ETV Bharat / business

এবার স্বাস্থ্য বিমা আনতে চলেছে LIC ! চূড়ান্ত ঘোষণা হতে পারে মার্চেই - LIC HEALTH INSURANCE

বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশের সম্ভাবনাগুলি খোঁজ করছে এলআইসি। বর্তমানে এই বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

LIC Health Insurance
এবার স্বাস্থ্য বিমা আনতে চলেছে LIC (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 20, 2025 at 12:18 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 20 মার্চ: দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি শীঘ্রই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশ করতে চলেছে। বিমা খাতের শীর্ষস্থানীয় এই সরকারি সংস্থাটি একটি স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনতে চলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এলআইসির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন যে, স্বাস্থ্য বিমা সংস্থার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 31 মার্চের আগে বিষয়টি চুক্তিটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। তবে কোন স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনবে তার নাম প্রকাশ করেননি সিদ্ধার্থ মোহান্তি।

স্বাস্থ্য বিমা ব্যবসায় প্রবেশ করা এলআইসির জন্য খুবই স্বাভাবিক বিষয়। দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা LIC বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশের সম্ভাবনাগুলির খোঁজ করছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলআইসি প্রধান বলেন, "স্বাস্থ্য বিমা ব্যবসায় যোগদান এলআইসির জন্য একটি স্বাভাবিক পছন্দ এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"

4000 কোটি টাকায় একটি স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনতে পারে এলআইসি:

সিদ্ধার্থ মোহান্তি জানান যে, এলআইসি স্বাস্থ্য বিমা সংস্থাতে 51 শতাংশ বা তার বেশি নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব কিনবে না। কতটুকু শেয়ার ক্রয় করা হবে তা নির্ভর করবে এলআইসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং মূল্যায়নের মতো বিষয়গুলির উপর। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এলআইসি 4000 কোটি টাকার চুক্তিতে মণিপালসিগনা সংস্থার অংশীদারিত্ব কেনার কথা বিবেচনা করছে।

মঙ্গলবার এলআইসির শেয়ার দর বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে:

মঙ্গলবার, বিএসইতে এলআইসির শেয়ারের দাম 12.65 টাকা (1.7%) বেড়ে 757.65 টাকায় বন্ধ হয়েছে। তবে, সংস্থার শেয়ার এখনও তাদের 52-সপ্তাহের সর্বোচ্চ স্তরের অনেক নিচে এবং 52-সপ্তাহের সর্বনিম্ন স্তরের কাছাকাছি লেনদেন করছে। এলআইসি শেয়ারের 52 সপ্তাহের সর্বোচ্চ দাম 1221.50 টাকা এবং 52 সপ্তাহের সর্বনিম্ন দাম 715.35 টাকা। বিএসইর তথ্য অনুযায়ী, সংস্থার বর্তমান বাজার মূলধন 4,79,213.45 কোটি টাকা।

LIC মিউচুয়াল ফান্ডের 3 ধামাকা স্কিম! 5 বছরে মিলবে 28% পর্যন্ত সুদ

স্বাস্থ্য বিমা জরুরি; তবে ব্যক্তিগত না কর্পোরেট, কোনটায় সুযোগ-সুবিধা বেশি?

নয়াদিল্লি, 20 মার্চ: দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি শীঘ্রই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশ করতে চলেছে। বিমা খাতের শীর্ষস্থানীয় এই সরকারি সংস্থাটি একটি স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনতে চলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এলআইসির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন যে, স্বাস্থ্য বিমা সংস্থার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 31 মার্চের আগে বিষয়টি চুক্তিটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। তবে কোন স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনবে তার নাম প্রকাশ করেননি সিদ্ধার্থ মোহান্তি।

স্বাস্থ্য বিমা ব্যবসায় প্রবেশ করা এলআইসির জন্য খুবই স্বাভাবিক বিষয়। দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা LIC বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশের সম্ভাবনাগুলির খোঁজ করছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলআইসি প্রধান বলেন, "স্বাস্থ্য বিমা ব্যবসায় যোগদান এলআইসির জন্য একটি স্বাভাবিক পছন্দ এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"

4000 কোটি টাকায় একটি স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনতে পারে এলআইসি:

সিদ্ধার্থ মোহান্তি জানান যে, এলআইসি স্বাস্থ্য বিমা সংস্থাতে 51 শতাংশ বা তার বেশি নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব কিনবে না। কতটুকু শেয়ার ক্রয় করা হবে তা নির্ভর করবে এলআইসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং মূল্যায়নের মতো বিষয়গুলির উপর। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এলআইসি 4000 কোটি টাকার চুক্তিতে মণিপালসিগনা সংস্থার অংশীদারিত্ব কেনার কথা বিবেচনা করছে।

মঙ্গলবার এলআইসির শেয়ার দর বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে:

মঙ্গলবার, বিএসইতে এলআইসির শেয়ারের দাম 12.65 টাকা (1.7%) বেড়ে 757.65 টাকায় বন্ধ হয়েছে। তবে, সংস্থার শেয়ার এখনও তাদের 52-সপ্তাহের সর্বোচ্চ স্তরের অনেক নিচে এবং 52-সপ্তাহের সর্বনিম্ন স্তরের কাছাকাছি লেনদেন করছে। এলআইসি শেয়ারের 52 সপ্তাহের সর্বোচ্চ দাম 1221.50 টাকা এবং 52 সপ্তাহের সর্বনিম্ন দাম 715.35 টাকা। বিএসইর তথ্য অনুযায়ী, সংস্থার বর্তমান বাজার মূলধন 4,79,213.45 কোটি টাকা।

LIC মিউচুয়াল ফান্ডের 3 ধামাকা স্কিম! 5 বছরে মিলবে 28% পর্যন্ত সুদ

স্বাস্থ্য বিমা জরুরি; তবে ব্যক্তিগত না কর্পোরেট, কোনটায় সুযোগ-সুবিধা বেশি?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.