নয়াদিল্লি, 26 মার্চ: আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি খাতে কাজ করেন এবং আপনার PF প্রতি মাসে কেটে নেওয়া হয়, তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। আসলে, কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) এখন UPI-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের ক্লেইমের প্রক্রিয়া দ্রুততর করতে চলেছে।
গত সোমবার শ্রম ও কর্মসংস্থান সচিব সুমিতা দাওরা জানান যে, 2025 সালের মে মাসের শেষ নাগাদ ইউপিআই ইপিএফও সিস্টেমের সঙ্গে জুড়ে যাবে। এর ফলে 7.5 কোটি সক্রিয় ইপিএফ সদস্য উপকৃত হবেন, যাদের টাকা তাৎক্ষণিকভাবে তাদের পিএফ অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে।
নতুন ব্যবস্থাটি কী হবে?
1 লক্ষ টাকা পর্যন্ত দাবি ইতিমধ্যেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেটানো হচ্ছে ৷ শীঘ্রই UPI-এর মাধ্যমে তা আরও দ্রুত হবে। এর পাশাপাশি, অ্যাকাউন্টধারীরা তাদের UPI অ্যাপের (যেমন PhonePe, Google Pay, Paytm) সঙ্গে EPFO অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। একই সঙ্গে, অটো ক্লেইম সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ, সদস্য যদি যোগ্য হন, তাহলে টাকা তাৎক্ষণিকভাবে জমা হবে তাঁর অ্যাকাউন্টে। বর্তমানে, দাবি প্রক্রিয়াকরণে (ক্লেইম প্রসেস) 3 দিন সময় লাগে ৷ আগামিদিনে UPI-এর মাধ্যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ব্যবস্থা কার্যকর হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
ডেটাবেস এবং পেনশন ব্যবস্থার সংস্কার:
- প্রথমবার মতো, EPFO একটি কেন্দ্রীভূত ডেটাবেস তৈরি করেছে, যা সম্পূর্ণ স্থিতিশীল হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে।
- 78 লক্ষ পেনশনভোগী এখন যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশন পেতে পারবেন (আগে মাত্র কয়েকটি ব্যাঙ্ককে জানানো হয়েছিল)।
- রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শে কেন্দ্রীভূত পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।
নতুন কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্প:
ELI প্রকল্পের বাজেট 10,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হয়েছে। এর ফলে কর্মরত কর্মচারী এবং প্ল্যাটফর্ম কর্মীরা উপকৃত হবেন। প্ল্যাটফর্ম কর্মীরা অনলাইন PMJAY প্রকল্পের অধীনে বিনামূল্যে স্বাস্থ্য বিমাও পাবেন।
প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে UPI-এর সুবিধা কবে থেকে পাওয়া যাবে?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) থেকে পরামর্শ নেওয়ার পর EPFO এই প্রস্তাবটি প্রস্তুত করেছে। মে মাসের শেষের দিকে ফ্রন্টএন্ড পরীক্ষার পর UPI চালু হবে। এতদিন এটিএম থেকে পিএফের টাকা তোলার কথা ছিল। EPFO-এর তরফে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, কয়েক মাসের মধ্যেই এটিএম সুবিধা শুরু হবে। তবে, এখন যদি পিএফ অ্যাকাউন্ট সরাসরি UPI-এর সঙ্গে সংযুক্ত করা হয়, তাহলে মানুষের এটিএমের খুব একটা প্রয়োজন হবে না।
তিন বড় পরিবর্তন এনেছে EPFO, চাকুরিজীবীর জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ!