ETV Bharat / business

নটরাজ পাইপের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হয়ে খুশি সৌরভ - NATRAJ PIPES

নটরাজ পাইপের তরফে শনিবার এক অনুষ্ঠান আয়োজিত হয় ৷ সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন মারদা-সহ আরও অনেকে ৷

NATRAJ PIPES
নটরাজ পাইপের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হয়ে খুশি সৌরভ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 22, 2025 at 9:37 PM IST

1 Min Read

কলকাতা, 22 মার্চ: 'ওয়ার্ল্ড ওয়াটার ডে'-তে দারুণ সুখবর দিল 'নটরাজ পাইপ' । এ বছর এই কোম্পানির সঙ্গে যুক্ত হলেন এবং তাদের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । নটরাজ পাইপের সঙ্গে যুক্ত হয়ে খুশি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ।

তিনি বলেন, "নটরাজ পাইপের সঙ্গে যুক্ত হয়ে আমি খুব খুশি । গর্ব অনুভব করছি । ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এটাই আমার প্রথম বছর নটরাজ পাইপে । এটা একটা কলকাতা কেন্দ্রিক ব্র‍্যান্ড । যা রাজ্যের বাইরেও নিজের প্রভাব বিস্তার করেছে । আমার ক্রিকেট কেরিয়ারের সঙ্গে এদের অনেক মিল আছে । আমিও 1987 সালে রাজ্যস্তরে খেলা শুরু করি । দেখতে দেখতে 39 বছর হয়ে গেল ।’’

নটরাজ পাইপের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

সৌরভ আরও বলেন, ‘‘নটরাজ পাইপ অনেক বড় একটা ব্র‍্যান্ড । যার সঙ্গে নিজেকে দেখে ভালো লাগছে । আশা রাখি আজ থেকে পাঁচ বছর, দশ বছর বা তারও বেশি পরে মানুষ যখন নটরাজ পাইপ কিনতে যাবে, তখন দোকানে গিয়ে বলবে ‘দাদাওয়ালা পাইপ দিন’...।"

Natraj Pipes
নটরাজ পাইপের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সংস্থার কর্তারা (নিজস্ব চিত্র)

নটরাজ পাইপের তরফে শহরের শনিবার এক পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন মারদা, চিফ এক্সিকিউটিভ অফিসার রোহিত অগরওয়াল, ডিরেক্টর পবন অগরওয়াল, ডিরেক্টর সুনীল পোদ্দার, ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং মণীশ জয়সওয়াল ।

Natraj Pipes
নটরাজ পাইপের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সংস্থার কর্তারা (নিজস্ব চিত্র)

একইভাবে নটরাজের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেয়ে খুশি নটরাজ পাইপের সিইও রোহিত অগরওয়াল । তিনি বলেন, "সৌরভ দা-র মতো মানুষ আমাদের ব্র‍্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আমরা সমৃদ্ধ ।"

কলকাতা, 22 মার্চ: 'ওয়ার্ল্ড ওয়াটার ডে'-তে দারুণ সুখবর দিল 'নটরাজ পাইপ' । এ বছর এই কোম্পানির সঙ্গে যুক্ত হলেন এবং তাদের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । নটরাজ পাইপের সঙ্গে যুক্ত হয়ে খুশি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ।

তিনি বলেন, "নটরাজ পাইপের সঙ্গে যুক্ত হয়ে আমি খুব খুশি । গর্ব অনুভব করছি । ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এটাই আমার প্রথম বছর নটরাজ পাইপে । এটা একটা কলকাতা কেন্দ্রিক ব্র‍্যান্ড । যা রাজ্যের বাইরেও নিজের প্রভাব বিস্তার করেছে । আমার ক্রিকেট কেরিয়ারের সঙ্গে এদের অনেক মিল আছে । আমিও 1987 সালে রাজ্যস্তরে খেলা শুরু করি । দেখতে দেখতে 39 বছর হয়ে গেল ।’’

নটরাজ পাইপের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

সৌরভ আরও বলেন, ‘‘নটরাজ পাইপ অনেক বড় একটা ব্র‍্যান্ড । যার সঙ্গে নিজেকে দেখে ভালো লাগছে । আশা রাখি আজ থেকে পাঁচ বছর, দশ বছর বা তারও বেশি পরে মানুষ যখন নটরাজ পাইপ কিনতে যাবে, তখন দোকানে গিয়ে বলবে ‘দাদাওয়ালা পাইপ দিন’...।"

Natraj Pipes
নটরাজ পাইপের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সংস্থার কর্তারা (নিজস্ব চিত্র)

নটরাজ পাইপের তরফে শহরের শনিবার এক পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন মারদা, চিফ এক্সিকিউটিভ অফিসার রোহিত অগরওয়াল, ডিরেক্টর পবন অগরওয়াল, ডিরেক্টর সুনীল পোদ্দার, ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং মণীশ জয়সওয়াল ।

Natraj Pipes
নটরাজ পাইপের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সংস্থার কর্তারা (নিজস্ব চিত্র)

একইভাবে নটরাজের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেয়ে খুশি নটরাজ পাইপের সিইও রোহিত অগরওয়াল । তিনি বলেন, "সৌরভ দা-র মতো মানুষ আমাদের ব্র‍্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আমরা সমৃদ্ধ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.