ETV Bharat / business

ভারতের উপর 26% শুল্ক ট্রাম্পের, মার খাবে চিংড়ির রফতানি ! - US RECIPROCAL TARIFFS

ভারতের উপর 26 শতাংশ শুল্ক আরোপ করেছে ৷ এই সিদ্ধান্তের প্রভাবে দেশের চিংড়ি রফতানি লোকসানের মুখ দেখতে পারে ৷

US RECIPROCAL TARIFFS
কতটা প্রভাব পড়বে সামুদ্রিক খাবার রফতানিতে ? (এএনআই)
author img

By PTI

Published : April 6, 2025 at 4:53 PM IST

2 Min Read

অমরাবতি (অন্ধ্রপ্রদেশ), 6 এপ্রিল: দেশের অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে একাধিক বৈঠকের পর বুধবার 'পারস্পরিক শুল্ক' ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতের উপর 26 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ৷ খুব শীঘ্রই বর্ধিত এই শুল্কের বিরূপ প্রভাব পড়তে চলেছে ভারতীয় সামুদ্রিক খাবার রফতানির বাজারে ৷ বিশেষ করে প্রভাবিত হতে চলেছে চিংড়ির রফতানি ৷ রবিবার এমনটাই জানালেন সিফুড এক্সপোর্টারস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SEAI)-এর সভাপতি জি পবন কুমার ৷

আমেরিকায় সামুদ্রিক খাবারের চাহিদা আকাশছোঁয়া ৷ সেই চাহিদা পূরণ করতে বিশ্বের একাধিক দেশ থেকে সামুদ্রিক খাবার আমদানি করে তারা ৷ তার মধ্যে সিংহভাগটাই হল চিংড়ি মাছ ৷ আমেরিকায় চিংড়ির বৃহত্তম রফতানিকারক দেশ ভারত ৷ কুমারের মতে, মার্কিন প্রেসিডেন্টের বর্ধিত এই শুল্ক নীতির কারণে এই চিংড়ি মাছের রফতানি বাজারের সমস্ত অংশীদাররাই বেশ সমস্যায় পড়েছেন ৷

ভারতের পাশাপাশি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরও থেকে সামুদ্রিক খাবার রফতানি করে আমেরিকা ৷ বুধবার ভিয়েতনামের উপর 46 শতাংশ, ইন্দোনেশিয়ার উপর 32 শতাংশ পারস্পরিক শুল্ক ধার্য করেন ট্রাম্প ৷ অথচ, ইকুয়েডরের উপর মার্কিনি শুল্কের পরিমাণ মাত্র 10 শতাংশ ৷ শুল্কের পরিমাণ কম হওয়ায় সামুদ্রিক খাবার রফতানিতে তেমন একটা বেগ পেতে হবে না দক্ষিণ আমেরিকার এই দেশটিকে ৷

পবন আরও জানান, আমেরিকায় চিংড়ি রফতানির ক্ষেত্রে এতদিন ভারত একচেটিয়া বাজার দখল করে বসেছিল ৷ তবে, এবার আর তা হবে না ৷ বরং, দ্রুত রফতানির বাজারে ভারতকেও ছাপিয়ে যাবে ইকুয়েডর ৷ অন্ধ্রপ্রদেশের এই ব্যবসায়ী বলেন, "ভারতীয় সামুদ্রিক খাবার রফতানিকারদের পক্ষে 16 শতাংশের এই মার্জিন পূরণ করা এবং ইকুয়েডরের উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা বেশ কঠিন ৷"

প্রসঙ্গত, 2023-2024 সালের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট 250 কোটি ডলারের সামুদ্রিক খাবার রফতানি করেছে ভারত ৷ পবন কুমার জানান, আগামী 9 এপ্রিল থেকে ট্রাম্পের বর্ধিত শুল্ক ভারতে ধার্য হবে ৷ এই আবহে ইতিমধ্যেই, সামুদ্রিক খাবারের 2 হাজারটি কন্টেনার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ নতুন নীতি অনুযায়ী, এই 2 হাজার কন্টেনারের জন্য প্রায় 600 কোটি টাকা শুল্ক দিতে হবে ভারতকে ৷ অন্যদিকে, হিমঘরে এখনও প্রায় 2 হাজার কন্টেনার পণ্য পড়ে রয়েছে রফতানির জন্য ৷

অন্ধ্রপ্রদেশের মৎস্য বিভাগের যুগ্ম-অধিকর্তা লাল মোহন জানান, বিপুল অঙ্কের ক্ষতির হাত থেকে বাঁচতে খুব শীঘ্রই রাজ্যের সমস্ত রফতানিকারকদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার ৷ ভারতের অন্যতম প্রধান সামুদ্রিক খাবার উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশে 5.7 লক্ষে একরেরও বেশি এলাকায় সামুদ্রিক খাবারের চাষ করা হয় ৷ মূলত, এলুরু, পশ্চিম গোদাবরি ও কৃষ্ণা জেলায় হয় এই চাষ ৷

পড়ুন: ভারতের উপর 26% শুল্ক চাপালেন ট্রাম্প; চিন-বাংলাদেশের উপর করের বোঝা কতটা?

অমরাবতি (অন্ধ্রপ্রদেশ), 6 এপ্রিল: দেশের অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে একাধিক বৈঠকের পর বুধবার 'পারস্পরিক শুল্ক' ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতের উপর 26 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ৷ খুব শীঘ্রই বর্ধিত এই শুল্কের বিরূপ প্রভাব পড়তে চলেছে ভারতীয় সামুদ্রিক খাবার রফতানির বাজারে ৷ বিশেষ করে প্রভাবিত হতে চলেছে চিংড়ির রফতানি ৷ রবিবার এমনটাই জানালেন সিফুড এক্সপোর্টারস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SEAI)-এর সভাপতি জি পবন কুমার ৷

আমেরিকায় সামুদ্রিক খাবারের চাহিদা আকাশছোঁয়া ৷ সেই চাহিদা পূরণ করতে বিশ্বের একাধিক দেশ থেকে সামুদ্রিক খাবার আমদানি করে তারা ৷ তার মধ্যে সিংহভাগটাই হল চিংড়ি মাছ ৷ আমেরিকায় চিংড়ির বৃহত্তম রফতানিকারক দেশ ভারত ৷ কুমারের মতে, মার্কিন প্রেসিডেন্টের বর্ধিত এই শুল্ক নীতির কারণে এই চিংড়ি মাছের রফতানি বাজারের সমস্ত অংশীদাররাই বেশ সমস্যায় পড়েছেন ৷

ভারতের পাশাপাশি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরও থেকে সামুদ্রিক খাবার রফতানি করে আমেরিকা ৷ বুধবার ভিয়েতনামের উপর 46 শতাংশ, ইন্দোনেশিয়ার উপর 32 শতাংশ পারস্পরিক শুল্ক ধার্য করেন ট্রাম্প ৷ অথচ, ইকুয়েডরের উপর মার্কিনি শুল্কের পরিমাণ মাত্র 10 শতাংশ ৷ শুল্কের পরিমাণ কম হওয়ায় সামুদ্রিক খাবার রফতানিতে তেমন একটা বেগ পেতে হবে না দক্ষিণ আমেরিকার এই দেশটিকে ৷

পবন আরও জানান, আমেরিকায় চিংড়ি রফতানির ক্ষেত্রে এতদিন ভারত একচেটিয়া বাজার দখল করে বসেছিল ৷ তবে, এবার আর তা হবে না ৷ বরং, দ্রুত রফতানির বাজারে ভারতকেও ছাপিয়ে যাবে ইকুয়েডর ৷ অন্ধ্রপ্রদেশের এই ব্যবসায়ী বলেন, "ভারতীয় সামুদ্রিক খাবার রফতানিকারদের পক্ষে 16 শতাংশের এই মার্জিন পূরণ করা এবং ইকুয়েডরের উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা বেশ কঠিন ৷"

প্রসঙ্গত, 2023-2024 সালের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট 250 কোটি ডলারের সামুদ্রিক খাবার রফতানি করেছে ভারত ৷ পবন কুমার জানান, আগামী 9 এপ্রিল থেকে ট্রাম্পের বর্ধিত শুল্ক ভারতে ধার্য হবে ৷ এই আবহে ইতিমধ্যেই, সামুদ্রিক খাবারের 2 হাজারটি কন্টেনার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ নতুন নীতি অনুযায়ী, এই 2 হাজার কন্টেনারের জন্য প্রায় 600 কোটি টাকা শুল্ক দিতে হবে ভারতকে ৷ অন্যদিকে, হিমঘরে এখনও প্রায় 2 হাজার কন্টেনার পণ্য পড়ে রয়েছে রফতানির জন্য ৷

অন্ধ্রপ্রদেশের মৎস্য বিভাগের যুগ্ম-অধিকর্তা লাল মোহন জানান, বিপুল অঙ্কের ক্ষতির হাত থেকে বাঁচতে খুব শীঘ্রই রাজ্যের সমস্ত রফতানিকারকদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার ৷ ভারতের অন্যতম প্রধান সামুদ্রিক খাবার উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশে 5.7 লক্ষে একরেরও বেশি এলাকায় সামুদ্রিক খাবারের চাষ করা হয় ৷ মূলত, এলুরু, পশ্চিম গোদাবরি ও কৃষ্ণা জেলায় হয় এই চাষ ৷

পড়ুন: ভারতের উপর 26% শুল্ক চাপালেন ট্রাম্প; চিন-বাংলাদেশের উপর করের বোঝা কতটা?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.