হায়দরাবাদ, 25 এপ্রিল: 'তেরে লিয়ে হার রোজ হ্যায় জিতে.. তুঝকো দিয়া মেরা ওয়াক্ত সভি.. কোই লমহা মেরা না হো তেরে বিনা... হার সাস পে নাম তেরা...' যাঁর কণ্ঠ আসমুদ্রহিমাচলকে দুলিয়ে দেয়, গানে গানে চিন চিন করে ওঠে বুকের বাঁদিকটা, একসময় তাঁর হৃদয়েও ঘা খেয়েছে ৷ অধুরা থেকে গিয়েছিল যার প্রথম ভালোবাসা ৷ তিনি অরিজিৎ সিং ৷
বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে অরিজিৎ সিংয়ের অনুরাগী ৷ শ্রোতা বা দর্শকরা শুধু তাঁর গান ভালোবাসে তা কিন্তু নয় ৷ অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে ফির মোহব্বত গায়কের সাদামাটা জীবনও ৷ অনেকেই অরিজিতের সঙ্গীত জগতের আরাধনা বা জার্নি সম্পর্কে জানেন ৷ কিন্তু ব্যক্তিগত জীবন কখনও লাইম লাইটে আসতে দেননি অরিজিৎ ৷ ফলে গায়কের পারিবারিক জীবন নিয়ে অনুরাগীদের যথেষ্ট কৌতুহলও রয়েছে ৷
আজ অরিজিৎ সিংয়ের জন্মদিনে আপনাদের জানাই তাঁর প্রথম ভালোবাসার কথা ৷ যে ভালোবাসা সাত পাকে বাঁধাও পড়েছিল ৷ কিন্তু মাত্র এক বছরের মাথায় ঘর ভাঙে অরিজিতের ৷ যে বছর আশিকি 2 ছবির গান তুম হি হো খ্যাতির শিখরে নিয়ে যায় জিয়াগঞ্জের ছেলেকে, সেই বছরই প্রথম ভালোবাসার সঙ্গে বিচ্ছেদের খাতায় সই করেন অরিজিৎ ৷
কে ছিলেন গায়কের প্রথম ভালোবাসা ?
সালটা 2005 ৷ 'ফেম গুরুকুল' রিয়েলিটি শো অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ সিং ৷ জানা যায়, সেই শোয়ে তাঁর পরিচয় হয় আর এক প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ সেই পরিচয় ধীরে ধীরে বাড়তে থাকে বন্ধুত্বে ৷ একসময় তা পরিণতি পায় প্রেমে ৷ সেই প্রেম এতটাই গভীর ছিল যে 2013 সালে রূপরেখা ও অরিজিৎ আবদ্ধ হন বিয়ের বন্ধনে ৷ এর মাঝে গায়কের কেরিয়ারে অনেক ঝড় বয়ে গিয়েছে ৷ ফেম গুরুকুল থেকে ভোটিংয়ে ষষ্ঠ স্থান পেয়ে শো থেকে বাদ পড়েন অরিজিৎ ৷
সঞ্জয় লীলা বনশালি 'সাবারিয়া' ছবিতে 'ইউ শবনমি' গানের জন্য অরিজিৎকে মনোনিত করেন ৷ পরে চিত্রনাট্য পরিবর্তনের কারণে সেই গান গাওয়ার সুযোগ হয় না ৷ অন্যদিকে, টিপস অরিজিৎকে অ্যালবামের জন্য সাইন করে ৷ কিন্তু মুক্তি পায় না সেই গানও ৷ 2006 সালে ফ্রিল্যান্সের জন্য অরিজিৎ পাড়ি দেন মুম্বইয়ে ৷ মিউজিক প্রোগ্রামার, মিউজিক প্রোডিউসার হিসাবে কাজ শুরু করেন শঙ্কর-এহসান-লয়ের সঙ্গে ৷
2010 থেকে 2013 সালের মধ্যে প্রীতমের সঙ্গে অরিজিৎ কাজ করেন 'গোলমাল 3', 'ক্রুক', 'অ্যাকশন রিপ্লে'-র মতো ছবিতে ৷ তেলুগু সিনেমাতে ভাগ্য অন্বেষণ জারি থাকে অরিজিতের ৷ বলিউডে অরিজিতের গান হিসাবে সামনে আসে 'সাংঘাই' ছবির 'দুয়া', 'বরফি' ছবিতে 'ফির লে আয়া দিল'-এর মতো গান ৷
কেরিয়ারে ইউটার্ন 'আশিকি 3' আর ভালোবাসায় বিচ্ছেদ
অরিজেতের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় মোহিত সুরি পরিচালিত 'আশিকি 2' ৷ 'তুম হি হো' গান রাতারাতি মধ্যগগনে নিয়ে যায় অরিজিৎ সিংকে ৷ এই ছবি মুক্তি পায় 2013 সালের 26 এপ্রিল ৷ সেই বছরেই রূপরেখার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অরিজিৎ ৷ শোনা যায়, দুজনেই খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ আর সেই কারণেই নাকি এই বিয়ে টেকেনি ৷ ওই একই বছরে অরিজিৎ-রূপরেখার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ৷
ছোটবেলার বন্ধু থেকে জীবনসঙ্গিনী
প্রথম বিয়ে ভাঙার পর অরিজিতের হাত ধরেন ছোটবেলার বন্ধু কোয়েল রায় ৷ 2014 সালে অরিজিৎ-কোয়েল বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ শোনা যায়, কোয়েলও ডিভোর্সী ও তাঁর এক কন্যা সন্তান রয়েছে ৷ তাঁকে নিয়ে কোয়েল ও অরিজিতের তিন সন্তান রয়েছে বলে জানা যায় ৷ কোয়েল-অরিজিৎয়ের ভালোবাসার কাহিনীতে এই গান যেন একদম পারফেক্ট….'ধূপ আয়ে তো, ছাও তুম লা না, খোয়াইশিয়ো কি বারিশো ম্যায় ভীগ সঙ্গ জানা… জিয়া যায়ে না, যায়ে না, ওরে পিয়া...'
একনজরে দেখা যায় অরিজিৎ সিংয়ের টপ 10 গান
ফির মোহব্বত- মার্ডার 2(2011)
চন্না মেরেয়া- ইয়ে দিল হ্যায় মুশকিল (2016)
হাওয়ায়ে- জব হ্যারি মেট সেজল- (2017)
কেসরিয়া- ব্রহ্মাস্ত্র:পার্ট 1 শিবা- (2022)
সমঝাঁবা- হাম্পটি শর্মা কি দুলহানিয়া (2014)
তুম হি হো- আশিকি 2 (2013)
রাবতা-টাইটেল ট্র্যাক (2017)
মস্ত মগন- 2 স্টেটস (2014)
সুনো না সঙ্গমরমর-ইয়াঙ্গিস্তান (2014)
অগর তুম সাথ হো-তমাশা (2015)