কলকাতা, 18 মার্চ: এসবিআই-এর আরও একটি বিভাগীয় প্রধান কার্যালয় এবার কলকাতা থেকে সরে যেতে পারে ৷ এমনই খবর সামনে আসার পর এই নিয়ে সরব হয়েছে নাগরিক মঞ্চ ‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ ৷ তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষতির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের কৌশল এটা ৷ তাই তারা এই নিয়ে চিঠি দিয়েছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ এই নিয়ে তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন বলে জানিয়েছেন এই মঞ্চের যৌথ আহ্বায়ক সৌম্য দত্ত ।
এই নাগরিক মঞ্চের দাবি, কেন্দ্রের সরকার কৌশলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া গ্লোবাল মার্কেটিং ইউনিট (জিএমইউ)-এর প্রধান কার্যালয় ও তার সমস্ত কাজ কলকাতা থেকে মুম্বইতে স্থানান্তর করতে চলেছে । এটা খুবই সংবেদনশীল বিষয় ৷

রাষ্ট্রপতির কাছে চিঠিতে তারা বলেছে, এই মঞ্চের সদস্যরা তথ্য পেয়েছেন যে এসবিআই ব্যাঙ্কের জিএমইউ-এর কাজকর্ম এবার কলকাতা থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে । এই জিএমইউ দফতর এসবিআই-এর বিদেশে হওয়ার কাজ করে থাকে ৷ সেই কাজ কলকাতার কেন্দ্রীয় দফতর থেকেই হয় । শুরু থেকে সাফল্যের সঙ্গেই কলকাতায় এই জিএমইউ বিভাগ কাজ করে চলেছে ।
রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে মঞ্চের অভিযোগ, বৈদেশিক মুদ্রা সংক্রান্তে ক্রিয়াকলাপ কলকাতাকে বঞ্চিত করার এটা প্রথম প্রচেষ্টা নয় । এর আগেও করা হয়েছিল । বছর কুড়ি আগেও চেষ্টা করা হয়৷ তখন কর্মী-আধিকারিকদের লাগাতার আন্দোলনের জেরে কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় ।

মঞ্চের পক্ষ সৌম্য দত্ত বলেন, ‘‘আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গ থেকে কৌশলে আর্থিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে দেওয়ার মাধ্যমে আর্থিক অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের শাসকদল । এটা বড় ধরনের কৌশল । এর আগে ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে দু’টি ব্যাঙ্কের প্রধান কর্যায় রাজ্য থেকে সরিয়ে ফেলেছে ।’’

তিনি আরও বলেন, ‘‘জিএমইউ কাজের ফলে রাজ্যের সরকার জিএসটি বাবদ প্রচুর টাকা আয় করে । সেটা হ্রাস পাবে । আর্থিক ভাবে দুর্বল হবে রাজ্য । অফিস চলে গেলে একাধিক চুক্তিভিত্তিক কর্মীর চাকরি যাবে । তাই রাষ্ট্রপতি এই বিষয় হস্তক্ষেপ করে নিশ্চিত করুক এই দফতরের কাজকর্ম যাতে কলকাতা থেকেই হয় ।’’