কলকাতা, 12 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আগুন জ্বলছে গোটা শহরে ৷ প্রতিবাদে শামিল সাধারণ মানুষ থেকে তারকা মহল। লজ্জায় ধিক্কারে পথে নামার সাথী হতে চায় একে অপরের।
শহরের এই মুহূর্তের পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত কন্যা সন্তানের বাবারাও। ঠিক যেমনভাবে এই শহরে থাকতে ভয় পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক বিরসা দাশগুপ্ত। তিনি তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমরা দুই মেয়ের বাবা-মা। আমরা এখানে বাস করতে ভয় পাচ্ছি।" ইটিভি ভারত এই বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি মুম্বইতে বেশি কাজ করি। খুব গর্বের সঙ্গে সবাইকে বলি আমি কলকাতা থেকে আসছি। ওখানে মেয়েরা খুব নিরাপদ। এখন দিন দিন সেই গর্ব করার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। বরং লজ্জা লাগছে খুব।"
বিরসা আরও বলেন, "আসল দোষী কিংবা দোষীদের শাস্তি হোক। আসল দোষী খুঁজে বের করার অস্ত্রও আছে। মহিলা দেহ থেকে যে বীর্য (semen) পাওয়া গিয়েছে তার মাধ্যমেই আসল দোষীকে খুঁজে পাওয়া যাবে। যেভাবেই হোক অপরাধীর শাস্তি চাই আমরা সবাই।" ন্যায়ের দাবিতে 14 অগস্ট রাত 11.55 মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিটে জমায়েত হতে চলেছেন তারকা থেকে সাধারণ মানুষ ৷ মেয়েরা রাত দখল করুক, স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই পদক্ষেপে যোগ দেওয়ার আর্জি সকলকে। প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিরসার স্ত্রী বিদিপ্তা চক্রবর্তীও ৷
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের অনেক তারকা ৷ ঋতুপর্ণা সেনগুপ্তও সামাজিক মাধ্যমে লিখেছেন, "আর কত আঘাত পাবে পরিবারগুলো? কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? এই ভাবে মৃত্যু ? কেন ? কি তার explanation? হতাশ আমরা ৷ ক্ষুব্ধ ৷ এত অন্যায় কেন?"