ETV Bharat / business

প্রতিরক্ষায় 6.22 লক্ষ কোটি টাকা, সর্বোচ্চ বরাদ্দের জন্য নির্মলাকে ধন্যবাদ রাজনাথের - Budget 2024

author img

By ANI

Published : Jul 23, 2024, 5:38 PM IST

Updated : Jul 23, 2024, 5:49 PM IST

Defence Budget 2024-25: প্রতিরক্ষা মন্ত্রকের জন্য কেন্দ্রীয় বাজেটে প্রায় 6.22 লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন নির্মলা সীতারামন ৷ প্রতিরক্ষা মন্ত্রককে সর্বোচ্চ বরাদ্দ করায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

ETV BHARAT
নির্মলাকে ধন্যবাদ রাজনাথের (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 23 জুলাই: 2024-25 আর্থিক বছরে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য কেন্দ্রীয় বাজেটে প্রায় 6.22 লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার । বিভিন্ন মন্ত্রকের মধ্যে এই মন্ত্রকের জন্যই সর্বোচ্চ বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে রাজনাথ সিং লিখেছেন, "প্রতিরক্ষা মন্ত্রককে সর্বোচ্চ 6,21,940.85 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যা 2024-25 অর্থবছরে কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের 12.9%। 1,72,000 কোটি টাকার মূলধন ব্যয় সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করবে ৷ অভ্যন্তরীণ মূলধন সংগ্রহের জন্য 1,05,518.43 কোটি টাকা বরাদ্দ করায় আত্মনিভর্তার প্রেরণা দেবে। আমি সন্তুষ্ট যে গত বাজেটের তুলনায় সীমান্ত সড়কে বরাদ্দ 30% বৃদ্ধি পেয়েছে । বিআরও-তে 6,500 কোটি টাকার এই বরাদ্দ আমাদের সীমান্ত পরিকাঠামোকে আরও শক্তপোক্ত করবে । প্রতিরক্ষা শিল্পে স্টার্টআপ ইকোসিস্টেম বাড়াতে স্টার্টআপ, এমএসএমই এবং উদ্ভাবকদের দ্বারা প্রদত্ত প্রযুক্তিগত সমাধানগুলির জন্য অর্থায়নে আইডিইএক্স স্কিমে 518 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷"

বাজেট নিয়ে আরও একটি পোস্টে রাজনাথ সিং 2024-25 অর্থবছরের পুরো বছরের বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে । তাঁর মতে, এই বাজেট একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর 'বিকশিত ভারত' তৈরির দিকে অগ্রসর হতে সাহায্য করবে ৷ তাঁর কথায়, "অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চমৎকার এবং অসামান্য পূর্ণ-বছরের বাজেট পেশ করার জন্য অভিনন্দন, যা একটি সমৃদ্ধ ও স্বনির্ভর 'বিকশিত ভারত' তৈরির দিকে অগ্রসর হতে সাহায্য করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্তর্ভুক্তিমূলক এবং দ্রুতগতির উন্নয়নের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়ে, এই বাজেট ভারতের অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করবে ৷"

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, "2024-25 অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য 6,21,940.85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা বিভিন্ন মন্ত্রকের মধ্যে সর্বোচ্চ ৷ অন্তর্বর্তীকালীন বাজেটের সময় প্রতিরক্ষা মন্ত্রকে বরাদ্দ বজায় রাখার সময় সরকার এসিং ডেভলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস উইথ আইডিইএক্স (ADITI) প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষায় উদ্ভাবনের জন্য 400 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে ৷" এই স্কিমের মাধ্যমে মন্ত্রক ভারতীয় সামরিক বাহিনীকে ডিফেন্স-টেক সমাধান তৈরি করে উদ্ভাবনী ও দেশীয় প্রযুক্তিগত সমাধান সরবরাহ করার জন্য কাজ করবে ৷

2024-25 অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ 2022-23 অর্থবছরের বরাদ্দের তুলনায় প্রায় এক লক্ষ টাকা বেড়েছে এবং 2023-24 অর্থবছরের বরাদ্দের তুলনায় 4.79 শতাংশ বেড়েছে ৷ এর 27.66 শতাংশ যায় মূলধনে, 14.82 শতাংশ পরিচালন প্রস্তুতিতে রাজস্ব ব্যয়ের জন্য যায়, প্রতিরক্ষা পেনশনের জন্য যায় 22.70 শতাংশ এবং 4.17 শতাংশ যায় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে নাগরিক সংস্থাগুলিতে ৷

বরাদ্দের লক্ষ্য হল প্রতিরক্ষা প্রযুক্তি এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক অস্ত্র/প্ল্যাটফর্ম তৈরি ও সজ্জিত করার পাশাপাশি যুবকদের জন্য কাজের সুযোগ তৈরিতে 'আত্মনির্ভরতা' প্রচার করা ।

নয়াদিল্লি, 23 জুলাই: 2024-25 আর্থিক বছরে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য কেন্দ্রীয় বাজেটে প্রায় 6.22 লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার । বিভিন্ন মন্ত্রকের মধ্যে এই মন্ত্রকের জন্যই সর্বোচ্চ বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে রাজনাথ সিং লিখেছেন, "প্রতিরক্ষা মন্ত্রককে সর্বোচ্চ 6,21,940.85 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যা 2024-25 অর্থবছরে কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের 12.9%। 1,72,000 কোটি টাকার মূলধন ব্যয় সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করবে ৷ অভ্যন্তরীণ মূলধন সংগ্রহের জন্য 1,05,518.43 কোটি টাকা বরাদ্দ করায় আত্মনিভর্তার প্রেরণা দেবে। আমি সন্তুষ্ট যে গত বাজেটের তুলনায় সীমান্ত সড়কে বরাদ্দ 30% বৃদ্ধি পেয়েছে । বিআরও-তে 6,500 কোটি টাকার এই বরাদ্দ আমাদের সীমান্ত পরিকাঠামোকে আরও শক্তপোক্ত করবে । প্রতিরক্ষা শিল্পে স্টার্টআপ ইকোসিস্টেম বাড়াতে স্টার্টআপ, এমএসএমই এবং উদ্ভাবকদের দ্বারা প্রদত্ত প্রযুক্তিগত সমাধানগুলির জন্য অর্থায়নে আইডিইএক্স স্কিমে 518 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷"

বাজেট নিয়ে আরও একটি পোস্টে রাজনাথ সিং 2024-25 অর্থবছরের পুরো বছরের বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে । তাঁর মতে, এই বাজেট একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর 'বিকশিত ভারত' তৈরির দিকে অগ্রসর হতে সাহায্য করবে ৷ তাঁর কথায়, "অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চমৎকার এবং অসামান্য পূর্ণ-বছরের বাজেট পেশ করার জন্য অভিনন্দন, যা একটি সমৃদ্ধ ও স্বনির্ভর 'বিকশিত ভারত' তৈরির দিকে অগ্রসর হতে সাহায্য করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্তর্ভুক্তিমূলক এবং দ্রুতগতির উন্নয়নের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়ে, এই বাজেট ভারতের অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করবে ৷"

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, "2024-25 অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য 6,21,940.85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা বিভিন্ন মন্ত্রকের মধ্যে সর্বোচ্চ ৷ অন্তর্বর্তীকালীন বাজেটের সময় প্রতিরক্ষা মন্ত্রকে বরাদ্দ বজায় রাখার সময় সরকার এসিং ডেভলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস উইথ আইডিইএক্স (ADITI) প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষায় উদ্ভাবনের জন্য 400 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে ৷" এই স্কিমের মাধ্যমে মন্ত্রক ভারতীয় সামরিক বাহিনীকে ডিফেন্স-টেক সমাধান তৈরি করে উদ্ভাবনী ও দেশীয় প্রযুক্তিগত সমাধান সরবরাহ করার জন্য কাজ করবে ৷

2024-25 অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ 2022-23 অর্থবছরের বরাদ্দের তুলনায় প্রায় এক লক্ষ টাকা বেড়েছে এবং 2023-24 অর্থবছরের বরাদ্দের তুলনায় 4.79 শতাংশ বেড়েছে ৷ এর 27.66 শতাংশ যায় মূলধনে, 14.82 শতাংশ পরিচালন প্রস্তুতিতে রাজস্ব ব্যয়ের জন্য যায়, প্রতিরক্ষা পেনশনের জন্য যায় 22.70 শতাংশ এবং 4.17 শতাংশ যায় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে নাগরিক সংস্থাগুলিতে ৷

বরাদ্দের লক্ষ্য হল প্রতিরক্ষা প্রযুক্তি এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক অস্ত্র/প্ল্যাটফর্ম তৈরি ও সজ্জিত করার পাশাপাশি যুবকদের জন্য কাজের সুযোগ তৈরিতে 'আত্মনির্ভরতা' প্রচার করা ।

Last Updated : Jul 23, 2024, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.