হায়দরাবাদ, 7 জুন: কিছুদিন আগেই লিভারে টিউমারের অস্ত্রোপচার হয়েছে টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের (DIPIKA KAKKAR) ৷ অপারেশনের পর তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে ৷ সম্প্রতি ইউটিউবে নতুন একটি ভিডিয়োতে দীপিকার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন স্বামী তথা টেলিভিশন তারকা শোয়েব ইব্রাহিম (Shoeb Ibrahim) ৷ দীপিকা স্টেজ 2 ক্যানসারে (CENCER SURGERY) আক্রান্ত ছিলেন ৷ চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই তাঁর অস্ত্রোপচার করতে হবে ৷ 3 তারিখ অপারেশন হয় দীপিকার ৷ জানা গিয়েছে, আইসিইউ থেকে বের করে জেনারেল কেবিনে শিফট করা হয়েছে দীপিকাকে ৷
কেমন আছেন অভিনেত্রী (DIPIKA KAKKAR HEALTH UPDATE) ?
ভ্লগে শোয়েব জানিয়েছেন, ধীরে ধীরে দীপিকার স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ৷ তিনি বলেন, "ঈদের মধ্যেই দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছে ৷ এটা আমাদের জন্য খুশির খবর ৷ তিনদিন তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল ৷ সার্জারির পর তাঁর স্বাস্থ্য ভালোর দিকে এগোচ্ছে ৷ সন্ধ্যাবেলা চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাঁকে কেবিনে দেওয়ার ৷ তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে ৷ প্রায় 14 ঘণ্টা ধরে দীপিকার অপারেশন হয়েছে ৷"
দীপিকার অস্ত্রোপচার নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব জানান, তিনি ও পরিবারের সকলে ভীষণ চিন্তিত ছিলেন ৷ শোয়েব বলেন, "চিকিৎসকরা জানিয়েছিল সার্জারি করতে অনেকটা সময় লাগবে ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় সকাল 8.30 মিনিটে ৷ ওটিতে নিয়ে যাওয়া হয় 11.30 টায় ৷ সন্ধ্যে 6-7টা নাগাদ আমাদের চিন্তা বাড়তে থাকে ৷ এতক্ষণ ধরে কোনও অস্ত্রোপচার হচ্ছে আমরা দেখিনি ৷ ওটি থেকেও কোনও নার্স-চিকিৎসকদের কোনও খবর পাচ্ছিলাম না ৷ তারপর চিকিৎসকরা জানান, অপারেশন সফল হয়েছে ৷"
শোয়েব জানান, "অস্ত্রোপচারে চিকিৎসকরা দীপিকার গলব্লাডারে স্টোন দেখতে পান ৷ ফলে তারা সেটাও বের করেন ৷ লিভারের একটা ছোট অংশ কাটতে হয়েছে কারণ সেখানে ক্যানসার ধরা পড়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টা ঠিক হয়ে যাবে ৷ চিন্তার বিষয় নেই ৷ তবে দীপিকা বাড়ি ফিরলে তাঁর আরও বেশি খেয়াল রাখতে হবে ৷" গত মাসে, দীপিকা জানান স্টেজ 2 লিভার ক্যানসারে আক্রান্ত ৷ 'সসুরাল সিমার কা' ধারাবাহিক থেকে জনপ্রিয় হন দীপিকা ৷ অভিনেত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনা অনুরাগীদেরও ৷