ETV Bharat / entertainment

ফের বাধা! 15 অগস্ট মুক্তি পাচ্ছে না আল্লু অর্জুনের 'পুষ্পা 2', পিছোচ্ছে 'সিংঘম এগেইন'? - Pushpa 2 Postponed

Pushpa 2 Release Postponed: 15 অগস্ট মুক্তি পাচ্ছে না পুষ্পা 2 ৷ আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেল ৷ পাশাপাশি, মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' নিয়েও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 7:39 PM IST

Pushpa 2 Release Postponed
আল্লু অর্জুনের 'পুষ্পা 2' (ইটিভি ভারত)

হায়দরবাদ, 13 জুন: পিছিয়ে গেল মুক্তির তারিখ ৷ দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তি পাবে না 15 অগস্ট, স্বাধীনতা দিবসের দিন ৷ আচমকা এই মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় হতাশ অনুরাগীরা ৷ কবে মুক্তি পাবে এই ছবি, তা এখনও জানাননি নির্মাতারা ৷ অন্যদিকে, অজয় দেবগণও জানিয়েছেন পিছিয়ে যেতে পারে 'সিংঘম এগেইন' ছবি মুক্তির তারিখও ৷

মূলত, প্রথমে আল্লু অর্জুনের 'পুষ্পা'-র সঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল রোহিত শেট্টি পরিচালিত অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' ৷ তবে শুধু অজয় দেবগণ নয়, স্বাধীনতা দিবসে বলিউডে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'খেল খেল মে' এবং জন আব্রাহামের 'বেদা' ৷ অন্যদিকে এই দিনে আসছে না 'সিংঘম এগেইন' ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার 'অরো ম্যায় কাহা দম থা' ছবির ট্রেলার মুক্তির দিনই এমনটা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগণ ৷

অজয় বলেন, "সিংঘম 3 ছবি 15 অগস্ট মুক্তি পাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই ৷ কারণ ছবির শুটিংয়ের বেশ কিছু অংশ এখনও বাকি আছে ৷ তাড়াহুড়ো করে ছবিটা শেষ করতে চাই না আমরা ৷ পুরো বিষয়টা যখন তৈরি হয়ে যাবে, তখন সিংঘম 3 মুক্তির দিন জানিয়ে দেওয়া হবে ৷" ছবিতে অজয় দেবগণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপুরকে ৷

অন্যদিকে সূত্রের খবর, সুকুমার পরিচালিত 'পুষ্পা 2'-এর ছবির শুটিং এখনও চলছে ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং এখনও বাকি ৷ ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা এবং পোস্ট প্রোডাকশনের কাজ ভালোভাবে মেটানোটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গোটা টিমের কাছে ৷ সেই কারণে নাকি পিছিয়ে দেওয়া হয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবি মুক্তির তারিখ ৷ কিন্তু এই খবরে বেশ হতাশ হয়েছেন অনুরাগীরা ৷

শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে পারে তামিল সুপারস্টার বিক্রমের ছবি 'থাঙ্গালান' ৷ জানা গিয়েছে, অভিনেতা বিক্রম তাঁর ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে খুব শীঘ্রই ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন ৷ সব মিলিয়ে একদিকে বলিউডের বিগ ছবি অন্যদিকে, তামিল সুপারস্টারের ছবি মুক্তির পথে রয়েছে ৷ ফলে বক্সঅফিসের প্রতিযোগিতায় না গিয়ে সময় নিয়ে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির মুক্তি দিতে চান নির্মাতারা ৷

হায়দরবাদ, 13 জুন: পিছিয়ে গেল মুক্তির তারিখ ৷ দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তি পাবে না 15 অগস্ট, স্বাধীনতা দিবসের দিন ৷ আচমকা এই মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় হতাশ অনুরাগীরা ৷ কবে মুক্তি পাবে এই ছবি, তা এখনও জানাননি নির্মাতারা ৷ অন্যদিকে, অজয় দেবগণও জানিয়েছেন পিছিয়ে যেতে পারে 'সিংঘম এগেইন' ছবি মুক্তির তারিখও ৷

মূলত, প্রথমে আল্লু অর্জুনের 'পুষ্পা'-র সঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল রোহিত শেট্টি পরিচালিত অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' ৷ তবে শুধু অজয় দেবগণ নয়, স্বাধীনতা দিবসে বলিউডে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'খেল খেল মে' এবং জন আব্রাহামের 'বেদা' ৷ অন্যদিকে এই দিনে আসছে না 'সিংঘম এগেইন' ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার 'অরো ম্যায় কাহা দম থা' ছবির ট্রেলার মুক্তির দিনই এমনটা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগণ ৷

অজয় বলেন, "সিংঘম 3 ছবি 15 অগস্ট মুক্তি পাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই ৷ কারণ ছবির শুটিংয়ের বেশ কিছু অংশ এখনও বাকি আছে ৷ তাড়াহুড়ো করে ছবিটা শেষ করতে চাই না আমরা ৷ পুরো বিষয়টা যখন তৈরি হয়ে যাবে, তখন সিংঘম 3 মুক্তির দিন জানিয়ে দেওয়া হবে ৷" ছবিতে অজয় দেবগণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপুরকে ৷

অন্যদিকে সূত্রের খবর, সুকুমার পরিচালিত 'পুষ্পা 2'-এর ছবির শুটিং এখনও চলছে ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং এখনও বাকি ৷ ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা এবং পোস্ট প্রোডাকশনের কাজ ভালোভাবে মেটানোটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গোটা টিমের কাছে ৷ সেই কারণে নাকি পিছিয়ে দেওয়া হয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবি মুক্তির তারিখ ৷ কিন্তু এই খবরে বেশ হতাশ হয়েছেন অনুরাগীরা ৷

শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে পারে তামিল সুপারস্টার বিক্রমের ছবি 'থাঙ্গালান' ৷ জানা গিয়েছে, অভিনেতা বিক্রম তাঁর ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে খুব শীঘ্রই ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন ৷ সব মিলিয়ে একদিকে বলিউডের বিগ ছবি অন্যদিকে, তামিল সুপারস্টারের ছবি মুক্তির পথে রয়েছে ৷ ফলে বক্সঅফিসের প্রতিযোগিতায় না গিয়ে সময় নিয়ে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির মুক্তি দিতে চান নির্মাতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.