হায়দরাবাদ, 11 জুন: করণ জোহর থেকে সঞ্জয় লীলা বনশালি, সিনেমার পর্দায় অভিনেত্রীদের তুলে ধরেছেন লার্জার দ্যান লাইফের মতো ৷ দক্ষ অভিনেত্রীদের শক্তিশালী অভিনয় যেমন তাক লাগায় তেমনই নারী অঙ্গে অলঙ্কার যেন সেই শক্তিকে আরও জোরালো করে তোলে ৷ সিলভার স্ক্রিনে আলিয়া ভাট (Alia Bhatt) থেকে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) স্টাইল তৈরি করে আলাদা স্টেটমেন্ট ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহিনী'তে আলিয়ার বিয়ের বেশে মাঙ্গটিকা কিংবা 'বাজিরাও মস্তানি'তে দীপিকার মাঙ্গটিকা নজর কেড়েছে বারবার ৷
অনুষ্কা শর্মা (Anushka Sharma)- 'ফিল্লুরি' সিনেমা যারা দেখেছেন তারা ভূত অনুষ্কাকে দেখে মুগ্ধ হয়েছেন ৷ ভূত-ও এত মিষ্টি, এত সুন্দর হতে পারে তা অনুষ্কাকে না দেখলে বোঝা যেত না ৷ সেখানে অনুষ্কার এথনিক পোশাকের সঙ্গে নজর কাড়ে তাঁর টিকলি অর্থাৎ মাঙ্গটিকা ৷ ফলে সিনেমায় অনুষ্কা যেন সত্যি সত্যিই হয়ে উঠেছিলেন এক মিষ্টি পরী ৷
আলিয়া ভাট (Alia Bhatt)- 'রকি অউর রানি কি প্রেম কাহিনী' (Rocky Aur Rani Kii Prem Kahaani) সিনেমায় আলিয়া ভাটের বিয়ের সেই মুহূর্ত নিশ্চই মনে আছে ? এই সিনেমার শুটিং চলাকালীনই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ৷ ফলে সিনেমায় বিয়ের শুটিংয়ের জন্য তাঁকে নতুন করে মেহেন্দি পরতে হয়নি ৷ নিজের বিয়ের সাজ আলিয়া সিম্পল রেখেছিলেন ৷ কিন্তু করণ জোহর পরিচালিত এই সিনেমায় আলিয়াকে সত্যিই রানির মতোই লাগছিল ৷ গা ভর্তি গয়নার সঙ্গে মাথায় চওড়া লম্বা টিকলি, কপালে ছোট্ট টিপ সাজ সম্পন্ন করেছিল অভিনেত্রীর ৷
আকাংশা শর্মা (Akanksha Sharma)- সিনেমার পর্দায় রয়্যাল সাজে আকাংশা শর্মা অনুরাগীদের মনে ধরেন ৷ 'কেশরি বীর' সিনেমায় রাজল চরিত্রে দেখা যায় আকাংশাকে ৷ সেই সিনেমায় অভিনেত্রীর মাঙ্গটিকা আলাদা করে নজরে আসে ৷
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- 'বাজিরাও মস্তানি'তে (Bajirao Mastani) দীপিকা একজন যোদ্ধা, আবার কখনও স্ত্রী আবার কখনও সন্তানের মা ৷ ব্যক্তিত্ব ও সৌন্দর্যের এক অদ্ভুত মিশেলে দীপিকা ধরা দিয়েছেন সঞ্জয় লীলা বনশালির এই সিনেমায় ৷
অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)- সঞ্জয় লীলা বনশালির এপিক সিরিজ 'হীরামাণ্ডি' ( Heeramandi) ৷ সিনেমায় প্রতিটা চরিত্র আলাদা করে জায়গা করে নিয়েছে দর্শক মনে ৷ তার মধ্যে উজ্জ্বল উপস্থিতি অদিতির ৷ মুঘল সময়ের সেই লুক অদিতি খুব সুন্দর করে সামলেছেন ৷ টাইমলেস বিউটি রূপে অদিতির মাঙ্গটিকা সৌন্দর্যের প্রতীর রূপে ধরা দেয় ৷