কলকাতা, 7 জুন: এবার হিন্দি মিউজিক ভিডিয়োতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন স্নেহা। আসছে নতুন মিউজিক ভিডিও 'ক্যায়সে বাতায়েঁ'। আদ্যোপান্ত একটি রোম্যান্টিক গানে জুটি বেঁধেছেন বনি এবং স্নেহা। রোম্যান্টিক গানটি গেয়েছেন শিল্পী রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ। গানটির সুরকার ও গীতিকার পরিচালক রানা আচার্য্য নিজেই। এই প্রথম জুটিতে দর্শক দেখতে পাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী স্নেহা বোসকে।
গানের প্রতিটি লাইনে রয়েছে ভালোবাসার অনুরণন। গল্পটা এরকম- কলকাতার বুকে বনি ও স্নেহা-দুজন অচেনা মানুষ-এক নীরব ভালোবাসার গল্পে জড়িয়ে পড়ে তারা। শহরের কোলাহলের মাঝে, তাদের হঠাৎ হঠাৎ দেখা হতে হতে এক নিঃশব্দ টান অনুভব করতে শুরু করে একে অপরের প্রতি, যা ধীরে ধীরে গভীর অনুভবে পরিণত হয়। প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে একটু করে চিনতে শেখে আর সম্পর্কটা হয়ে ওঠে আরও মায়াবী।
ইটিভি ভারতকে অভিনেতা বনি সেনগুপ্ত বলেন "সবমিলিয়ে দারুণ একটা জার্নি ছিল। খুব ভালো একটা গান দর্শক উপহার পাবেন এটুকু আমি বলতে পারি। বলিউডের এই রকম গানে স্নেহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আর রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষের কণ্ঠে গানটাও বাহবা দেওয়ার মতো। অস্বীকার করার উপায় নেই, পরিচালক রানা আচার্য্য ও 'নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক'- এর সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। আশা করছি গানটা সবার ভালো লাগবে।"
প্রসঙ্গত, বনি টলিউডের ব্যস্ত অভিনেতা। বাংলা ছবির পাশাপাশি ওড়িয়া ছবিতেও পা রেখেছেন তিনি। শোনা যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি। যদিও এখনও সই সাবুতের কোনও খবর নেই টলিপাড়ায়।
কিন্তু জীবন সব সময় সেই পথ ধরে না, যেটা আমরা চাই। সময় ধীরে ধীরে তাদের আলাদা করে দেয়। একসময় যে হাসি ছিল একসাথে, তা রয়ে যায় শুধু স্মৃতিতে, কিছুটা কষ্টের, কিছুটা মিষ্টি। তবুও ভালোবাসা কখনও হারায় না। যে সময় একদিন তাদের আলাদা করেছিল, সেই সময়ই একদিন তাদের আবার কাছে নিয়ে আসে। 'ক্যায়সে বাতায়েঁ' গানের সুরে বাঁধা এই গল্প, একটি হারানো ভালোবাসা, মনে রাখার ভালোবাসা, আর নতুন করে ফিরে পাওয়া ভালোবাসার কথা। গানটির শুটিং হয়েছে শহর কলকাতায়। গানটির প্রযোজনা করেছেন 'নর্থ স্টার ফিল্ম অ্যান্ড মিউজিক' ও নন্দলাল সরকার।