নয়াদিল্লি, 24 মে: সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ খুলতে একাধিক দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল ৷ আর আমেরিকা সফরে সর্বদলীয় প্রতিনিধিদলের নেতা হিসেবে গিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তিনি জানান, প্রতিনিধিদলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কী তা বিশ্বকে জানাবে ৷ একই সঙ্গে ভারত গত বহু বছর ধরে সেই সন্ত্রাসের জ্বালায় ভুগছে তা স্পষ্ট করবে প্রতিনিধিদল।
কংগ্রেস সাংসদ শশী থারুর জানিয়েছেন, প্রতিনিধিদলটি মার্কিন যুক্তরাষ্ট্রে 9/11 স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবে। প্রতিনিধিদল গায়ানার স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেবে এবং সেখানে আধিকারিকদের সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবে। থারুর প্রতিনিধিদলের সদস্যদের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, "আমরা সেখানে যাচ্ছি আমাদের অভিজ্ঞতা, আমরা কী পদক্ষেপ নিচ্ছি এবং ভবিষ্যতে ভারতের মনোভাব কী হবে তা জনগণকে জানাতে। আমরা সেখানকার জনগণের সঙ্গে দেখা করব ৷ গত এতগুলি বছর ধরে আমরা কী ভুগছি তাও তাদের সঙ্গে ভাগ করে নেব ৷"
Members of the delegation that i have the privilege to lead, embarking at Delhi Airport just now. Others will join us en route. pic.twitter.com/km4qWX1qOu
— Shashi Tharoor (@ShashiTharoor) May 23, 2025
বিজেপি নেতা তেজস্বী সূর্য বলেন, "ভারতের প্রধানমন্ত্রী আমাদের সকলের উপর পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বকে জানানোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং এই সন্ত্রাসী মদতদাতা পাকিস্তান যে কাঠামো তৈরি করেছে তাও বিশ্বের লক্ষ্য করা উচিত ৷ কারণ, এটি কেবল ভারতের জন্যই বিপজ্জনক নয়, বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও বড় থ্রেট।"
তিনি পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, "জন্মের পর থেকে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালিয়েছে। সাম্প্রতিকতম পহেলগাঁও হামলা পাকিস্তানের ভারতের বিরুদ্ধে পরিচালিত নৃশংস ও বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ডের কথাই মনে করিয়ে দেয়। পাকিস্তান ওসামা বিন লাদেন-সহ একাধিক সন্ত্রাসী সংগঠন এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের আশ্রয় দিয়েছে। সমগ্র বিশ্বের কাছে এটা স্পষ্ট যে, পাকিস্তান আজ একটি সন্ত্রাস রপ্তানিকারী রাষ্ট্র ৷ গোটা বিশ্বের এটি দেখা উচিত।"
তেজস্বী সূর্য আরও বলেন, "পাকিস্তানি সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া এবং বিশ্বের কাছে ভারতের আশা ও শান্তির বার্তা, ভারতের গণতন্ত্র ও শক্তির বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।" প্রতিনিধিদলটি মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, পানামা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবেন বলে জানা গিয়েছে। সর্বদলীয় প্রতিনিধিদলগুলি ভারতের জাতীয় ঐক্যমত্য এবং সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। তারা সন্ত্রাসবাদের প্রতি দেশের জিরো টলারেন্স নীতির দৃঢ় বার্তা বিশ্বের কাছে পৌঁছে দেবে।
থারুরের নেতৃত্বে প্রতিনিধিদলটিতে বিজেপির শশাঙ্ক মণি ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিতা এবং তেজস্বী সূর্য ছাড়াও এলজেপি'র শম্ভবী চৌধুরী, টিডিপি'র জিএম হরিশ বালযোগী, শিবসেনার মিলিন্দ দেওরা, জেএমএমের সরফরাজ আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন রাষ্ট্রদূত তরনজিৎ সিং সান্ধুও রয়েছেন।