ETV Bharat / entertainment

সন্তান পালনে ঐশ্বর্য-অনুষ্কা আইডল! কী ভাবছেন দীপিকা? - Deepika Padukones parenting

Deepika Padekone Take Break from Film: সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ খুশির হাওয়া বইছে রণবীর সিং-দীপিকার জীবনে ৷ এর মধ্যেই নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ৷ প্রশ্ন উঠেছে, তাহলে কী অভিনয় জীবন থেকে বিরতি নিচ্ছেন 'মস্তানি' অভিনেত্রী?

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 14, 2024, 7:36 PM IST

Deepika Padekone Take Break from Film
সন্তান পালনের ক্ষেত্রে দীপিকা মানতে চলেছেন বেশ কিছু নিয়ম (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: মা হওয়ার পরেই কেরিয়ারকে টাটা বাইবাই করতে চলেছেন দীপিকা পাড়ুকোন? নাকি কাজল বা অনুষ্কা শর্মার মতো দীর্ঘ বিরতি নেবেন? সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের মধ্যে ৷ বিবাহিত জীবনের 6 বছর পার করার পর নতুন অধ্যায়ের সূচণা হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে ৷ গণেশ চতুর্থীর পরের দিনই কন্য়া সন্তানের জন্ম দিয়েছেন মস্তানি অভিনেত্রী ৷ খুব তাড়াতাড়ি খুদেকে নিয়ে বাড়ি ফিরবেন দীপিকা ৷ তারমধ্যেই অনুরাগীদের চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে ৷

পেরেন্টিং শিক্ষা ও কর্মবিরতি...

দীপিকার মা হওয়ার খবর সামনে আসতেই সোশাল মিডিয়াতেও অভিনন্দন জানিয়েছেন অনুরাগী থেকে তারকারা ৷ এরপরেই সামনে এসেছে মেয়ের জন্য কোনও রকম আয়া রাখতে রাজি নন পর্দার 'পিকু' ৷ ছোট রাজকন্যার জন্য তিনি নাকি কোনও রকম আয়া নিয়োগ করবেন না। জানা গিয়েছে, কন্যা সন্তানের দেখভালের জন্য ঐশ্বর্য রাই বচ্চনের পথ অনুসরণ করতে পারেন দীপিকা ৷ আয়া নয়, বরং নিজের হাতে সমস্ত সময় সন্তানের যত্ন, সন্তানের সবরকম কাজ করতে চান দীপু ৷ তবে তিনি যে অভিনয় ছেড়ে দেবেন, এমন কোনও ঘোষণা অফিসিয়ালি আসেনি ৷ তবে এটা সম্ভব যে দীপিকার মাতৃত্বকালীন ছুটি লম্বা হতে পারে ৷ আপাতত মেয়েকে বড় করার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন অভিনেত্রী।

নো-ফটো নীতি...

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, তাঁদের মেয়ের জন্য রণবীর কাপুর-আলিয়া ভাট এবং আনুষ্কা শর্মা-বিরাট-কোহলির সন্তানের 'নো-ফটো' নীতি অনুসরণ করতে পারেন। শোনা যাচ্ছে, তাঁরা তাঁদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবেন ৷ সঠিক সময় এলে সকলের সামনে আনবেন ৷ রিপোর্ট অনুযায়ী, দীপিকা তাঁর মেয়েকে বড় করার ক্ষেত্রে অনুষ্কা শর্মাকে অনুসরণ করতে পারেন।

দীপিকা এবং রণবীর সিং 8 সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের বাবা-মা হন। ইনস্টাগ্রামে পোস্ট করে খুশির খবর শেয়ার করা হয় ৷ আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতিকেও অভিনন্দন জানিয়েছেন। ক্যাটরিনা কাইফ, সারা আলি খান, অর্জুন কাপুরসহ অনেক তারকাই সদ্য হওয়া বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন।

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: মা হওয়ার পরেই কেরিয়ারকে টাটা বাইবাই করতে চলেছেন দীপিকা পাড়ুকোন? নাকি কাজল বা অনুষ্কা শর্মার মতো দীর্ঘ বিরতি নেবেন? সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের মধ্যে ৷ বিবাহিত জীবনের 6 বছর পার করার পর নতুন অধ্যায়ের সূচণা হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে ৷ গণেশ চতুর্থীর পরের দিনই কন্য়া সন্তানের জন্ম দিয়েছেন মস্তানি অভিনেত্রী ৷ খুব তাড়াতাড়ি খুদেকে নিয়ে বাড়ি ফিরবেন দীপিকা ৷ তারমধ্যেই অনুরাগীদের চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে ৷

পেরেন্টিং শিক্ষা ও কর্মবিরতি...

দীপিকার মা হওয়ার খবর সামনে আসতেই সোশাল মিডিয়াতেও অভিনন্দন জানিয়েছেন অনুরাগী থেকে তারকারা ৷ এরপরেই সামনে এসেছে মেয়ের জন্য কোনও রকম আয়া রাখতে রাজি নন পর্দার 'পিকু' ৷ ছোট রাজকন্যার জন্য তিনি নাকি কোনও রকম আয়া নিয়োগ করবেন না। জানা গিয়েছে, কন্যা সন্তানের দেখভালের জন্য ঐশ্বর্য রাই বচ্চনের পথ অনুসরণ করতে পারেন দীপিকা ৷ আয়া নয়, বরং নিজের হাতে সমস্ত সময় সন্তানের যত্ন, সন্তানের সবরকম কাজ করতে চান দীপু ৷ তবে তিনি যে অভিনয় ছেড়ে দেবেন, এমন কোনও ঘোষণা অফিসিয়ালি আসেনি ৷ তবে এটা সম্ভব যে দীপিকার মাতৃত্বকালীন ছুটি লম্বা হতে পারে ৷ আপাতত মেয়েকে বড় করার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন অভিনেত্রী।

নো-ফটো নীতি...

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, তাঁদের মেয়ের জন্য রণবীর কাপুর-আলিয়া ভাট এবং আনুষ্কা শর্মা-বিরাট-কোহলির সন্তানের 'নো-ফটো' নীতি অনুসরণ করতে পারেন। শোনা যাচ্ছে, তাঁরা তাঁদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবেন ৷ সঠিক সময় এলে সকলের সামনে আনবেন ৷ রিপোর্ট অনুযায়ী, দীপিকা তাঁর মেয়েকে বড় করার ক্ষেত্রে অনুষ্কা শর্মাকে অনুসরণ করতে পারেন।

দীপিকা এবং রণবীর সিং 8 সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের বাবা-মা হন। ইনস্টাগ্রামে পোস্ট করে খুশির খবর শেয়ার করা হয় ৷ আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতিকেও অভিনন্দন জানিয়েছেন। ক্যাটরিনা কাইফ, সারা আলি খান, অর্জুন কাপুরসহ অনেক তারকাই সদ্য হওয়া বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.