নয়াদিল্লি, 14 এপ্রিল: অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানিয়েছে, চিন থেকে কম মূল্যের ই-কমার্স আমদানির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ ভারতীয় অনলাইন রফতানিকারকদের জন্য বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে।
জিটিআরআই বিশ্বাস করে যে, যদি সরকার সময় মতো সহায়তা প্রদান করে, তাহলে তারা ই-কমার্সে চিনের এই শূন্যতা পূরণ করতে পারবে। জিটিআরআই জানিয়েছে যে, চিনের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার জন্য ভারত যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে ৷ এক লক্ষেরও বেশি ই-কমার্স বিক্রেতা এবং বর্তমান পাঁচ বিলিয়ন ডলারের রফতানির সঙ্গে ভারত ই-কমার্সে চিনের বিকল্প হয়ে উঠতে তৈরি ৷ বিশেষ করে হস্তশিল্প, ফ্যাশন এবং গৃহস্থালীর জিনিসপত্রের মতো কাস্টমাইজড, ছোট ছোট পণ্যের ক্ষেত্রে ভারতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
চিনের উপর চড়া রফতানি শুল্ক আরোপ করেছে আমেরিকা ৷ অগামী 2 মে থেকে চিনা এবং হংকংয়ের ই-কমার্স পণ্যের উপর 800 ডলারের কম মূল্যের পণ্যের শুল্ক আরোপের ফলে 120 শতাংশের বেশি শুল্ক আরোপ করা হবে, যার ফলে তাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে। এই পদক্ষেপের ফলে চিনা পণের জোগান ব্যাহত হবে এবং অন্যান্য দেশের জন্য দরজা খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
চিনা সংস্থা শেইন এবং টেমু ই-কমার্স ক্ষেত্রে অগ্রণী। 2024 সালে, বিশ্বজুড়ে 1.4 বিলিয়নেরও বেশি কম মূল্যের প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে, যার মধ্যে শুধু চিনই 46 বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে।
এই প্রসঙ্গে GTRI জানিয়েছে, ভারতের বর্তমান বাণিজ্য ব্যবস্থা এখনও বৃহৎ এবং ঐতিহ্যবাহী রফতানিকারকদের জন্য, ছোট অনলাইন বিক্রেতাদের জন্য নয়। এই ই-কমার্স কোম্পানিগুলির ক্ষেত্রে, সহায়তার চেয়ে প্রায়শই আর্থিক অনিয়ম বেশি হয়ে যায়। ফলে এই দিকটিতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷
ফের বাড়ল ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অনেকটাই পিছিয়ে বাংলাদেশ-পাকিস্তান