ETV Bharat / business

বছরে হাজার হাজার টাকার আয়কর বাঁচাতে চান? সহজ সমাধানের নাম 'ক্লাবিং প্রভিশন' - TAX Saving Tips

Income Tax Saving Tricks: আয়কর বাঁচানোর অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' ৷ বিশেষজ্ঞদের মতে, এই কৌশলটি দুর্দান্ত! তবে এর সম্পূর্ণ নিয়ম জানা খুব গুরুত্বপূর্ণ৷ আসুন জেনে নেওয়া যাক এই কৌশলটির খুঁটিনাটি নিয়ম এবং এর উপকারিতাগুলি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 11:16 AM IST

Income Tax Saving Tricks
আয়কর বাঁচানোর অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' (ইটিভি ভারত)

কলকাতা, 18 জুলাই: আয়কর বাঁচানোর অনেক উপায় আছে ৷ কিন্তু, তার মধ্যে অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' ৷ এটি একটি এমন উপায়, যার সাহায্যে সুকৌশলে প্রতি বছর হাজার হাজার টাকা আয়কর বাঁচানো সম্ভব ৷ মোটা টাকা আয়কর বাঁচানোর একটি দুর্দান্ত বিকল্প হতে পারে এই 'ক্লাবিং প্রভিশন' ৷ বিশেষজ্ঞদের মতে, এই কৌশলটি দুর্দান্ত! তবে এর সম্পূর্ণ নিয়ম জানা খুব গুরুত্বপূর্ণ৷ আসুন জেনে নেওয়া যাক এই কৌশলটির খুঁটিনাটি নিয়ম এবং এর উপকারিতাগুলি ৷

কীভাবে কাজ করে এই পদ্ধতি?

স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কর বাঁচানোর পদ্ধতিটি 'ক্লাবিং প্রভিশন'-এর আওতায় আসে । আপনি যদি আপনার স্ত্রীর নামে কোনও অর্থ বিনিয়োগ করেন বা তার অ্যাকাউন্টে টাকা জমা দেন, তাহলে তার বেশ কিছু সুবিধা পেতে পারে । আয়কর আইনের 60 থেকে 64 ধারার অধীনে, আপনি যদি আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা করেন এবং এই টাকা থেকে কোনও রকম বাড়তি আয় (যেমন সুদ, ভাড়া, লভ্যাংশ) হয়, তবে সেই আয় আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হয় এবং সেই আয়ের উপর কর ধার্য করা হয় । একেই 'ক্লাবিং প্রভিশন' বলা হয় ।

Income Tax Saving Tricks
আয়কর বাঁচানোর অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' (ইটিভি ভারত)

আপনি যদি আপনার স্ত্রীকে যে কোনও পরিমাণ টাকা উপহার দেন, তাতে কোনও উপহার ট্যাক্স লাগে না । একই ভাবে, ক্লাবিং প্রভিশন কৌশলে স্ত্রীর অ্যাকাউন্টে জমানো টাকা থেকে উৎপন্ন আয়ের ক্ষেত্রেও আয়কর ছাড় প্রযোজ্য।

বিনিয়োগের মাধ্যমে কর বাঁচানোর উপায়

আপনার স্ত্রীর আয় কম বা কোনও আয় না থাকলে, আপনি তাঁর নামে বিনিয়োগ করতে পারেন ৷ যেমন, স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা পিপিএফ-এ টাকা জমাতে পারেন । এর ফলে আয়ের ওপর করের চাপ অনেকটাই কম হবে ।

বাড়ি ভাড়া ভাতা (HRA)

আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন এবং ভাড়ার চুক্তি বা রসিদ আপনার স্ত্রীর নামে থাকে, তাহলে আপনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ভাড়ার টাকা দিতে পারেন এবং এ ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) দাবি করতে পারেন । এটি আপনার করযোগ্য আয়ের পরিমাণ কমাতে সাহায্য করবে ।

Income Tax Saving Tricks
আয়কর বাঁচানোর অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' (ইটিভি ভারত)

স্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার

আপনার স্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করে, আপনি এতে অর্জিত সুদের উপর ট্যাক্স বাঁচাতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের সুদে ₹10,000 পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায় ।

কী করা উচিত?

আপনার স্ত্রীর নামে বিনিয়োগ করুন যাতে বার্ষিক আয়ের উপর কম ট্যাক্স দিতে হয় ।

'ক্লাবিং প্রভিশন' কৌশলটি সঠিকভাবে প্রয়োগ করুন ৷

হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-এর মাধ্যমে কর বাঁচানোর চেষ্টা করুন ।

কী করা উচিত নয়?

ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে ভুল তথ্য দেবেন না ।

'ক্লাবিং প্রভিশন' কৌশলটি উপেক্ষা করবেন না ৷

না বুঝে কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না ।

মাসের শুরু থেকেই টাকা রাখুন মা অথবা স্ত্রী'র অ্যাকাউন্টে; বাঁচবে ট্যাক্স, বাড়বে সঞ্চয় !

কলকাতা, 18 জুলাই: আয়কর বাঁচানোর অনেক উপায় আছে ৷ কিন্তু, তার মধ্যে অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' ৷ এটি একটি এমন উপায়, যার সাহায্যে সুকৌশলে প্রতি বছর হাজার হাজার টাকা আয়কর বাঁচানো সম্ভব ৷ মোটা টাকা আয়কর বাঁচানোর একটি দুর্দান্ত বিকল্প হতে পারে এই 'ক্লাবিং প্রভিশন' ৷ বিশেষজ্ঞদের মতে, এই কৌশলটি দুর্দান্ত! তবে এর সম্পূর্ণ নিয়ম জানা খুব গুরুত্বপূর্ণ৷ আসুন জেনে নেওয়া যাক এই কৌশলটির খুঁটিনাটি নিয়ম এবং এর উপকারিতাগুলি ৷

কীভাবে কাজ করে এই পদ্ধতি?

স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কর বাঁচানোর পদ্ধতিটি 'ক্লাবিং প্রভিশন'-এর আওতায় আসে । আপনি যদি আপনার স্ত্রীর নামে কোনও অর্থ বিনিয়োগ করেন বা তার অ্যাকাউন্টে টাকা জমা দেন, তাহলে তার বেশ কিছু সুবিধা পেতে পারে । আয়কর আইনের 60 থেকে 64 ধারার অধীনে, আপনি যদি আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা করেন এবং এই টাকা থেকে কোনও রকম বাড়তি আয় (যেমন সুদ, ভাড়া, লভ্যাংশ) হয়, তবে সেই আয় আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হয় এবং সেই আয়ের উপর কর ধার্য করা হয় । একেই 'ক্লাবিং প্রভিশন' বলা হয় ।

Income Tax Saving Tricks
আয়কর বাঁচানোর অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' (ইটিভি ভারত)

আপনি যদি আপনার স্ত্রীকে যে কোনও পরিমাণ টাকা উপহার দেন, তাতে কোনও উপহার ট্যাক্স লাগে না । একই ভাবে, ক্লাবিং প্রভিশন কৌশলে স্ত্রীর অ্যাকাউন্টে জমানো টাকা থেকে উৎপন্ন আয়ের ক্ষেত্রেও আয়কর ছাড় প্রযোজ্য।

বিনিয়োগের মাধ্যমে কর বাঁচানোর উপায়

আপনার স্ত্রীর আয় কম বা কোনও আয় না থাকলে, আপনি তাঁর নামে বিনিয়োগ করতে পারেন ৷ যেমন, স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা পিপিএফ-এ টাকা জমাতে পারেন । এর ফলে আয়ের ওপর করের চাপ অনেকটাই কম হবে ।

বাড়ি ভাড়া ভাতা (HRA)

আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন এবং ভাড়ার চুক্তি বা রসিদ আপনার স্ত্রীর নামে থাকে, তাহলে আপনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ভাড়ার টাকা দিতে পারেন এবং এ ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) দাবি করতে পারেন । এটি আপনার করযোগ্য আয়ের পরিমাণ কমাতে সাহায্য করবে ।

Income Tax Saving Tricks
আয়কর বাঁচানোর অন্যতম উপায়টি হল 'ক্লাবিং প্রভিশন' (ইটিভি ভারত)

স্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার

আপনার স্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করে, আপনি এতে অর্জিত সুদের উপর ট্যাক্স বাঁচাতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের সুদে ₹10,000 পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায় ।

কী করা উচিত?

আপনার স্ত্রীর নামে বিনিয়োগ করুন যাতে বার্ষিক আয়ের উপর কম ট্যাক্স দিতে হয় ।

'ক্লাবিং প্রভিশন' কৌশলটি সঠিকভাবে প্রয়োগ করুন ৷

হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-এর মাধ্যমে কর বাঁচানোর চেষ্টা করুন ।

কী করা উচিত নয়?

ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে ভুল তথ্য দেবেন না ।

'ক্লাবিং প্রভিশন' কৌশলটি উপেক্ষা করবেন না ৷

না বুঝে কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না ।

মাসের শুরু থেকেই টাকা রাখুন মা অথবা স্ত্রী'র অ্যাকাউন্টে; বাঁচবে ট্যাক্স, বাড়বে সঞ্চয় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.