নয়াদিল্লি, 10 জুন: অবৈধ প্রবেশ সহ্য করবে না মার্কিন প্রশাসন ৷ স্পষ্ট জানাল ভারতে আমেরিকার দূতাবাস ৷ সম্প্রতি আমেরিকার নেওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় ছাত্রকে মাটিতে পিছমোড়া করে শুইয়ে তাঁর হাতে হাতকড়া পরিয়ে ভারতে পাঠানোর অভিযোগ উঠেছে ৷ দুর্ব্যবহারের সেই ছবি ও ভিডিয়া সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ভারত-পাক সংঘর্ষ স্থগিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে এমনিতেই বিতর্ক তৈরি হয়েছে ৷ তারই মাঝে তৈরি হল এই নয়া বিতর্ক ৷
এই বিতর্কের প্রেক্ষিতেই মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসী বিষয়ে তাদের কড়া অবস্থান ফের স্পষ্ট করল ৷ এদিকে, আমেরিকায় ভারতীয় ছাত্র নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ এর আগে আমেরিকা থেকে ফেরত পাঠানো অভিবাসীদের হাতে ও পায়ে বেরি পরানো নিয়েও একই প্রশ্ন করেছিল বিরোধী দলটি ৷ কংগ্রেসের দাবি, এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা উচিত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করার বিষয়ে হস্তক্ষেপ করুন প্রধানমন্ত্রী ৷
এমনই উত্তপ্ত আবহে ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাসের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টে পরিষ্কার জানানো হয়েছে, "আমরা যোগ্য পর্যটকদের আমেরিকায় সবসময় স্বাগত জানাই ৷ কিন্তু আমরা আমেরিকায় অবৈধ প্রবেশ, ভিসার অবমাননা অথবা আইন লঙ্ঘন সহ্য করতে পারব না এবং করবও না ৷"
কংগ্রেস নেতারা নেওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় ছাত্রকে মাটিতে শুইয়ে হাতকড়া পরানোর ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করছেন ৷ নিউ ইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল সোশাল মিডিয়ায় জানিয়েছে, "নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় নাগরিক সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ এই দাবিতে করা সোশাল মিডিয়ায় পোস্টগুলি আমরা দেখেছি ৷ এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি ৷ ভারতীয় নাগরিকদের পরিষেবার জন্য কনস্যুলেট সবসময় দায়বদ্ধ ৷"
We have come across social media posts claiming that an Indian national is facing difficulties at Newark Liberty International Airport. We are in touch with local authorities in this regard.
— India in New York (@IndiainNewYork) June 9, 2025
The Consulate remains ever committed for the welfare of Indian Nationals.@MEAIndia…
ৃকংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ মোদি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, এই সরকার ভারত ও ভারতীয় নাগরিকদের সম্মান রক্ষায় ব্যর্থ হয়েছে ৷ তিনি সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, "ভারতের ইতিহাসে এই প্রথম, একটি রাষ্ট্রের প্রধান ভারতের অনুপস্থিতিতে ভারত ও পাকিস্তানের সংঘর্ষে স্থগিতাদেশের কথা ঘোষণা করলেন ৷ প্রেসিডেন্ট ট্রাম্প সারাক্ষণ দাবি করে চলেছেন, তিনি ভারতকে চাপ দিয়ে সংঘর্ষ স্থগিত করিয়েছেন ৷"
The Modi Government is failing to protect the honour of India and Indians.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 10, 2025
For the first time in history, a US head of state has announced a ceasefire between India and Pakistan in Washington DC. The US President is continuously claiming credit for maintaining pressure on India.… pic.twitter.com/h8wMFruxLu
রমেশ আরও লেখেন, "গত এক বছর ধরে আমেরিকায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের সঙ্গে বারবার দুর্ব্যবহারের ঘটনা ঘটে চলেছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি নীরব ৷ তাহলে এটাই ধরে নিতে হয় যে, তাঁর কথা বলার সাহসটাই নেই ৷ তিনি ভারতের প্রধানমন্ত্রী ৷ ভারত ও ভারতীয়দের সম্মান রক্ষা করাই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ৷ আমরা দাবি করছি, ভারতীয় পড়ুয়াকে নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলুন ৷ ভারতীয়দের উপর অত্যাচারের ঘটনায় সরব হন ৷"