হায়দরাবাদ, 11 এপ্রিল: ভিকি কৌশলের (Vicky Kaushal) ব্লকব্লাস্টার পিরিয়ড ড্রামা 'ছাভা' (Chhaava) অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ মারাঠা বীর রাজা ছত্রপতি শম্ভাজী মহারাজের জীবনী অবলম্বনে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক দরবারে প্রশংসিত ৷ গ্লোবালি ছবির আয় পেরিয়ে গিয়েছে 800 কোটি টাকা ৷ এবার তা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) ৷
'ছাভা' ওটিটি ঘোষণা
শুক্রবার অর্থাৎ 11 এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির ৷ নেটফ্লিক্সের অফিসিয়াল সাইটে বলা হয়েছে, "দিল্লি থেকে দক্ষণ পর্যন্ত, এবার গর্জন শোনা যাবে (Dilli se Dakkhan tak, ab dahad goonjegi) ৷ 'ছাভা' এবার নেটফ্লিক্সে ৷" এই মুহূর্তে 'ছাভা' শুধুমাত্র হিন্দি ভার্সনে ইংলিশ সাবটাইটেলের সঙ্গে দেখতে পাবেন দর্শকরা ৷ তবে তেলুগু ও তামিল ভাষায় এই ছবি কবে ওটিটিতে আসবে তা এখনও জানা যায়নি ৷
Dilli se Dakkhan tak, ab dahad goonjegi ⚔️❤️🔥
— Netflix India (@NetflixIndia) April 10, 2025
Watch Chhaava, out now on Netflix.#ChhaavaOnNetflix pic.twitter.com/tHxNwFNPT4
বিগেস্ট হিট 'ছাভা'
লক্ষ্মণ উতেকার পরিচালিত এই ছবি প্রথম দিন থেকেই দর্শক দরবারে প্রশংসিত হয়েছে ৷ 14 ফেব্রুয়ারি বড়পরদায় মুক্তি পায় ভিকি কৌশলের অনবদ্য এই সিনেমা ৷ দুর্দান্ত অভিনয়, চিত্রনাট্য, গ্রাফিক্স ও অ্যাকশনের দৃশ্য দেখে মুগ্ধ হন দর্শক থেকে অনুরাগীরা ৷ ছত্রপতি শিবাজী মহারাজের ছেলের ছত্রপতি শম্ভাজীর চরিত্রে দেখা যায় ভিকিকে ৷ মহারনি যশুবাইয়ের চরিত্রে দেখা যায় রশ্মিকা মন্দানাকে ৷ মোঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় নজর কাড়েন অক্ষয় খান্না ৷
'ছাভা'র বক্সঅফিস সাফল্য
বক্সঅফিসে মুক্তির পর ঝড় তোলে 'ছাভা' ৷ ভারতে 500 কোটির ক্লাবে প্রবেশ করে এই ছবি ৷ 600 কোটির ঘরে ঢুকতে পারব এই ছবি যদি আর মাত্র 50 লাখ টাকা আয় করে ফেলত ৷ এই মুহূর্তে ভারতে ছবির মোট কালেকশনের পরিমাণ 599.55 কোটি টাকা ৷ গ্লোবালি ছবির আয় 804 কোটি টাকা ৷
এখনও পর্যন্ত যার সিলভার স্ক্রিনে 'ছাভা' দেখার সুযোগ পাননি এবার তারা বাড়ি বসে ঐতিহাসিক ছবি দেখার আনন্দ উপভোগ করতে পারবেন ৷