ETV Bharat / entertainment

ঐশ্বর্যর জীবনের সেরা মুহূর্ত, ক্যাপচার করে রাখলেন মেয়ে আরাধ্যা - Aishwarya With Daughter Aaradhya

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 16, 2024, 2:40 PM IST

Aishwarya Rai Bachchan With Daughter Aaradhya Bachchan at Dubai: মায়ের সাফল্যে গর্বিত মেয়ে ৷ সিমা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেরা অভিনত্রীর অ্যাওয়ার্ড পেলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ বিশেষ সেই মুহূর্ত দর্শকাসনে বসে মোবাইলে ক্য়াপচার করলেন কন্যা আরাধ্যা ৷

Aishwarya Rai Bachchan With Daughter at Dubai
ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে মেয়ে আরাধ্যা (সিমা অ্যাওয়ার্ডস)

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: সিমা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চাঁদের হাট ৷ সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড সেরেমনিতে নজর কাড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ৷ দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে রেডকার্পেটে ফ্রেমবন্দি হন অ্যাশ ৷ সেই অনুষ্ঠানেই সেরা অভিনেত্রী(ক্রিটিক্স) হিসাবে পুরস্কারও যোগ হয় ঐশ্বর্যর মুকুটে (Aishwarya Rai wins Best Actress at SIIMA 2024) ৷ মায়ের সেই সেরা মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন আরাধ্যা ৷ মা-মেয়ের বন্ডিং দেখে আপ্লুত নেটপাড়া ৷

15 সেপ্টেম্বর এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে ৷ মণি রত্নম পরিচালিত পনিয়িন সেলভান: পার্ট 2 ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান বচ্চন বধূ ৷ মঞ্চে যখন অ্যাশের হাতে অ্যাওয়ার্ড ওঠে সেই মূহূর্ত ক্যাপচার করেন আরাধ্যা ৷ গোটা ঘটনার ভিডিয়ো ও ছবি তারপর ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷

শুধু তাই নয়, এদিন মায়ের সঙ্গে এলিগ্যান্ট লুকে লাল গালিচাতেও হাঁটেন আরাধ্যা ৷ কালো-রূপোলি রঙের পোশাকে আরাধ্যার লুক ছিল সিম্পল ৷ এদিন মা-মেয়ে জুটি প্রায় একই রকমের স্টাইল মেইন্টেইন করেন ৷ এদিন ঐশ্বর্যকে দেখা যায় কালোর সঙ্গে সোনালী রঙের কাজ করা ওয়েস্টার্ন পোশাকে ৷

এদিনের একাধিক ভিডিয়ো ও ছবি ঘুরে বেড়ায় সোশাল মিডিয়ায় ৷ সিমা অ্যাওয়ার্ডসের তরফে সেই সব ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে ৷ এদিন অ্যাশকে দেখা যায় চিয়ান বিক্রমের পাশে বসতে ৷ মজার বিষয়, পনিয়িন সেলভানেও এদেরকে জুটি হিসাবে দেখা গিয়েছে ৷ পনিয়িন সেলভান 2-তে অ্যাশকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে তাঁর অভিনয় ছিল এককথায় অনবদ্য ৷ তামিল সাহিত্য অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ সাহিত্যের রচয়িতা কাল্কি কৃষ্ণামূর্তি ৷

এদিকে, ঐশ্বর্যরও এই সাফল্যে এখনও পর্যন্ত অভিনন্দন বা শুভেচ্ছাবার্তা দেখা যায়নি বচ্চন পরিবারের তরফে ৷ অমিতাভ বচ্চন যে কি না, সোশাল মিডিয়ায় ভীষণই অ্যাকটিভ তিনি এদিন পোস্ট করেছেন অদ্ভুত ৷ অন্যদিকে, অভিষেক বচ্চনও স্ত্রীর সাফল্য নিয়ে কোনও রকম মন্তব্য করেননি ৷

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: সিমা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চাঁদের হাট ৷ সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড সেরেমনিতে নজর কাড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ৷ দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে রেডকার্পেটে ফ্রেমবন্দি হন অ্যাশ ৷ সেই অনুষ্ঠানেই সেরা অভিনেত্রী(ক্রিটিক্স) হিসাবে পুরস্কারও যোগ হয় ঐশ্বর্যর মুকুটে (Aishwarya Rai wins Best Actress at SIIMA 2024) ৷ মায়ের সেই সেরা মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন আরাধ্যা ৷ মা-মেয়ের বন্ডিং দেখে আপ্লুত নেটপাড়া ৷

15 সেপ্টেম্বর এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে ৷ মণি রত্নম পরিচালিত পনিয়িন সেলভান: পার্ট 2 ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান বচ্চন বধূ ৷ মঞ্চে যখন অ্যাশের হাতে অ্যাওয়ার্ড ওঠে সেই মূহূর্ত ক্যাপচার করেন আরাধ্যা ৷ গোটা ঘটনার ভিডিয়ো ও ছবি তারপর ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷

শুধু তাই নয়, এদিন মায়ের সঙ্গে এলিগ্যান্ট লুকে লাল গালিচাতেও হাঁটেন আরাধ্যা ৷ কালো-রূপোলি রঙের পোশাকে আরাধ্যার লুক ছিল সিম্পল ৷ এদিন মা-মেয়ে জুটি প্রায় একই রকমের স্টাইল মেইন্টেইন করেন ৷ এদিন ঐশ্বর্যকে দেখা যায় কালোর সঙ্গে সোনালী রঙের কাজ করা ওয়েস্টার্ন পোশাকে ৷

এদিনের একাধিক ভিডিয়ো ও ছবি ঘুরে বেড়ায় সোশাল মিডিয়ায় ৷ সিমা অ্যাওয়ার্ডসের তরফে সেই সব ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে ৷ এদিন অ্যাশকে দেখা যায় চিয়ান বিক্রমের পাশে বসতে ৷ মজার বিষয়, পনিয়িন সেলভানেও এদেরকে জুটি হিসাবে দেখা গিয়েছে ৷ পনিয়িন সেলভান 2-তে অ্যাশকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে তাঁর অভিনয় ছিল এককথায় অনবদ্য ৷ তামিল সাহিত্য অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ সাহিত্যের রচয়িতা কাল্কি কৃষ্ণামূর্তি ৷

এদিকে, ঐশ্বর্যরও এই সাফল্যে এখনও পর্যন্ত অভিনন্দন বা শুভেচ্ছাবার্তা দেখা যায়নি বচ্চন পরিবারের তরফে ৷ অমিতাভ বচ্চন যে কি না, সোশাল মিডিয়ায় ভীষণই অ্যাকটিভ তিনি এদিন পোস্ট করেছেন অদ্ভুত ৷ অন্যদিকে, অভিষেক বচ্চনও স্ত্রীর সাফল্য নিয়ে কোনও রকম মন্তব্য করেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.