কলকাতা, 9 এপ্রিল: শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর উদ্যোগ কলকাতায়। আগামী 12 এপ্রিল-13 এপ্রিল, 2025 দমদমের রবীন্দ্র ভবনে (সুরের মাঠ) বিকেল ৪টে থেকে অনুষ্ঠিত হবে কলকাতার অন্যতম পরিচিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান 'দমদম মার্গ সঙ্গীত উৎসব'-এর পঞ্চম সংস্করণ । ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই উদযাপনে এর আগে এই মঞ্চ অলঙ্কৃত করেছেন দিকপাল শাস্ত্রীয় সংগীত শিল্পীরা। এই বছরের আয়োজনেও তার ব্যতিক্রম ঘটছে না।
কে-কবে থাকছেন ?
প্রথম দিন (12 এপ্রিল) সঙ্গীত পরিবেশন করবেন উল্লাস কসলকর (কন্ঠ সঙ্গীত), পূর্বায়ণ চট্টোপাধ্যায় (সেতার), রাকেশ চৌরাসিয়া (বাঁশি), রূপ কুমার রাঠোর, সোনালী রাঠোরের গান। দ্বিতীয় দিনে (13 এপ্রিল) থাকবেন সুজাতা মহাপাত্র (ওড়িশি নৃত্য), সংযুক্তা দাস (কন্ঠ সঙ্গীত), বিদুষী মিতা নাগ (সেতার), পন্ডিত দেবাশিস ভট্টাচার্য (চতুরঙ্গী), পণ্ডিত তন্ময় বোস (তবলা), বিদুষী অশ্বিনী ভিডে দেশপান্ডে (কন্ঠ সঙ্গীত), শিবমণি(ড্রামস- একক )।
সুকান্ত (রাজু) সেনশর্মা জানান, " দমদম মার্গ সঙ্গীত উৎসবের এটাএই বছর পঞ্চম সংস্করণ। আমরা চেষ্টা করি সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো। নতুন প্রজন্মের শ্রোতাদের নিজেদের সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করানো, একটা ভালো লাগার সম্পর্কে জড়িয়ে ফেলার এই উদ্যোগ। মানুষ যত বেশি সুস্থ সংস্কৃতির চর্চা করবেন, সমাজ তত বেশি সুস্থ হবে বলে মনে করি। বাংলা নববর্ষের প্রাক্কালে দুদিনের এই শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব শহরের সঙ্গীত প্রিয় শ্রোতাদের কাছে এক বিশেষ প্রাপ্তি বলা যায়।" দমদম প্রত্যয় ওয়েলফেয়ার সোসাইটির প্রয়াসে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন ৷