ETV Bharat / entertainment

দুই স্ত্রী'কে নিয়ে বিগ বসের ঘরে আরমান, রয়েছেন 'গাল্লি বয়' নায়েজি ও 'বড়াপাও গার্ল' - Bigg Boss OTT 3

Bigg Boss OTT 3 Reality Show: রিয়েলিটি শো হিসাবে বিগ বস বিনোদন দুনিয়ায় আলাদা মাত্রা এনেছে ৷ ছোটপর্দা থেকে বিগবস-এর জার্নি ওটিটি-তেও জনপ্রিয় ৷ শুক্রবার থেকে শুরু হয়েছে 'বিগ বস ওটিটি-3'৷ এক নজরে দেখে নেওয়া যাক, প্রতিযোগী হিসাবে কারা ঢুকেছেন বিগ বসের ঘরে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 5:55 PM IST

Bigg Boss OTT 3 Reality Show
শুরু বিগ বস ওটিটি 3 (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 22 জুন: কয়েক মাসের জন্য প্রিয়জন-পরিজন থেকে দূরে, সোশাল মিডিয়া থেকে দূরে ৷ থাকতে হবে কিছু অজানা-অচেনা মানুষদের সঙ্গে ৷ টিকিয়ে রাখতে হবে নিজের অস্তিত্ব ৷ বিনোদনের অন্যরকম সমীকরণ নিয়ে শুরু হওয়া 'বিগ বস', ওটিটি-র পর্দাতেও ছাপ ফেলেছে ৷ 21 জুন থেকে শুরু হল 'বিগ বস ওটিটি 3' ৷ সঞ্চালকের ভূমিকায় অনিল কাপুর ৷ এবারে প্রতিযোগী হিসাবে রয়েছেন ছোট পর্দার অভিনেতা, সঙ্গীতশিল্পী, স্পোর্টস তারকা, ইনফ্লুয়েন্সার-সহ একাধিক প্রতিযোগী ৷ দেখে নেওয়া যাক কারা তাঁরা ৷

প্রথমেই যিনি নজর কেড়েছেন তিনি দিল্লির 'বড়াপাও গার্ল' চন্দ্রিকা দীক্ষিত ৷ তিনি রাস্তার উপর খাবারের স্টল দিয়ে দিনে আয় করেন 40 হাজার টাকা ৷ তিনি জনপ্রিয় সোশাল মিডিয়ায় ৷ রয়েছেন সানা মকবুল খান ৷ 2009 সালে 'তিন দিভা' রিয়েলিটি শো'য়ে প্রথম নজর কাড়েন তিনি ৷ এরপর 'ইস প্যায়ার কো ক্যায়া নাম দু', 'খতরো কে খিলাড়ি 11', 'অর্জুন' ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেন ৷

'মেহেন্দি হ্যায় রচনেয়ালি' তারকা সাই কেতন রাও ৷ তিনি 'চাসনি', 'ইমলি'-র মতো জনপ্রিয় সিরিয়ালে নজর কাড়েন ৷ তাঁকে তেলুগু শোয়ের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে ৷ তালিকায় রয়েছেন পরিচিত মুখ রণবীর শোরে ৷ সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্র নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলেছেন তিনি ৷ 'খোসলা কা ঘোসলা', 'ভেজা ফ্রাই', 'প্যায়ার কে সাইড এফেক্টস', 'টাইগার জিন্দা হ্যায়', 'এক থা টাইগার'-এর মতো ছবিতেও তাঁর কাজের প্রশংসা হয়েছে ৷ তিনি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার স্বামীও ৷ তবে 2015 সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন ৷ 2021 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ কঙ্কনা ও রণবীরের একটি ছেলে রয়েছে, নাম হারুন ৷

কলকাতার মেয়ে তথা মডেল পৌলমী দাস পা রেখেছেন বিগ বস ওটিটি'র ঘরে ৷ তাঁকে দেখা গিয়েছে 'সুহানি সি এক লড়কি' ও 'কার্তিক পূর্ণিমা' সিরিয়ালে ৷ প্রতিযোগী হিসাবে রয়েছেন ইউটিউবার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লোভেকেশ কাতারিয়া ৷ তিনি আবার 'বিগ বস ওটিটি 2' জয়ী এলভিশ যাদবের বন্ধুও ৷

ভারতীয় বক্সার নীরজ গোয়াতকে 'বিগ বস ওটিটি 3'-র ঘরে দেখে অবাক অনেকেই ৷ তিনি হরিয়ানার বাসিন্দা ৷ বক্সিংয়ের পাশাপাশি তিনি বেশ কিছু সিনেমা ও মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন ৷ অন্যদিকে, টিকটক কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সানা সুলতানও রয়েছেন এবারের প্রতিযোগী হিসাবে ৷ বেশ কিছু পঞ্জাবি মিউজিক ভিডিয়োতেও নজর কাড়ে তিনি ৷

উত্তরপ্রদেশের মেয়ে শিবানী কুমারি ৷ তিনি তাঁর মা ও বোনকে নিয়ে গ্রামের জীবন তুলে ধরেন ইউটিউবে ৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 4 মিলিয়নের বেশি ৷ অন্যদিকে, 9 মিলিয়ন ভিউয়ার নিয়ে বিগবসের ঘরে গিয়েছেন বিশাল পাণ্ডে ৷ তিনি মূলত, বিভিন্ন ভিডিয়োর লিপ সিঙ্ক করে নজর কাড়েন অনুরাগীদের ৷ তালিকায় রয়েছেন সাংবাদিক দীপক চৌরাসিয়া ৷

ট্যারট কার্ড রিডার ও অ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ হিসাবে সোশাল মিডিয়ায় নজর কেড়েছেন মুনিশা খাতওয়ানি ৷ তিনি নিজের কেরিয়ার 'জাস্ট মহাব্বত', 'ভৈদেহী', 'আপনে পড়ায়ে', 'তন্ত্রা'-র মতো ধারাবাহিক দিয়ে শুরু করেন ৷ অন্যদিকে, দুই স্ত্রী-কে একসঙ্গে বিগ বসের ঘরে নিয়ে গিয়ে নজর কেড়েছেন আরমান মালিক ৷ দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকের সঙ্গে আরমান ও বাকি সদস্যদের কেমন কাটে, সেই দিকে তাকিয়ে সকলে ৷ পাশাপাশি রয়েছেন, ব়্যাপার নাভেদ শেখ ৷ যিনি হিপ-হপ স্টাইলের জন্য সোশাল মিডিয়ায় জনপ্রিয় নায়েজি ও বা নামে ৷ তাঁর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় 'গাল্লি বয়' ৷ যেখানে রণবীর সিং ও আলিয়া ভাটের অসামান্য অভিনয় মুগ্ধ করে আমজনতাকে ৷

উল্লেখ্য, 2021 সালে 'বিগ বস' ওটিটি শুরু হয় ৷ শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচতালক করণ জোহর ৷ সেই শোয়ে জয়ী হন দিব্যা আগরওয়াল ৷ এরপর 2023 সালে 'বিগ বস ওটিটি 2' সঞ্চালনা করেন অভিনেতা সলমন খান ৷ জয়ী হন এলভিশ যাদব ৷ এবার তৃতীয় সিজনে 'বিগ বস ওটিটি' ট্রফি কার হাতে ওঠে, তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 22 জুন: কয়েক মাসের জন্য প্রিয়জন-পরিজন থেকে দূরে, সোশাল মিডিয়া থেকে দূরে ৷ থাকতে হবে কিছু অজানা-অচেনা মানুষদের সঙ্গে ৷ টিকিয়ে রাখতে হবে নিজের অস্তিত্ব ৷ বিনোদনের অন্যরকম সমীকরণ নিয়ে শুরু হওয়া 'বিগ বস', ওটিটি-র পর্দাতেও ছাপ ফেলেছে ৷ 21 জুন থেকে শুরু হল 'বিগ বস ওটিটি 3' ৷ সঞ্চালকের ভূমিকায় অনিল কাপুর ৷ এবারে প্রতিযোগী হিসাবে রয়েছেন ছোট পর্দার অভিনেতা, সঙ্গীতশিল্পী, স্পোর্টস তারকা, ইনফ্লুয়েন্সার-সহ একাধিক প্রতিযোগী ৷ দেখে নেওয়া যাক কারা তাঁরা ৷

প্রথমেই যিনি নজর কেড়েছেন তিনি দিল্লির 'বড়াপাও গার্ল' চন্দ্রিকা দীক্ষিত ৷ তিনি রাস্তার উপর খাবারের স্টল দিয়ে দিনে আয় করেন 40 হাজার টাকা ৷ তিনি জনপ্রিয় সোশাল মিডিয়ায় ৷ রয়েছেন সানা মকবুল খান ৷ 2009 সালে 'তিন দিভা' রিয়েলিটি শো'য়ে প্রথম নজর কাড়েন তিনি ৷ এরপর 'ইস প্যায়ার কো ক্যায়া নাম দু', 'খতরো কে খিলাড়ি 11', 'অর্জুন' ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেন ৷

'মেহেন্দি হ্যায় রচনেয়ালি' তারকা সাই কেতন রাও ৷ তিনি 'চাসনি', 'ইমলি'-র মতো জনপ্রিয় সিরিয়ালে নজর কাড়েন ৷ তাঁকে তেলুগু শোয়ের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে ৷ তালিকায় রয়েছেন পরিচিত মুখ রণবীর শোরে ৷ সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্র নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলেছেন তিনি ৷ 'খোসলা কা ঘোসলা', 'ভেজা ফ্রাই', 'প্যায়ার কে সাইড এফেক্টস', 'টাইগার জিন্দা হ্যায়', 'এক থা টাইগার'-এর মতো ছবিতেও তাঁর কাজের প্রশংসা হয়েছে ৷ তিনি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার স্বামীও ৷ তবে 2015 সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন ৷ 2021 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ কঙ্কনা ও রণবীরের একটি ছেলে রয়েছে, নাম হারুন ৷

কলকাতার মেয়ে তথা মডেল পৌলমী দাস পা রেখেছেন বিগ বস ওটিটি'র ঘরে ৷ তাঁকে দেখা গিয়েছে 'সুহানি সি এক লড়কি' ও 'কার্তিক পূর্ণিমা' সিরিয়ালে ৷ প্রতিযোগী হিসাবে রয়েছেন ইউটিউবার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লোভেকেশ কাতারিয়া ৷ তিনি আবার 'বিগ বস ওটিটি 2' জয়ী এলভিশ যাদবের বন্ধুও ৷

ভারতীয় বক্সার নীরজ গোয়াতকে 'বিগ বস ওটিটি 3'-র ঘরে দেখে অবাক অনেকেই ৷ তিনি হরিয়ানার বাসিন্দা ৷ বক্সিংয়ের পাশাপাশি তিনি বেশ কিছু সিনেমা ও মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন ৷ অন্যদিকে, টিকটক কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সানা সুলতানও রয়েছেন এবারের প্রতিযোগী হিসাবে ৷ বেশ কিছু পঞ্জাবি মিউজিক ভিডিয়োতেও নজর কাড়ে তিনি ৷

উত্তরপ্রদেশের মেয়ে শিবানী কুমারি ৷ তিনি তাঁর মা ও বোনকে নিয়ে গ্রামের জীবন তুলে ধরেন ইউটিউবে ৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 4 মিলিয়নের বেশি ৷ অন্যদিকে, 9 মিলিয়ন ভিউয়ার নিয়ে বিগবসের ঘরে গিয়েছেন বিশাল পাণ্ডে ৷ তিনি মূলত, বিভিন্ন ভিডিয়োর লিপ সিঙ্ক করে নজর কাড়েন অনুরাগীদের ৷ তালিকায় রয়েছেন সাংবাদিক দীপক চৌরাসিয়া ৷

ট্যারট কার্ড রিডার ও অ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ হিসাবে সোশাল মিডিয়ায় নজর কেড়েছেন মুনিশা খাতওয়ানি ৷ তিনি নিজের কেরিয়ার 'জাস্ট মহাব্বত', 'ভৈদেহী', 'আপনে পড়ায়ে', 'তন্ত্রা'-র মতো ধারাবাহিক দিয়ে শুরু করেন ৷ অন্যদিকে, দুই স্ত্রী-কে একসঙ্গে বিগ বসের ঘরে নিয়ে গিয়ে নজর কেড়েছেন আরমান মালিক ৷ দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকের সঙ্গে আরমান ও বাকি সদস্যদের কেমন কাটে, সেই দিকে তাকিয়ে সকলে ৷ পাশাপাশি রয়েছেন, ব়্যাপার নাভেদ শেখ ৷ যিনি হিপ-হপ স্টাইলের জন্য সোশাল মিডিয়ায় জনপ্রিয় নায়েজি ও বা নামে ৷ তাঁর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় 'গাল্লি বয়' ৷ যেখানে রণবীর সিং ও আলিয়া ভাটের অসামান্য অভিনয় মুগ্ধ করে আমজনতাকে ৷

উল্লেখ্য, 2021 সালে 'বিগ বস' ওটিটি শুরু হয় ৷ শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচতালক করণ জোহর ৷ সেই শোয়ে জয়ী হন দিব্যা আগরওয়াল ৷ এরপর 2023 সালে 'বিগ বস ওটিটি 2' সঞ্চালনা করেন অভিনেতা সলমন খান ৷ জয়ী হন এলভিশ যাদব ৷ এবার তৃতীয় সিজনে 'বিগ বস ওটিটি' ট্রফি কার হাতে ওঠে, তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.