ETV Bharat / business

SBI-এর আরও একটি প্রধান দফতর কলকাতা থেকে সরানোর পরিকল্পনা! রাষ্ট্রপতিকে চিঠি - SBI GLOBAL MARKETING UNIT

এই দাবি করেছে ‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ নামে একটি নাগরিক মঞ্চ৷ তারা এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি করেছে৷

SBI GLOBAL MARKETING UNIT
SBI-এর আরও একটি প্রধান দফতর কলকাতা থেকে সরানোর পরিকল্পনা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 18, 2025 at 9:39 PM IST

2 Min Read

কলকাতা, 18 মার্চ: এসবিআই-এর আরও একটি বিভাগীয় প্রধান কার্যালয় এবার কলকাতা থেকে সরে যেতে পারে ৷ এমনই খবর সামনে আসার পর এই নিয়ে সরব হয়েছে নাগরিক মঞ্চ ‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ ৷ তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষতির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের কৌশল এটা ৷ তাই তারা এই নিয়ে চিঠি দিয়েছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ এই নিয়ে তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন বলে জানিয়েছেন এই মঞ্চের যৌথ আহ্বায়ক সৌম্য দত্ত ।

এই নাগরিক মঞ্চের দাবি, কেন্দ্রের সরকার কৌশলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া গ্লোবাল মার্কেটিং ইউনিট (জিএমইউ)-এর প্রধান কার্যালয় ও তার সমস্ত কাজ কলকাতা থেকে মুম্বইতে স্থানান্তর করতে চলেছে । এটা খুবই সংবেদনশীল বিষয় ৷

SBI GLOBAL MARKETING UNIT
‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ মঞ্চের প্রেস বিবৃতি (নিজস্ব ছবি)

রাষ্ট্রপতির কাছে চিঠিতে তারা বলেছে, এই মঞ্চের সদস্যরা তথ্য পেয়েছেন যে এসবিআই ব্যাঙ্কের জিএমইউ-এর কাজকর্ম এবার কলকাতা থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে । এই জিএমইউ দফতর এসবিআই-এর বিদেশে হওয়ার কাজ করে থাকে ৷ সেই কাজ কলকাতার কেন্দ্রীয় দফতর থেকেই হয় । শুরু থেকে সাফল্যের সঙ্গেই কলকাতায় এই জিএমইউ বিভাগ কাজ করে চলেছে ।

রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে মঞ্চের অভিযোগ, বৈদেশিক মুদ্রা সংক্রান্তে ক্রিয়াকলাপ কলকাতাকে বঞ্চিত করার এটা প্রথম প্রচেষ্টা নয় । এর আগেও করা হয়েছিল । বছর কুড়ি আগেও চেষ্টা করা হয়৷ তখন কর্মী-আধিকারিকদের লাগাতার আন্দোলনের জেরে কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় ।

SBI GLOBAL MARKETING UNIT
রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে পাঠানো চিঠি (নিজস্ব ছবি)

মঞ্চের পক্ষ সৌম্য দত্ত বলেন, ‘‘আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গ থেকে কৌশলে আর্থিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে দেওয়ার মাধ্যমে আর্থিক অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের শাসকদল । এটা বড় ধরনের কৌশল । এর আগে ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে দু’টি ব্যাঙ্কের প্রধান কর্যায় রাজ্য থেকে সরিয়ে ফেলেছে ।’’

SBI GLOBAL MARKETING UNIT
রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে পাঠানো চিঠি (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘জিএমইউ কাজের ফলে রাজ্যের সরকার জিএসটি বাবদ প্রচুর টাকা আয় করে । সেটা হ্রাস পাবে । আর্থিক ভাবে দুর্বল হবে রাজ্য । অফিস চলে গেলে একাধিক চুক্তিভিত্তিক কর্মীর চাকরি যাবে । তাই রাষ্ট্রপতি এই বিষয় হস্তক্ষেপ করে নিশ্চিত করুক এই দফতরের কাজকর্ম যাতে কলকাতা থেকেই হয় ।’’

কলকাতা, 18 মার্চ: এসবিআই-এর আরও একটি বিভাগীয় প্রধান কার্যালয় এবার কলকাতা থেকে সরে যেতে পারে ৷ এমনই খবর সামনে আসার পর এই নিয়ে সরব হয়েছে নাগরিক মঞ্চ ‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ ৷ তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষতির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের কৌশল এটা ৷ তাই তারা এই নিয়ে চিঠি দিয়েছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ এই নিয়ে তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন বলে জানিয়েছেন এই মঞ্চের যৌথ আহ্বায়ক সৌম্য দত্ত ।

এই নাগরিক মঞ্চের দাবি, কেন্দ্রের সরকার কৌশলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া গ্লোবাল মার্কেটিং ইউনিট (জিএমইউ)-এর প্রধান কার্যালয় ও তার সমস্ত কাজ কলকাতা থেকে মুম্বইতে স্থানান্তর করতে চলেছে । এটা খুবই সংবেদনশীল বিষয় ৷

SBI GLOBAL MARKETING UNIT
‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ মঞ্চের প্রেস বিবৃতি (নিজস্ব ছবি)

রাষ্ট্রপতির কাছে চিঠিতে তারা বলেছে, এই মঞ্চের সদস্যরা তথ্য পেয়েছেন যে এসবিআই ব্যাঙ্কের জিএমইউ-এর কাজকর্ম এবার কলকাতা থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে । এই জিএমইউ দফতর এসবিআই-এর বিদেশে হওয়ার কাজ করে থাকে ৷ সেই কাজ কলকাতার কেন্দ্রীয় দফতর থেকেই হয় । শুরু থেকে সাফল্যের সঙ্গেই কলকাতায় এই জিএমইউ বিভাগ কাজ করে চলেছে ।

রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে মঞ্চের অভিযোগ, বৈদেশিক মুদ্রা সংক্রান্তে ক্রিয়াকলাপ কলকাতাকে বঞ্চিত করার এটা প্রথম প্রচেষ্টা নয় । এর আগেও করা হয়েছিল । বছর কুড়ি আগেও চেষ্টা করা হয়৷ তখন কর্মী-আধিকারিকদের লাগাতার আন্দোলনের জেরে কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় ।

SBI GLOBAL MARKETING UNIT
রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে পাঠানো চিঠি (নিজস্ব ছবি)

মঞ্চের পক্ষ সৌম্য দত্ত বলেন, ‘‘আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গ থেকে কৌশলে আর্থিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে দেওয়ার মাধ্যমে আর্থিক অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের শাসকদল । এটা বড় ধরনের কৌশল । এর আগে ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে দু’টি ব্যাঙ্কের প্রধান কর্যায় রাজ্য থেকে সরিয়ে ফেলেছে ।’’

SBI GLOBAL MARKETING UNIT
রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে পাঠানো চিঠি (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘জিএমইউ কাজের ফলে রাজ্যের সরকার জিএসটি বাবদ প্রচুর টাকা আয় করে । সেটা হ্রাস পাবে । আর্থিক ভাবে দুর্বল হবে রাজ্য । অফিস চলে গেলে একাধিক চুক্তিভিত্তিক কর্মীর চাকরি যাবে । তাই রাষ্ট্রপতি এই বিষয় হস্তক্ষেপ করে নিশ্চিত করুক এই দফতরের কাজকর্ম যাতে কলকাতা থেকেই হয় ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.