ETV Bharat / business

স্ট্যান্ডার্ড ডিডাকশন কী? জানুন কীভাবে এটি আয়কর বাঁচাতে সাহায্য করে - Standard Deduction

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 11:21 AM IST

Standard Deduction Hiked: স্ট্যান্ডার্ড ডিডাকশনের অঙ্ক বৃদ্ধির অর্থ হল বেতনভোগী পেশাদার এবং পেনশনভোগীদের জন্য আরও বেশি কর ছাড় এবং সঞ্চয় বৃদ্ধির সুযোগ ৷ পাঁচ বছর পর প্রথমবার স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়ানো হয়েছে ৷

Standard Deduction
স্ট্যান্ডার্ড ডিডাকশন কী? জানুন কীভাবে এটি আয়কর বাঁচাতে সাহায্য করে (ইটিভি ভারত)

কলকাতা, 24 জুলাই: করদাতাদের স্বস্তি দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট 2024-25-এ নতুন কর ব্যবস্থার অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনে আয়কর ছাড়ের সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করার ঘোষণা করেছেন৷ অর্থমন্ত্রী পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার কথাও জানিয়ে দিয়েছেন৷

স্ট্যান্ডার্ড ডিডাকশন কী ?

এটি এমন এক ধরনের ছাড় যা করদাতার বার্ষিক মোট আয় থেকে আগেই বাদ দিয়ে অবশিষ্ট পরিমাণের উপর ট্যাক্সের পরিমাণ হিসাব করার পদ্ধতির নামই হল স্ট্যান্ডার্ড ডিডাকশন ৷ 2018 সালের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু করা হয়েছিল৷ সেই সময় এর প্রাথমিক সীমা 40,000 টাকা ছিল, যা পরে বেড়ে 50,000 টাকা হয়েছিল৷ এ বছরের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বা পরিমাণ আরও বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে ৷

কীভাবে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুফল পাওয়া যায় ?

যদি আপনার বার্ষিক আয় 8 লাখ টাকা হয় এবং নতুন ঘোষণার পর আপনি 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান, তারপরে আপনার বার্ষিক আয় 8 লক্ষ টাকা থেকে কমে 7,25,000 লক্ষ টাকা হিসাবে গণনা করা হবে৷ সে ক্ষেত্রে এই 7,25,000 লক্ষ টাকার হিসাবেই আপনাকে আয়কর দিতে হবে৷ অন্যদিকে, বেতনভোগী কর্মচারী এবং পেনশনভোগীরা এর সুবিধা পেতে পারেন ৷ যদিও পারিবারিক পেনশনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা দেওয়ার কোনও নিয়ম নেই৷

সুতরাং, এবারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 75 হাজার টাকা করার ফলে 7 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে একটা টাকাও আয়কর দিতে হবে না ৷

কলকাতা, 24 জুলাই: করদাতাদের স্বস্তি দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট 2024-25-এ নতুন কর ব্যবস্থার অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনে আয়কর ছাড়ের সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করার ঘোষণা করেছেন৷ অর্থমন্ত্রী পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার কথাও জানিয়ে দিয়েছেন৷

স্ট্যান্ডার্ড ডিডাকশন কী ?

এটি এমন এক ধরনের ছাড় যা করদাতার বার্ষিক মোট আয় থেকে আগেই বাদ দিয়ে অবশিষ্ট পরিমাণের উপর ট্যাক্সের পরিমাণ হিসাব করার পদ্ধতির নামই হল স্ট্যান্ডার্ড ডিডাকশন ৷ 2018 সালের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু করা হয়েছিল৷ সেই সময় এর প্রাথমিক সীমা 40,000 টাকা ছিল, যা পরে বেড়ে 50,000 টাকা হয়েছিল৷ এ বছরের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বা পরিমাণ আরও বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে ৷

কীভাবে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুফল পাওয়া যায় ?

যদি আপনার বার্ষিক আয় 8 লাখ টাকা হয় এবং নতুন ঘোষণার পর আপনি 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান, তারপরে আপনার বার্ষিক আয় 8 লক্ষ টাকা থেকে কমে 7,25,000 লক্ষ টাকা হিসাবে গণনা করা হবে৷ সে ক্ষেত্রে এই 7,25,000 লক্ষ টাকার হিসাবেই আপনাকে আয়কর দিতে হবে৷ অন্যদিকে, বেতনভোগী কর্মচারী এবং পেনশনভোগীরা এর সুবিধা পেতে পারেন ৷ যদিও পারিবারিক পেনশনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা দেওয়ার কোনও নিয়ম নেই৷

সুতরাং, এবারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 75 হাজার টাকা করার ফলে 7 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে একটা টাকাও আয়কর দিতে হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.