ETV Bharat / entertainment

রাজকুমার-ভামিকার 'ভুল চুক' 'মাফ' দর্শকদের ! প্রথমদিনের বক্সঅফিসে স্পষ্ট - BHOOL CHUK MAAF COLLECTION DAY 1

রাজকুমার রাওয়ের আগের ছবি 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র থেকে অনেক ভালো এই ছবি ৷ মত অনুরাগীদের ৷ তুলনায় বক্সঅফিস আয়ও ভালো ৷

bhool-chuk-maaf-collection-day-1
রাজকুমার-ভামিকার 'ভুল চুক মাফ' (সিনেমার পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 24, 2025 at 10:30 AM IST

3 Min Read

হায়দরাবাদ, 24 মে: মুক্তি বিতর্ক কাটিয়ে অবশেষে দর্শক দরবারে হাজির 'ভুল চুক মাফ' ৷ করণ শর্মা পরিচালিত টাইম লুপ ছবি শুক্রবার মুক্তি পেয়েছে ৷ কিন্তু ট্রেলার আর গান যতটা সোশাল মিডিয়ায় দর্শক টেনেছে সেই পরিমাণ দর্শক দেখা গেল না প্রেক্ষাগৃহে ৷ তবে চারিদিকে অস্থির পরিবেশের কথা মাথায় রেখে রাজকুমার রাও-ভামিকা গাব্বি অভিনীত ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন কেমন, দেখে নেওয়া যাক একনজরে ৷

ভারতে বক্সঅফিস কালেকশন

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে 'ভুল চুক মাফ' ছবির কালেকশন 6 কোটি টাকার কিছু বেশি ৷ স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে সিনেমার মোট আয় প্রথম দিনের হিসাবে 6.75 কোটি টাকা ৷ 19.36 শতাংশ হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ৷ তবে এই সিনেমা রাজকুমারের আগের ছবি 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র থেকে প্রথমদিন ভালো আয় করেছে ৷

'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো' মুক্তির প্রথমদিনে আয় করেছিল 5.5 কোটি টাকা ৷ Sacnilk অনুযায়ী রাজকুমারের ব্লকবাস্টার 'স্ত্রী 2'-এর তুলনায় অনেক পিছিয়ে পরবর্তী দুটি ছবির কালেকশন ৷ কারণ স্ত্রী 2 প্রথম দিনেই আয় করেছিল 51.8 কোটি টাকা। সেই তুলনায় রাজকুমারের এই দুটি ছবি অনেক পিছিয়ে ৷ তবে অভিনেতার অন্য ছবির কালেকশন দেখলে বোঝা যায়, উইকএন্ডে বক্সঅফিস বাজার ঠিকই ধরে নেবে ৷ মূলত, পহেলগাঁও হামলার ঘটনার পর ভারতের অপারেশন সিঁদুর নিয়ে দেশ তোলপাড় হয় ৷ সেই সময় ঠিক হয়েছিল এই ছবি ওটিটি-তে মুক্তি পাবে ৷ এমনকী, তা নিয়ে বিতর্কের জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত ৷ অবশেষে ছবি হলে মুক্তি পেয়েছে ৷

সিনেমার প্রেক্ষাপট

সিনেমায় রাজকুমারের নাম রঞ্জন ৷ ভামিকার নাম তিতলি ৷ দুই প্রেমিকযুগল যারা বিয়ের জন্য পাগল ৷ কিন্তু সবকিছু ওলটপালট হয়ে যায় যখন রঞ্জন সময়ের লুপে আটকে যায় ৷ ছবির মাধ্যমে গভীর বার্তা দেওয়া হয়েছে ৷ যা সিনেমা দেখলেই বোঝা যাবে ৷ পাশাপাশি ম্যাডক ফিল্মস প্রযোজিত পরবর্তী সিনেমা পরম সুন্দরীর ঝলকও দেখা গিয়েছে এখানে ৷

দর্শকদের মতামত

প্রথমদিন ছবির কালেকশন তুলনামূলকভাবে চাপে থাকলেও দর্শক দরবারে ভালো রিভিউ পেয়েছে ৷ রাজকুমার ও ভামিকার মিষ্টি প্রেম ও মজাদার সংলাপ অনুরাগীদের মন জয় করেছে ৷ পাশাপাশি ফ্রেশ কিছু গানও ট্রেন্ড করছে সোশাল মিডিয়ায় ৷ এই মুহূর্তে বড় কোনও ছবি মুক্তির অপেক্ষায় নেই ৷ ফলে উইকএন্ডে এই ছবির কালেকশন বাড়বে বলে আশা করা যায় ৷ ছবিতে রাজকুমার-ভামিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সীমা পাওয়া, রঘুবীর যাদব, সঞ্জয় মিশ্রা ও জাকির হুসেন ৷

রাজকুমার রাও-র টপ 5 হিন্দি ছবির নেট কালেকশন

1) স্ত্রী 2- 597.99 কোটি টাকা

2) স্ত্রী- 129.83 কোটি টাকা

3) শ্রীকান্ত - 48.07 কোটি টাকা

4) ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো - 42.09 কোটি টাকা

5) মিস্টার অ্যান্ড মিসেস মাহি - 36.34 কোটি টাকা

হায়দরাবাদ, 24 মে: মুক্তি বিতর্ক কাটিয়ে অবশেষে দর্শক দরবারে হাজির 'ভুল চুক মাফ' ৷ করণ শর্মা পরিচালিত টাইম লুপ ছবি শুক্রবার মুক্তি পেয়েছে ৷ কিন্তু ট্রেলার আর গান যতটা সোশাল মিডিয়ায় দর্শক টেনেছে সেই পরিমাণ দর্শক দেখা গেল না প্রেক্ষাগৃহে ৷ তবে চারিদিকে অস্থির পরিবেশের কথা মাথায় রেখে রাজকুমার রাও-ভামিকা গাব্বি অভিনীত ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন কেমন, দেখে নেওয়া যাক একনজরে ৷

ভারতে বক্সঅফিস কালেকশন

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে 'ভুল চুক মাফ' ছবির কালেকশন 6 কোটি টাকার কিছু বেশি ৷ স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে সিনেমার মোট আয় প্রথম দিনের হিসাবে 6.75 কোটি টাকা ৷ 19.36 শতাংশ হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ৷ তবে এই সিনেমা রাজকুমারের আগের ছবি 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র থেকে প্রথমদিন ভালো আয় করেছে ৷

'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো' মুক্তির প্রথমদিনে আয় করেছিল 5.5 কোটি টাকা ৷ Sacnilk অনুযায়ী রাজকুমারের ব্লকবাস্টার 'স্ত্রী 2'-এর তুলনায় অনেক পিছিয়ে পরবর্তী দুটি ছবির কালেকশন ৷ কারণ স্ত্রী 2 প্রথম দিনেই আয় করেছিল 51.8 কোটি টাকা। সেই তুলনায় রাজকুমারের এই দুটি ছবি অনেক পিছিয়ে ৷ তবে অভিনেতার অন্য ছবির কালেকশন দেখলে বোঝা যায়, উইকএন্ডে বক্সঅফিস বাজার ঠিকই ধরে নেবে ৷ মূলত, পহেলগাঁও হামলার ঘটনার পর ভারতের অপারেশন সিঁদুর নিয়ে দেশ তোলপাড় হয় ৷ সেই সময় ঠিক হয়েছিল এই ছবি ওটিটি-তে মুক্তি পাবে ৷ এমনকী, তা নিয়ে বিতর্কের জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত ৷ অবশেষে ছবি হলে মুক্তি পেয়েছে ৷

সিনেমার প্রেক্ষাপট

সিনেমায় রাজকুমারের নাম রঞ্জন ৷ ভামিকার নাম তিতলি ৷ দুই প্রেমিকযুগল যারা বিয়ের জন্য পাগল ৷ কিন্তু সবকিছু ওলটপালট হয়ে যায় যখন রঞ্জন সময়ের লুপে আটকে যায় ৷ ছবির মাধ্যমে গভীর বার্তা দেওয়া হয়েছে ৷ যা সিনেমা দেখলেই বোঝা যাবে ৷ পাশাপাশি ম্যাডক ফিল্মস প্রযোজিত পরবর্তী সিনেমা পরম সুন্দরীর ঝলকও দেখা গিয়েছে এখানে ৷

দর্শকদের মতামত

প্রথমদিন ছবির কালেকশন তুলনামূলকভাবে চাপে থাকলেও দর্শক দরবারে ভালো রিভিউ পেয়েছে ৷ রাজকুমার ও ভামিকার মিষ্টি প্রেম ও মজাদার সংলাপ অনুরাগীদের মন জয় করেছে ৷ পাশাপাশি ফ্রেশ কিছু গানও ট্রেন্ড করছে সোশাল মিডিয়ায় ৷ এই মুহূর্তে বড় কোনও ছবি মুক্তির অপেক্ষায় নেই ৷ ফলে উইকএন্ডে এই ছবির কালেকশন বাড়বে বলে আশা করা যায় ৷ ছবিতে রাজকুমার-ভামিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সীমা পাওয়া, রঘুবীর যাদব, সঞ্জয় মিশ্রা ও জাকির হুসেন ৷

রাজকুমার রাও-র টপ 5 হিন্দি ছবির নেট কালেকশন

1) স্ত্রী 2- 597.99 কোটি টাকা

2) স্ত্রী- 129.83 কোটি টাকা

3) শ্রীকান্ত - 48.07 কোটি টাকা

4) ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো - 42.09 কোটি টাকা

5) মিস্টার অ্যান্ড মিসেস মাহি - 36.34 কোটি টাকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.