হায়দরাবাদ, 17 মার্চ: 'স্টার কিড' বলেই সিনেমায় সুযোগ পান ! বলিউড ইন্ডাস্ট্রিতে এমন তকমা জুটেছিল অভিষেক বচ্চনের কপালে ৷ বাবা বিনোদন ইন্ডাস্ট্রির শাহেনশা ৷ তাঁর ছেলের যোগ্যতা কী ? নেটিজেনদের এমন প্রশ্নের মুখে কম পড়তে হয়নি জুনিয়র বচ্চনকে ৷ কিন্তু সময় কথা বলে ৷ অভিনয় জগতে 'রিফিউজি' স্টার ধীরে ধীরে শক্ত করেছেন নিজের মাটি ৷ আজ তাঁকে দেখে গর্ব অনুভব করছেন বাবা অমিতাভ ৷
সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে রেমো ডি'সুজা পরিচালিত 'বি হ্যাপি' ৷ নাচকে কেন্দ্রে রেখে বাবা-মেয়ের একটি মিষ্টি-মধুর সম্পর্ক দর্শকদের কখনও হাসাবে কখনও আবার অজান্তেই ভিজিয়ে দেবে চোখের কোণ ৷ জীবনে হার-জিত বড় কথা নয় ৷ আসল বিষয় হল লড়াই করে যাওয়া ৷ সিনেমার কাহিনীর সঙ্গে যেন কোথাও মিলে গিয়েছে অভিষেক বচ্চনের জীবনও ৷
T 5317 - 👇🏽👇🏽 ..what an honour for you Abhishek .. proud of you .. and today saw BE HAPPY .. such an extraordinary performance .. love you
— Amitabh Bachchan (@SrBachchan) March 14, 2025
ছেলে অভিষেকের এই জার্নিতে প্রশংসায় পঞ্চমুখ বিগ বি ৷ সোমবার এক্সহ্যান্ডেলে মনের কথা উজাড় করে দিলেন সিনিয়র বচ্চন ৷ তিনি লেখেন, "তোমার জন্য খুব বড় সম্মান অভিষেক ৷ আমি গর্বিত ৷ আমি দেখলাম তোমার সিনেমা 'বি হ্যাপি' ৷ অসাধারণ অভিনয় ৷ তোমাকে অনেক ভালোবাসা ৷" শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকের প্রশংসায় ভরা টুইট রি-পোস্ট করা থেকে শুরু করে ছেলের নাচের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ ৷ শাহেনশার প্রতিটি পোস্টে ছেলেকে নিয়ে যে তিনি আবেগঘন হয়ে পড়েছেন তা স্পষ্ট ৷
I have nothing to wonder .. it is simply WONDER ful https://t.co/x6lMvf9uiT
— Amitabh Bachchan (@SrBachchan) March 16, 2025
'বি হ্যাপি' ছবিতে শিব রস্তোগির চরিত্রে অভিষেক নিজের 100 শতাংশ ঢেলে দিয়েছেন ৷ পাশাপাশি ছোটা বোম বড়ি ধামাকা দেখিয়েছে ইনায়ত বর্মা ৷ পাশাপাশি সহ-অভিনেতা হিসাবে নোতা ফতেহি, নাসার, জনি লিভারও নিজের নিজের জায়গায় অভিনয়ের সঠিক পরিমাপ উপহার দিয়েছেন ৷
what a moment in the film .. and Abhishek never seen before you doing rhis dance before ..amazing simply amnazing .. https://t.co/jgWtM4HNPA
— Amitabh Bachchan (@SrBachchan) March 16, 2025
ছবিটি প্রযোজনা করেছেন লিজেল ডি'সুজা ৷ সিনেমার চিত্রনাট্যে ধরা পড়েছে জীবনের বাধা অতিক্রম করে শিব-ধারার অভূতপূর্ব জার্নি ৷ পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে স্বপ্ন দেখার ক্ষমতা, পরিবারের প্রতি ভালোবাসা ও সবকিছুর উপরে নানা প্রতিকূলতার মধ্যে ভালো থাকার মন্ত্রবীজ রয়েছে এই ছবিতে ৷ 14 মার্চ থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হয়েছে 'বি হ্যাপি'র ৷
T 5319 - what can I say Abhishek .. you are dynamic in the film 👇🏽👇🏽 .. and such a variety of roles in film after film ..
— Amitabh Bachchan (@SrBachchan) March 16, 2025
ईश्वर की कृपा सदा तुम्हारे साथ , और दादा और दादी का आशीर्वाद 🙏