ETV Bharat / entertainment

বছরজুড়ে বাঙালিয়ানা থাকুক, নববর্ষে বার্তা আবিরের - ABIR CHATTERJEE

বাঙালি সাজে একটি ভ্রমণ সংস্থার আনুষ্ঠানিক প্রকাশে হাজির হলেন আবির চট্টোপাধ্যায় ৷ ইটিভি ভারতকে বাংলা নববর্ষ নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা ৷

Abir Chatterjee
নববর্ষে ইটিভি ভারতের মুখোমুখি আবির চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 15, 2025 at 7:17 PM IST

2 Min Read

কলকাতা, 15 এপ্রিল: চুটিয়ে চলছে 'রক্তবীজ 2' ছবির শুটিং ৷ তার ফাঁকেই বাংলা নববর্ষে ইটিভি ভারতের মুখোমুখি হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ তিনি জানালেন বাংলা নববর্ষ নিয়ে নিজের অনুভূতির কথা ।

টলিউড অভিনেতা বলেন, "পয়লা বৈশাখটা একদম আমাদের বাঙালিদের । তাই আমাদের জীবনযাপনে, ব্যবহারে, ভাষায়, সিনেমায় বছরজুড়ে বাঙালিয়ানা থাকুক ৷ পুরো বছরটাতেই বাঙালিয়ানা ধরে রাখুক বাঙালি।" তিনি আরও বলেন, "সারা বছর ধরে ভালো কাজ করতে হবে । কাজের মধ্যেই থাকতে হবে । তা হলে দুষ্কর্মগুলো হবে না ।"

নববর্ষে বার্তা আবিরের (ইটিভি ভারত)

একটি ভ্রমণ সংস্থার আনুষ্ঠানিক প্রকাশে হাজির হয়েছিলেন আবির চট্টোপাধ্যায় ৷ সেই সংস্থার সঙ্গেই যুক্ত হলেন তিনি । আবিরের ভ্রমণ প্রেম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "এবার কঠিন প্রশ্ন হল । আমি ঘুর‍তে ভালোবাসি । জঙ্গল, পাহাড় নাকি সমুদ্র জানতে চাইলে বলব, আমি পাহাড়টাকেই এগিয়ে রাখছি । বিশেষ করে এই সময়টা এলে তো পাহাড়েই যেতে ইচ্ছে করে । তবে আমার সমুদ্রও পছন্দের । আর একটা কথা এই প্রসঙ্গে বলব, জঙ্গলটাই যাদের ঘরবাড়ি তাদের শান্তিতে থাকতে দেওয়া উচিত আমাদের । তবুও তো আমরা যাই । তবে, ওদের যাতে জ্বালাতন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ।"

মায়ের হাতে রান্না করা আবিরের পছন্দের খাবার কী ?

অভিনেতা বলেন, "অনেককিছুই আছে । তবে, এই মুহূর্তে ইলিশ ভাপার কথাই মাথায় আসছে । তা ছাড়া মা একটা খুব সুন্দর ঘরোয়া চিকেনের প্রিপারেশন করে।" 'রক্তবীজ 2' ছবির শুটিং নিয়ে এই মুহূর্তে কম বেশি ব্যস্ত আছেন তিনি । এই পুজোতেই সেই ছবিটি রিলিজ হতে পারে বলে জানিয়েছেন আবির । 'রক্তবীজ' ছবির সাফল্যের পর দর্শক মুখিয়ে রয়েছে এর সিক্যুয়ালের জন্য ৷

কলকাতা, 15 এপ্রিল: চুটিয়ে চলছে 'রক্তবীজ 2' ছবির শুটিং ৷ তার ফাঁকেই বাংলা নববর্ষে ইটিভি ভারতের মুখোমুখি হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ তিনি জানালেন বাংলা নববর্ষ নিয়ে নিজের অনুভূতির কথা ।

টলিউড অভিনেতা বলেন, "পয়লা বৈশাখটা একদম আমাদের বাঙালিদের । তাই আমাদের জীবনযাপনে, ব্যবহারে, ভাষায়, সিনেমায় বছরজুড়ে বাঙালিয়ানা থাকুক ৷ পুরো বছরটাতেই বাঙালিয়ানা ধরে রাখুক বাঙালি।" তিনি আরও বলেন, "সারা বছর ধরে ভালো কাজ করতে হবে । কাজের মধ্যেই থাকতে হবে । তা হলে দুষ্কর্মগুলো হবে না ।"

নববর্ষে বার্তা আবিরের (ইটিভি ভারত)

একটি ভ্রমণ সংস্থার আনুষ্ঠানিক প্রকাশে হাজির হয়েছিলেন আবির চট্টোপাধ্যায় ৷ সেই সংস্থার সঙ্গেই যুক্ত হলেন তিনি । আবিরের ভ্রমণ প্রেম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "এবার কঠিন প্রশ্ন হল । আমি ঘুর‍তে ভালোবাসি । জঙ্গল, পাহাড় নাকি সমুদ্র জানতে চাইলে বলব, আমি পাহাড়টাকেই এগিয়ে রাখছি । বিশেষ করে এই সময়টা এলে তো পাহাড়েই যেতে ইচ্ছে করে । তবে আমার সমুদ্রও পছন্দের । আর একটা কথা এই প্রসঙ্গে বলব, জঙ্গলটাই যাদের ঘরবাড়ি তাদের শান্তিতে থাকতে দেওয়া উচিত আমাদের । তবুও তো আমরা যাই । তবে, ওদের যাতে জ্বালাতন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ।"

মায়ের হাতে রান্না করা আবিরের পছন্দের খাবার কী ?

অভিনেতা বলেন, "অনেককিছুই আছে । তবে, এই মুহূর্তে ইলিশ ভাপার কথাই মাথায় আসছে । তা ছাড়া মা একটা খুব সুন্দর ঘরোয়া চিকেনের প্রিপারেশন করে।" 'রক্তবীজ 2' ছবির শুটিং নিয়ে এই মুহূর্তে কম বেশি ব্যস্ত আছেন তিনি । এই পুজোতেই সেই ছবিটি রিলিজ হতে পারে বলে জানিয়েছেন আবির । 'রক্তবীজ' ছবির সাফল্যের পর দর্শক মুখিয়ে রয়েছে এর সিক্যুয়ালের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.