ETV Bharat / business

আপাতত হচ্ছে না ধর্মঘট, 24 ও 25 মার্চ খোলা থাকছে ব্যাঙ্ক - BANK STRIKE POSTPONED

এপ্রিলের তৃতীয় সপ্তাহে আবার এই সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দাবিপূরণ না হলে তখন ফের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

Bank
24 ও 25 মার্চ খোলা থাকছে ব্যাঙ্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 9:22 AM IST

2 Min Read

কলকাতা, 23 মার্চ: ব্যাঙ্কিং খাতের নয়টি প্রধান ইউনিয়নের একটি মিলিত সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) 24 এবং 25 মার্চ প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করার কথা ঘোষণা করেছে। এখন এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি বৈঠক হবে, যেটি দিল্লির মুখ্য শ্রম কমিশনার তদারকি করবেন।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এবং ব্যাঙ্ক শিল্পের অফিসারদের সংগঠন AIBOC-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার মুম্বইয়ে প্রধান শ্রম কমিশনারের (CLC) সামনে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের প্রধান দাবিগুলি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়।

শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। UFBU-এর সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস (ডিএফএস) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ডিএফএসের যুগ্ম সচিব ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন।

ডিএফএসের যুগ্ম সচিব জানান, পাঁচ দিনের ব্যাঙ্কিং ইস্যুতে অর্থমন্ত্রী এবং ডিএফএস সচিবের মধ্যে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ছিল। এই দাবির গুরুত্ব বুঝতে পেরে, তারা নীতিগতভাবে এতে সম্মত হন। কেন্দ্রীয় শ্রম কমিশনার (সিএলসি) আশ্বাস দিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে এর বাস্তবায়ন তদারকি করবেন। এর পাশাপাশি, আইবিএ নিয়োগ, পিএলআই এবং অন্যান্য বিচারাধীন বিষয়-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচ দিনের ব্যাঙ্কিং বাস্তবায়নের দিকে ইতিবাচক আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এর আগের বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি। তাই ধর্মঘটের সিদ্ধান্তে একজোট হয়েছিলেন ব্যাঙ্ক কর্মীরা। তবে শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের ইতিবাচক আশ্বাস মেলার পর ধর্মঘটের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে UFBU ৷

প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি SBISA এবং ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের মুখপাত্র অশোক কুমার মুখোপাধ্যায় বলেন, "বৈঠকে কেন্দ্রীয় শ্রম কমিশনার আমাদের পাঁচ দিনের ব্যাঙ্কিং, কর্মী নিয়োগ এবং পেনশন বাড়ানোর বিষয়ে আলোচনায় ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ৷ বৈঠকে ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে আমাদের ধর্মঘট এক বা দুই মাসের জন্য স্থগিত করা প্রয়োজন বলে মনে হচ্ছে। তাই 24 এবং 25 মার্চে আমাদের ধর্মঘটের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে আবার এই সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দাবিপূরণ না হলে তখন ফের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

SBI-এর আরও একটি প্রধান দফতর কলকাতা থেকে সরানোর পরিকল্পনা! রাষ্ট্রপতিকে চিঠি

কলকাতা, 23 মার্চ: ব্যাঙ্কিং খাতের নয়টি প্রধান ইউনিয়নের একটি মিলিত সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) 24 এবং 25 মার্চ প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করার কথা ঘোষণা করেছে। এখন এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি বৈঠক হবে, যেটি দিল্লির মুখ্য শ্রম কমিশনার তদারকি করবেন।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এবং ব্যাঙ্ক শিল্পের অফিসারদের সংগঠন AIBOC-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার মুম্বইয়ে প্রধান শ্রম কমিশনারের (CLC) সামনে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের প্রধান দাবিগুলি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়।

শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। UFBU-এর সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস (ডিএফএস) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ডিএফএসের যুগ্ম সচিব ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন।

ডিএফএসের যুগ্ম সচিব জানান, পাঁচ দিনের ব্যাঙ্কিং ইস্যুতে অর্থমন্ত্রী এবং ডিএফএস সচিবের মধ্যে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ছিল। এই দাবির গুরুত্ব বুঝতে পেরে, তারা নীতিগতভাবে এতে সম্মত হন। কেন্দ্রীয় শ্রম কমিশনার (সিএলসি) আশ্বাস দিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে এর বাস্তবায়ন তদারকি করবেন। এর পাশাপাশি, আইবিএ নিয়োগ, পিএলআই এবং অন্যান্য বিচারাধীন বিষয়-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচ দিনের ব্যাঙ্কিং বাস্তবায়নের দিকে ইতিবাচক আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এর আগের বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি। তাই ধর্মঘটের সিদ্ধান্তে একজোট হয়েছিলেন ব্যাঙ্ক কর্মীরা। তবে শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের ইতিবাচক আশ্বাস মেলার পর ধর্মঘটের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে UFBU ৷

প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি SBISA এবং ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের মুখপাত্র অশোক কুমার মুখোপাধ্যায় বলেন, "বৈঠকে কেন্দ্রীয় শ্রম কমিশনার আমাদের পাঁচ দিনের ব্যাঙ্কিং, কর্মী নিয়োগ এবং পেনশন বাড়ানোর বিষয়ে আলোচনায় ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ৷ বৈঠকে ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে আমাদের ধর্মঘট এক বা দুই মাসের জন্য স্থগিত করা প্রয়োজন বলে মনে হচ্ছে। তাই 24 এবং 25 মার্চে আমাদের ধর্মঘটের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে আবার এই সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দাবিপূরণ না হলে তখন ফের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

SBI-এর আরও একটি প্রধান দফতর কলকাতা থেকে সরানোর পরিকল্পনা! রাষ্ট্রপতিকে চিঠি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.