ওয়াশিংটন, 15 এপ্রিল: দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই দেশীয় পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই মতো, গত 2 এপ্রিল থেকে একাধিক দেশের পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করেন তিনি ৷ তারপরই বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে ৷ এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে অটোমোবাইল শিল্পে বর্ধিত শুল্ক স্থগিতের চিন্তাভাবনা শুরু করেছেন ট্রাম্প ৷
ওভাল অফিসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, "কানাডা, মেক্সিকো-সহ বাকি দেশগুলি থেকে রাতারাতি ব্যবসা স্থানান্তরিত করা সম্ভব নয় ৷ এই প্রক্রিয়ায় তাদের বেশ খানিকটা সময় লাগবে ৷ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছি ৷ আর সেকারণে গাড়ি ব্যবসায়ীদের সুবিধার্থে কোনও উপায় বের করার কথা ভাবছি ৷"
গত 27 মার্চ আমদানি হওয়া প্রতিটি গাড়িতে 25 শতাংশ শুল্ক চাপায় আমেরিকা ৷ শুল্কনীতি ঘোষণার সময় তিনি সাফ জানান, নতুন এই নীতিতে আর কোনও পরিবর্তন আনা হবে না ৷ প্রেসিডেন্টের এই ঘোষণার পর সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন আমেরিকা ও তার প্রতিবেশী দেশগুলির গাড়ি ব্যবসায়ীরা ৷ তাঁদের দাবি, এর ফলে গাড়ির বিক্রি আগের থেকে অনেক কমে যাবে ৷ ফলে, অটোমোবাইল শিল্পের উপর খারাপ পড়তে পারে ৷ এই আবহে, গত সপ্তাহে ভারত-সহ বিশ্বের একাধিক দেশে বর্ধিত শুল্কনীতি আগামী 90 দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প ৷ তবে, একই সঙ্গে চিনা পণ্যের উপর 145 শতাংশ শুল্ক আরোপের কথাও ঘোষণা করেন তিনি ৷ স্পষ্ট জানান, "আমি সিদ্ধান্ত পরিবর্তন করব না ৷ তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরিবর্তন আনা যেতেই পারে ৷"
মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয় ৷ মার্কিন অর্থনীতির এই দোদুল্যমান পরিস্থিতির প্রভাব গিয়ে পড়ে বিশ্বের একাধিক দেশের শেয়ার সূচকের উপর ৷ এক ধাক্কায় বেশ কিছুটা নেমে যায় একাধিক কোম্পানির শেয়ার মূল্য ৷ বিশেষজ্ঞ মহলের দাবি, ট্রাম্পের পরিবর্তনশীল এই শুল্কনীতির প্রভাবে ব্যাপক মুদ্রাস্ফীতির সম্মুখীন হতে পারে সেদেশের অর্থনীতি ৷ ফলে, সমস্তদিক বিচার করে অটোমোবাইল শিল্পের উপর শুল্কনীতি স্থগিতের চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ৷
আমেরিকার অটোমোটিভ পলিসি কাউন্সিলের সভাপতি ম্যাট ব্লান্ট এই প্রসঙ্গে বলেন, "গাড়ির যন্ত্রাংশের উপর বর্ধিত শুল্ক আমেরিকার অটোমোবাইল শিল্পের উপর প্রভাব ফেলতে পারে ৷ সেই সঙ্গে, বিপুল এই পরিবর্তনের জন্য বেশ খানিকটা সময় লাগবে ব্যবসায়ীদের ৷" সেই কারণে, অটোমোবাইল শিল্পের উপর আরোপ করা শুল্ক নিয়ে চিন্তাভাবনা করছেন ট্রাম্প বলে জানান তিনি ৷