কলকাতা, 22 জুন: রবিবার সকাল সাতটা ৷ মারা যায় অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়ের প্রিয় পোষ্য সিরাজ ৷ টলি কুইন নিজেই এই দুঃসংবাদ জানান সোশাল মিডিয়ায় ৷ সবসময়ের সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ সায়ন্তিকা ৷
এর আগে সায়ন্তিকার করা বিভিন্ন পোস্টেই সারমেয়ের নাম জানা গিয়েছে। প্রায়ই সিরাজের সঙ্গে ছবি ভাগ করে নিতেন সায়ন্তিকা। এবার প্রিয় সিরাজকে হারালেন তিনি । শোকাচ্ছন্ন সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী-সহ অন্যান্য তারকা ও সায়ন্তিকার অনুরাগীরা ৷
সায়ন্তিকা বরাবরই পশুপ্রেমী। প্রায়শই সবসময়ের সঙ্গে কাটানো সময়ের ছবি তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করতেন ৷ অভিনেত্রী দুঃসংবাদ জানিয়ে এদিনও সিরাজের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ ক্যাপশনে লিখেছেন, "সিরাজ…রবিবার, সকাল 7.00টা 22.06.2025…RIP ৷" এরপরই একটি হার্টভাঙার ইমোজি দিয়েছেন বিধায়ক ৷ এরপর তাঁর সংযোজন, "তুমি আমার পুরো হৃদয় তোমার সঙ্গে নিয়ে গিয়েছো...তোমাকে ছাড়া জীবন আর আগের মতো থাকবে না ৷ আমি তোমাকে ভালোবাসি ৷ আমার পৃথিবী... আমরা তোমাকে ভালোবাসি সিরাজ ৷"
সায়ন্তিকার অনুরাগীরাও সিরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রিতিক্রিয়া জানিয়েছেন লাল হার্টের ইমোজি দিয়ে ৷ কমেন্ট সেকশনও ভরেছে 'আই লাভ ডগ' দিয়ে ৷ সহকর্মীর মনের অবস্থায় পাশে দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তী, সুদীপা চট্টোপাধ্যায়ও ৷ মিমি কমেন্টে লিখেছেন, "রেইনবো ব্রিজের ওপারে আমরা আবার তাদের সঙ্গে দেখা করব।" উল্লেখ্য, মিমির বাড়িতেও রয়েছে পোষ্য ৷ তিনিও প্রায়শই সোশালে তাঁর সারমেয়দের সঙ্গে ছবি পোস্ট করেন ৷ সিরাজের চলে যাওয়াতে সুদীপা চট্টোপাধ্যায় সায়ন্তিকাকে উল্লেখ করে লিখেছেন, "ও তোমার কাছে ঠিক ফিরে আসবে। অথবা ও এমন কাউকে পাঠাবে, যে তোমাকে শোক থেকে টেনে বার করে নিয়ে আসবে।"