়ুকোন ৷ দ্য ফেসেস অফ 'AA22xA6' ৷ "
এপ্রিলে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির নতুন প্রোজেক্টের ঝলক ঠিক যেভাবে সামনে আনা হয়েছিল দীপিকারও একইভাবে প্রকাশ্যে আনা হয়েছে ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, অ্যাটলি দীপিকার বাড়িতে চিত্রনাট্য নিয়ে কথা বলছেন ৷ যা শুনে এক্সাইটেড অভিনেত্রী ৷ এরপরেই একটি স্টুডিয়ো লুক টেস্ট হয় দীপিকার ৷ ব্লু-ম্যাট সেটে অস্ত্র হাতে নকল ঘোড়ার পিঠে চড়ে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় অভিনেত্রীকে ৷ এই সিনেমায় শুধু অ্যাকশন নয়, সাইন্স ফিকশন ছবিতে ধরা পড়তে চলেছে অন্যরকম পিরিয়ড ফ্যান্টাসি ৷
জানা গিয়েছে, আল্লু অর্জুনকে এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷ দীপিকা ছাড়াও ফ্যান্টাসি সিনেমায় তিন থেকে পাঁচজন প্রধান অভিনেত্রী থাকবেন বলে জানা গিয়েছে। টিমের তরফে দীপিকা পাড়ুকোনের লুক প্রকাশ্যে আনা হয়েছে ৷ আগামী দিনে মৃণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীদের লুকও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
অনুরাগীদের প্রতিক্রিয়া
দীপিকার অ্যাকশন অবতারের প্রশংসা পঞ্চমুখ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনেকে অ্যাটলির এই প্রকল্পকে হিট বলে সম্বোধন করতে শুরু করে দিয়েছেন ৷ এক নেটিজেনের মন্তব্য, "কুইন ফিরে এসেছেন"। আবার কারোর মতে, "অ্যাটলি বড় কিছু আনতে চলেছেন।" আবার কারোর মতে, "অ্যাটলি, আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন, বাহ কি অসাধারণ টিম।" উল্লেখ্য, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমায় দীপিকা পাড়ুকোন সরে যাওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছে ৷ নাম না করেই অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে ৷
এমনকী, 'অ্যানিম্যাল' খ্যাত পরিচালক দীপিকার বিরুদ্ধে নাম না করেই গল্প ফাঁস করে দেওয়ার অভিযোগ আনেন এক্স হ্যান্ডেলে ৷ এরপর 'কল্কি 2' থেকেও দীপিকার বাদ পড়ার খবর আসতে থাকে ৷ যদিও অফিসিয়ালি এখনও কিছু জানা যায়নি ৷ এরমধ্যেই দক্ষিণী পরিচালক ও অভিনেতার সঙ্গে দীপিকার জার্নি শুরু হওয়া বড় পদক্ষেপ বলে মনে করছেন অনুরাগীরা ৷