ETV Bharat / entertainment

বড়পর্দার 'বিষ্ণুপ্রিয়া', সৃজিতের ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত অলোকানন্দা - ALOKANANDA GUHA

অলোকনন্দার কথায়, "সব মিলিয়ে আমি যেমন খুশি তেমন স্বপ্নে বিভোর।"

Alokananda Guha
সৃজিতের ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত অলোকানন্দা (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 6, 2025 at 4:37 PM IST

2 Min Read

কলকাতা, 6 জুন: "যেদিন ফ্লোরে যাবো সেদিনও বিশ্বাস হবে না"- সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্র নিয়ে আজও স্বপ্নে বিভোর অভিনেত্রী অলোকানন্দা গুহ। সৃজিতের আসন্ন এই ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকেই।

উল্লেখ্য, এর আগে 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছিল অলোকানন্দার। তবে মাঝপথে আচমকাই মুখ বদল ঘটে। তাঁর জায়গায় আসেন শ্রীমা ভট্টাচার্য। মাঝপথে প্রযোজনা সংস্থা বদল হওয়ায় বদলে যায় গল্পের নায়িকার মুখও। সে অবশ্য অনেক বছর আগেকার কথা। অলোকানন্দার সঙ্গে এই বিষয়ে কথা বলে ইটিভি ভারত।

অভিনেত্রী বলেন, " এখনও বিশ্বাস হচ্ছে না যে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চলেছি। স্বপ্ন মনে হচ্ছে। আমি তো বড় পর্দায় সেভাবে কাজ করিনি। করেছি টুকটাক। তবে, তেমন উল্লেখযোগ্য কাজ করা হয়নি আমার। তাই বিশ্বাসই হচ্ছে না এখনও। তার উপরে দুটো বড় বড় প্রযোজনা সংস্থা এর নেপথ্যে। এক হল দাগ মিডিয়া, অন্যটি এসভিএফ। সব মিলিয়ে আমি যেমন খুশি তেমন স্বপ্নে বিভোর।"

অলোকানন্দা বলেন, "আমি দাগ মিডিয়ার অফিসে আসি। একদিন সৃজিতদা এসেছেন ছবিটা নিয়ে কথা বলতে রানা দা'র সঙ্গে। আমিও তখন অফিসে উপস্থিত। রানাদা সৃজিত দা'কে বললেন, দেখ তো এই মেয়েটাকে বিষ্ণুপ্রিয়ার রোলে মানাবে কি না। সৃজিতদা বললেন, কেন মানাবে না? কী সুন্দর পিরিয়ডিক মুখ ওর। আর ব্যস লুক সেট হয়ে গেল। এবার শুটিংয়ের অপেক্ষায় আছি ।"

যে সময়ে অলোকানন্দাকে ধারাবাহিক থেকে এই চরিত্র থেকে বাদ পড়তে হয়েছিল সেই সময়েই রানা সরকার তাঁকে কথা দিয়েছিলেন কখনও যদি এই ধরনের কাজ তিনি করেন তবে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে তিনি অলোকানন্দাকে কাস্ট করবেন। কথা রেখেছেন রানা সরকার। এই ধারাবাহিকে অলোকানন্দা ছাড়াও মেগা সিরিয়ালের ব্যস্ত ও বহুল পরিচিত মুখ আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত রয়েছেন। আরাত্রিকাকে দেখা যাবে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায়। আর মহাপ্রভুর ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত। তা ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঈশা সাহা রয়েইছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে।

কলকাতা, 6 জুন: "যেদিন ফ্লোরে যাবো সেদিনও বিশ্বাস হবে না"- সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্র নিয়ে আজও স্বপ্নে বিভোর অভিনেত্রী অলোকানন্দা গুহ। সৃজিতের আসন্ন এই ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকেই।

উল্লেখ্য, এর আগে 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছিল অলোকানন্দার। তবে মাঝপথে আচমকাই মুখ বদল ঘটে। তাঁর জায়গায় আসেন শ্রীমা ভট্টাচার্য। মাঝপথে প্রযোজনা সংস্থা বদল হওয়ায় বদলে যায় গল্পের নায়িকার মুখও। সে অবশ্য অনেক বছর আগেকার কথা। অলোকানন্দার সঙ্গে এই বিষয়ে কথা বলে ইটিভি ভারত।

অভিনেত্রী বলেন, " এখনও বিশ্বাস হচ্ছে না যে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চলেছি। স্বপ্ন মনে হচ্ছে। আমি তো বড় পর্দায় সেভাবে কাজ করিনি। করেছি টুকটাক। তবে, তেমন উল্লেখযোগ্য কাজ করা হয়নি আমার। তাই বিশ্বাসই হচ্ছে না এখনও। তার উপরে দুটো বড় বড় প্রযোজনা সংস্থা এর নেপথ্যে। এক হল দাগ মিডিয়া, অন্যটি এসভিএফ। সব মিলিয়ে আমি যেমন খুশি তেমন স্বপ্নে বিভোর।"

অলোকানন্দা বলেন, "আমি দাগ মিডিয়ার অফিসে আসি। একদিন সৃজিতদা এসেছেন ছবিটা নিয়ে কথা বলতে রানা দা'র সঙ্গে। আমিও তখন অফিসে উপস্থিত। রানাদা সৃজিত দা'কে বললেন, দেখ তো এই মেয়েটাকে বিষ্ণুপ্রিয়ার রোলে মানাবে কি না। সৃজিতদা বললেন, কেন মানাবে না? কী সুন্দর পিরিয়ডিক মুখ ওর। আর ব্যস লুক সেট হয়ে গেল। এবার শুটিংয়ের অপেক্ষায় আছি ।"

যে সময়ে অলোকানন্দাকে ধারাবাহিক থেকে এই চরিত্র থেকে বাদ পড়তে হয়েছিল সেই সময়েই রানা সরকার তাঁকে কথা দিয়েছিলেন কখনও যদি এই ধরনের কাজ তিনি করেন তবে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে তিনি অলোকানন্দাকে কাস্ট করবেন। কথা রেখেছেন রানা সরকার। এই ধারাবাহিকে অলোকানন্দা ছাড়াও মেগা সিরিয়ালের ব্যস্ত ও বহুল পরিচিত মুখ আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত রয়েছেন। আরাত্রিকাকে দেখা যাবে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায়। আর মহাপ্রভুর ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত। তা ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঈশা সাহা রয়েইছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.