ETV Bharat / entertainment

মহানায়কের সঙ্গে তুলনা! রাজের প্রশংসা শুনে লজ্জায় লাল আবির - Abir Chatterjee

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 8, 2024, 11:30 AM IST

Abir Chatterjee in Babli: স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' ৷ প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় ৷ কেমন ছিল সেই জার্নি ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন পর্দার অভিরূপ সেন ৷

Abir Chatterjee in Babli
আবির চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 8 অগস্ট: মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' ৷ বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ নাম ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিরূপ সেনের চরিত্রে আবির চট্টোপাধ্যায়। এর আগে রাজ চক্রবর্তী পরিচালিত 'কাঠমুণ্ডু' ছবিতে কাজ করেন আবির। প্রায় দশ বছর পর ফের রাজ-আবিরের জুটি আসছে বড় পর্দায়।

মুখোমুখি আবির চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

'বাবলি' প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবিরকে একালের 'উত্তম কুমার' বলে অভিহিত করেছেন পরিচালক রাজ ৷ তার উত্তরে আবির ইটিভি ভারতকে বলেন, "এটা রাজের আমার প্রতি অত্যন্ত স্নেহ আর ভালোবাসার প্রকাশ। উত্তম কুমার একজনই ।43 বছর হয়েছে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৷ কিন্তু দীর্ঘ এই সময়ে উত্তম কুমারের জনপ্রিয়তা বেড়েছে, কমেনি ৷ আমি চিরকাল ওনার ফ্যান ছিল ৷ আমার যত অভিজ্ঞতা বাড়ছে তার ফলে মনে হয় ওঁনার কাজের মূল্যায়ণ আরও বাকি ৷"

10 বছর পর কেন রাজের সঙ্গে কাজ প্রসঙ্গে আবির জানান, আরও ভালো কিছু কাজ করার তাগিদ ছিল ৷ বুদ্ধদেব বসুর লেখা আর রাজের হাত ধরে এই ছবি সামনে আসছে ৷ তাই এই কাজ দর্শকদের ভালো লাগবে আশা করা যায় ৷ সাহিত্যধর্মী সিনেমা কতখানি চ্যালেঞ্জের মুখে ফেলে আবিরকে? অভিনেতা জানান, সাহিত্য নিয়ে কাজ করতে গেলে সুবিধা হয় ৷ বই পড়া থাকে ৷ তবে চ্যালেঞ্জের বিষয় হল বইয়ের চরিত্র সিনেমার পর্দায় না মিললে মন খুঁতখুঁত করতে থাকে ৷ বাবলির ক্ষেত্রে তর্কের জায়গা নেই ৷ মূল ঘটনা, কথা অপরিবর্তিত রয়েছে ৷ 15 অগস্ট স্বাধীনতা দিবসে বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত 'বাবলি' মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

কলকাতা, 8 অগস্ট: মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' ৷ বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ নাম ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিরূপ সেনের চরিত্রে আবির চট্টোপাধ্যায়। এর আগে রাজ চক্রবর্তী পরিচালিত 'কাঠমুণ্ডু' ছবিতে কাজ করেন আবির। প্রায় দশ বছর পর ফের রাজ-আবিরের জুটি আসছে বড় পর্দায়।

মুখোমুখি আবির চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

'বাবলি' প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবিরকে একালের 'উত্তম কুমার' বলে অভিহিত করেছেন পরিচালক রাজ ৷ তার উত্তরে আবির ইটিভি ভারতকে বলেন, "এটা রাজের আমার প্রতি অত্যন্ত স্নেহ আর ভালোবাসার প্রকাশ। উত্তম কুমার একজনই ।43 বছর হয়েছে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৷ কিন্তু দীর্ঘ এই সময়ে উত্তম কুমারের জনপ্রিয়তা বেড়েছে, কমেনি ৷ আমি চিরকাল ওনার ফ্যান ছিল ৷ আমার যত অভিজ্ঞতা বাড়ছে তার ফলে মনে হয় ওঁনার কাজের মূল্যায়ণ আরও বাকি ৷"

10 বছর পর কেন রাজের সঙ্গে কাজ প্রসঙ্গে আবির জানান, আরও ভালো কিছু কাজ করার তাগিদ ছিল ৷ বুদ্ধদেব বসুর লেখা আর রাজের হাত ধরে এই ছবি সামনে আসছে ৷ তাই এই কাজ দর্শকদের ভালো লাগবে আশা করা যায় ৷ সাহিত্যধর্মী সিনেমা কতখানি চ্যালেঞ্জের মুখে ফেলে আবিরকে? অভিনেতা জানান, সাহিত্য নিয়ে কাজ করতে গেলে সুবিধা হয় ৷ বই পড়া থাকে ৷ তবে চ্যালেঞ্জের বিষয় হল বইয়ের চরিত্র সিনেমার পর্দায় না মিললে মন খুঁতখুঁত করতে থাকে ৷ বাবলির ক্ষেত্রে তর্কের জায়গা নেই ৷ মূল ঘটনা, কথা অপরিবর্তিত রয়েছে ৷ 15 অগস্ট স্বাধীনতা দিবসে বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত 'বাবলি' মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.