হায়দরাবাদ, 16 এপ্রিল: শাহরুখ খান অভিনীত সুপারহিট ছবি 'চক দে! ইন্ডিয়া' খ্যাত অভিনেত্রী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের স্ত্রী, সাগরিকা ঘাটগে ভক্তদের দিলেন সুখবর ৷ অভিনেত্রী সোশাল মিডিয়ায় তাঁর প্রথম সন্তানের ছবি শেয়ার করেছেন ৷ পাশাপাশি, সন্তানের নামও সামনে আনলেন তারকা দম্পতি ৷ এদিন সাগরিকা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ খুশির খবরে ইতিমধ্যেই শুভেচ্ছা বন্যা নেটপাড়ায় ৷ অনুরাগী থেকে তারকরা তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
তারকা দম্পতির ছেলের নাম ও তার অর্থ ...
সাগরিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ছবিগুলি শেয়ার করেছেন, তাতে বাড়ির ছোট্ট সদস্যকেও দেখা গিয়েছে ৷ দ্বিতীয় ছবিতে,ছোট রাজপুত্রের আঙ্গুলের ছবি দেখা গিয়েছে ৷ সুখবর পোস্টটি শেয়ার করে সাগরিকা এবং জাহির খান লেখেন, 'ঈশ্বরের আশীর্বাদ, ভালোবাসা এবং আপনাদের কৃতজ্ঞতায় আমরা একটি পুত্র সন্তানের আশীর্বাদ পেয়েছি ৷ যার নাম ফতেহ সিং খান'। ফতেহ সিং খানের অর্থ 'বিজয়ী, বিজয়ী সিংহ'।
অভিনন্দন-শুভেচ্ছার বন্যা
এদিন দারুণ খবর সোশাল মিডিয়ায় আসার পরেই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায় ৷ অঙ্গদ বেদী, অনুপম মিত্তল, নিধি দত্ত, ডায়ানা পেন্টি, হুমা কুরেশি, করণ সিং গ্রোভার, ক্রিকেটার হরভজন সিং,আথিয়া শেঠি-সহ অনেক তারকা সদ্য বাবা-মা সাগরিকা-জাহিরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
তারকা দম্পতির বিয়ে-কেরিয়ার
জাহির খান এবং সাগরিকা 2017 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ বিয়ের 8 বছর বিয়ের পর, এই দম্পতি প্রথম সন্তানের বাবা-মা হন। বিয়ের পর, জাহির এবং সাগরিকা দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। জাহির খান যখন ক্রিকেট মাঠে ব্যস্ত ছিলেন, তখন সাগরিকাকে 2017 সালে, অর্থাৎ তার বিয়ের বছর'ইরাদা' ছবিতে দেখা যায়। এর পরে, অভিনেত্রীকে 2020 সালে টিভি শো ফুটফেয়ারি এবং 2019 সালে স্পেশাল সার্ভিসের ওয়েব সিরিজ 'বস:বাপ অফ স্পেশাল সার্ভিস'-এ দেখা যায়। সাগরিকা 2007 সালে শাহরুখ খানের 'চক দে ইন্ডিয়া' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সাগরিকা ৷ প্রথম ছবিই সাগরিকা নিয়ে আসে লাইমলাইটে ৷