ETV Bharat / entertainment

ঐশ্বর্যর পদবি থেকে বাদ 'বচ্চন'! ভাইরাল ভিডিয়ো ঘিরে কৌতুহল নেটপাড়ায়

অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ জল্পনা কি সত্যি? সম্প্রতি ঐশ্বর্যর একটি ভাইরাল ভিডিয়ো কৌতহল জাগিয়েছে নেটপাড়ায় ৷

Aishwarya Rai
ঐশ্বর্যর নাম থেকে বাদ পড়ল 'বচ্চন' পদবি (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 28, 2024, 1:02 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: এখন থেকে কি ঐশ্বর্য রাইয়ের নামের সঙ্গে 'বচ্চন' পদবি জোড়া যাবে না? সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তেমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা ৷ বেশ কয়েকমাস ধরে বচ্চন পরিবার খবরের শিরোনামে ৷ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে নানা কাটাছেঁড়া চলছে ৷

এরমধ্যেই দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্য ৷ অভিনেত্রী অংশগ্রহণ করেন গ্লোবাল ওমেনস ফোরাম অনুষ্ঠানে ৷ সেখানকার এক ভিডিয়ো সামনে আসতেই ফের বিচ্ছেদ জল্পনা প্রবল হয়েছে ৷ দুবাই ইভেন্টে ঐশ্বর্যর বাপের বাড়ির পদবি 'রাই' ব্যবহার করা হয়েছে কেবল ৷ সেখান থেকে বাদ পড়েছে 'বচ্চন' পদবি ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে অভিনেত্রীকে যখন মঞ্চে পরিচয় করানো হচ্ছে সেখানে বোর্ডে ফুটে ওঠে "ঐশ্বর্য রাই- ইন্টারন্যাশনাল স্টার ৷"

এই অনুষ্ঠানে নারীশক্তির জয়গান ছিল মূল উদ্দেশ্য ৷ তাই নিয়েই কথা বলতে উপস্থিত হন অভিনেত্রী ৷ তবে সেখানে ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে কথা হয়েছে তেমনই ঐশ্বর্যর নাম থেকে 'বচ্চন' পদবি বাদ যাওয়ায় তা নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায় ৷ তবে এখনও পর্যন্ত, ইন্সটাগ্রামে বচ্চন পদবি ব্যবহার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ মূলত, অনন্ত-রাধিকার বিয়ের সময় থেকেই এই চর্চা শুরু হয়েছে ৷ যখন পাওয়ার কাপলকে একসঙ্গে নয়, অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে আলাদা আলাদাভাবে ৷

এরমধ্যেই অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছে দশভী খ্যাত অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ৷ যদিও এই বিষয় নিয়ে সেইভাবে মুখ না খুললেও ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন বলে জানান নিমরত ৷ তারপর থেকেই অভিষেক-ঐশ্বর্য হটকেক হয়ে গিয়েছে খবরের দুনিয়ায় ৷

হায়দরাবাদ, 28 নভেম্বর: এখন থেকে কি ঐশ্বর্য রাইয়ের নামের সঙ্গে 'বচ্চন' পদবি জোড়া যাবে না? সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তেমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা ৷ বেশ কয়েকমাস ধরে বচ্চন পরিবার খবরের শিরোনামে ৷ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে নানা কাটাছেঁড়া চলছে ৷

এরমধ্যেই দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্য ৷ অভিনেত্রী অংশগ্রহণ করেন গ্লোবাল ওমেনস ফোরাম অনুষ্ঠানে ৷ সেখানকার এক ভিডিয়ো সামনে আসতেই ফের বিচ্ছেদ জল্পনা প্রবল হয়েছে ৷ দুবাই ইভেন্টে ঐশ্বর্যর বাপের বাড়ির পদবি 'রাই' ব্যবহার করা হয়েছে কেবল ৷ সেখান থেকে বাদ পড়েছে 'বচ্চন' পদবি ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে অভিনেত্রীকে যখন মঞ্চে পরিচয় করানো হচ্ছে সেখানে বোর্ডে ফুটে ওঠে "ঐশ্বর্য রাই- ইন্টারন্যাশনাল স্টার ৷"

এই অনুষ্ঠানে নারীশক্তির জয়গান ছিল মূল উদ্দেশ্য ৷ তাই নিয়েই কথা বলতে উপস্থিত হন অভিনেত্রী ৷ তবে সেখানে ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে কথা হয়েছে তেমনই ঐশ্বর্যর নাম থেকে 'বচ্চন' পদবি বাদ যাওয়ায় তা নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায় ৷ তবে এখনও পর্যন্ত, ইন্সটাগ্রামে বচ্চন পদবি ব্যবহার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ মূলত, অনন্ত-রাধিকার বিয়ের সময় থেকেই এই চর্চা শুরু হয়েছে ৷ যখন পাওয়ার কাপলকে একসঙ্গে নয়, অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে আলাদা আলাদাভাবে ৷

এরমধ্যেই অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছে দশভী খ্যাত অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ৷ যদিও এই বিষয় নিয়ে সেইভাবে মুখ না খুললেও ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন বলে জানান নিমরত ৷ তারপর থেকেই অভিষেক-ঐশ্বর্য হটকেক হয়ে গিয়েছে খবরের দুনিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.