হায়দরাবাদ, 12 এপ্রিল: তারকাদের রান্না প্রতিযোগিতার সেলেব্রিটি মাস্টারশেফ (Celebrity MasterChef trophy) তার প্রথম বিজয়ী পেয়ে গিয়েছে। 'অনুপমা' (Anupamaa) খ্যাত অভিনেতা গৌরব খান্না (Gaurav Khanna) সেরার সেরা ট্রফি জিতেছেন। অনুষ্ঠানের ফাইনাল ছিল 11 এপ্রিল রাতে ৷ বিচারক হিসাবে ছিলেন প্রখ্যাত শেফ বিকাশ খান্না, রণবীর ব্রারের মতো তারকা ৷ গৌরবের কাছে রান্নার প্রতিযোগিতায় হারলেন কারা ? গৌরব খান্না ট্রফির পাশাপাশি পুরস্কার স্বরূপ কত টাকা পেলেন ? অভিনেতার মোট সম্পদের পরিমাণ ও তাঁর জীবনধারা কেমন, রইল বিস্তারিত তথ্য ৷
কাকে পরাজিত করেছন গৌরব- পুরষ্কার হিসেবে কত টাকা পেয়েছেন?
গৌরব একজন জনপ্রিয় টিভি তারকা-অভিনেতা ৷ তবে রূপালি গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় শো 'অনুপমা'র হাত ধরে গৌরব আরও বেশি খ্যাতির শিখরে পৌঁছয় ৷ 'অনুপমা' ধারাবাহিকে অনুজ কাপাডিয়ার চরিত্রে সকলের মন কাড়েন গৌরব। এই শো ছেড়ে যাওয়ার পর, গৌরব সেলিব্রিটি মাস্টারশেফে যোগ দেন ৷ শোতে গৌরব তার সুস্বাদু খাবারের ম্যাজিকে বিচারকদের মুগ্ধ করেন। সেলিব্রিটি মাস্টারশেফের ফাইনালে, গৌরব খান্নার সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন আরও দুই জনপ্রিয় টিভি তারকা ৷ তেজস্বী প্রকাশ এবং নিক্কি তাম্বোলি (Nikki Tamboli) পরাজিত হন গৌরবের কাছে ৷ ট্রফির পাশাপাশি, গৌরব 20 লক্ষ টাকার পুরস্কার পেয়েছেন। ফার্স্ট রানার আপ হয়েছেন নিকি ও সেকেন্ড রানার আপ হয়েছেন তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash) ৷
ট্রফি জিতে গৌরবের প্রতিক্রিয়া
সেলেব্রিটি মাস্টার শেফ খেতাব জেতার পর গৌরব বলেন, "এটা আমার কাছে স্বপ্নের মতো ৷ এই শো কমফোর্ট জোন থেকে আমাকে বের করে এনেছে ৷ আর সামনে যখন লেজেন্ডারি তারকা রণবীর ব্রার ও বিকাশ খান্নার মতো শেফ থাকে তখন তো কথাই নেই ৷ আমি সবসময় ফারহা খানের থেকে অনুপ্রাণিত হয়েছি ৷ এই জয়ের জন্য আমি আমার দর্শক ও অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই ৷"
গৌরব খান্নার সফরনামা
অভিনেতা গৌরব বিয়ে করেছেন টিভি তারকা অভিনেত্রী আকাংশা চামোলাকে ৷ 2016 সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ মুম্বইয়ের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে স্ত্রীর সঙ্গে থাকেন গৌরব ৷ তিনি তাঁর ব্যক্তিগত জীবন, লাইফস্টাইলের একাধিক ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ মূলত গৌরব খান্না কানপুরের ছেলে ৷
গৌরবের মোট সম্পত্তির পরিমাণ ও গাড়ির সংখ্যা
অভিনেতার একাধিক লাক্সারি গাড়ি আছে ৷ তার মধ্যে রয়েছে লাল রঙের অডি এ 6 (Audi A6), সবুজ রঙের রয়্যাল এনফিল্ড বাইক (Royal Enfield Classic 350), পাশাপাশি গৌরব তাঁর স্ত্রীকে 21 লাখ টাকা দামের একটি গাড়ি উপহার হিসাবে দিয়েছেন ৷ গৌরবের মোট সম্পত্তির পরিমাণ 8 কোটি টাকা ৷ তিনি প্রতি সপ্তাহে 2.5 লাখ আয় করেন বলে সূত্রের খবর ৷
গৌরব খান্নার কেরিয়ারগ্রাফ
ভাবি (2006)- ভূবন শরিন
কুমকুম- এক প্যায়ারা সা বন্ধন (2006-2007)- শরমন ওয়াধবা
মেরি ডোলি তেরে আঙ্গনা (2007)- রুহান ওবেরয়
লাইফ পার্টনার-হামসফর জিন্দেগী কে (2008-2009)- নীল ফার্নান্ডেজ
লাভ নে মিলা দি জোড়ি (2009-2010)- পৃথ্বী সাক্সেনা
ইয়ে প্যায়ার না হোগা কম (2009-2010)- আবির বাজপেয়ী
দিল সে দিয়া বচন (2010-2011)- প্রেম
আওয়ার ডটার ইন লজ'স ওয়েডিং (2012)-ক্রিশ
সিআইডি (2014-2015)- সিনিয়র ইন্সপেক্টর কবীন
বীরবল দ্য রিয়েল ফেস (2015)- বীরবল
লাভ অর পাজল- চন্দ্রাকান্তা (2017)- বীরেন্দ্র সিং
অনুপমা (2021-2024)- অনুজ কাপাডিয়া
ওয়েব সিরিজ
অনুপমা: নমস্তে আমেরিকা (2022)- অনুজ কাপাডিয়া
দ্য সোচো প্রোজেক্ট (2022)- আরকে
রিয়েলিটি শো
সেলেব্রিটি মাস্টারশেফ ইন্ডিয়া (2025)- বিজেতা