রামনগর, 8 সেপ্টেম্বর: সময় পেলেই প্রতিদিন রামের নাম লিখতেন ৷ রামের প্রতি ভক্তির জেরে এমনই পদ্ধতি অবলম্বন করেছিলেন শম্ভু দয়াল ৷ পেশায় চা বিক্রেতা শম্ভুর বাড়ি উত্তরাখণ্ডের আলমোড়া জেলার সল্ট বিধানসভা কেন্দ্রে ৷ তাঁর দাবি, 35 বছরে 35 কোটি বার রামের নাম লিখেছেন তিনি ৷ যে কারণে এলাকার মানুষ তাঁকে কলিযুগের সবচেয়ে বড় রামভক্ত বলে ৷ শম্ভু সারাজীবন ভগবানের নাম জপ করার ব্রত গ্রহণ করেছিলেন । বিশ্ব শান্তির জন্য গত 35 বছর ধরে রামের নাম লিখছেন এই রামভক্ত ।
ভগবান শ্রী রামের নাম লিখে শত শত খাতা ফুরিয়ে ফেলেছেন তিনি ৷ শেষ হয়েছে বহু পেনের রিফিল ৷ কিন্তু আজও রাম নাম লিখে চলেছেন শম্ভু ৷ পরিস্থিতি যাই হোক না কেন, তিনি কখনওই রামের নাম নিতে এবং লিখতে ভোলেন না । আলমোড়ার মৌলেখালে একটি ছোট চায়ের দোকান চালান শম্ভু । তাঁর দোকানে মাত্র 2 থেকে 3 জন বসে চা খেতে পারেন । পরিবার বলতে বাড়িতে স্ত্রী দেবকী ও চার সন্তান রয়েছে । তাদের মধ্যে দু'জন বিশেষভাবে সক্ষম ।
শম্ভু দয়ালের জানান, 35 বছর আগে তিনি তাঁর গুরুজীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বিশ্ব শান্তির জন্য এই উদ্যোগ নিয়েছিলেন । আজ তিনি 35 কোটিরও বেশি বার রামের নাম লিখেছেন । এভাবেই তিনি রামের নাম লিখে গিনেস বুকে নাম তুলতে চান ৷ চা বানানো থেকে অবসর পেলেই তিনি রামের নাম লিখতে শুরু করেন । কোনও ফকির বা অভাবী হত দরিদ্র লোক তাঁর দোকানে চা খেতে এলে কোনও টাকা নেন না ৷
শম্ভুর দোকানে চা খেতে আসা লোকজনও জানান, এমন ভক্তি তাঁরা আর কোথাও দেখেননি । তাঁকে সর্বদা রামের নাম জপ করতে দেখা যায় ৷ তিনি অবশ্যই 35 কোটিরও বেশি বার রামের নাম লিখেছেন । যার প্রমাণ বহু খাতা ও শত শত কলম । তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উপস্থিত হওয়া উচিত ।