নয়াদিল্লি, 17 মার্চ: ভারত সফরে এসেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড ৷ রবিবার তিনি দিল্লিতে এসে পৌঁছন। ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে রাতেই বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভালের সঙ্গে ৷ আজ (সোমবার) তুলসির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ৷
ভারত সফর শেষে তিনি যাবেন জাপান ও সেখান থেকে ফ্রান্সে পৌঁছবেন। সূত্রের খবর, অজিত ডোভালের সঙ্গে ভারত-মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে ৷ ভারতে রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে তুলসি লিখেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যপূরণই হবে তাঁর এই সফরের উদ্দেশ্য।" এই পোস্ট থেকেই জানা গিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে তুলসি গাবার্ড ভারতে এসেছেন।
I am #WheelsUp on a multi-nation trip to the Indo-Pacific, a region I know very well having grown up as a child of the Pacific. I'll be going to Japan, Thailand, and India, with a brief stop in France enroute back to DC. Building strong relationships, understanding, and open… pic.twitter.com/7PiM1a5RGu
— DNI Tulsi Gabbard (@DNIGabbard) March 10, 2025
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এটি গাবার্ডের দ্বিতীয় আন্তর্জাতিক সফর। এদিকে, দিল্লিতে রবিবার থেকে শুরু হয়েছে রাইসিনা ডায়লগ ৷ সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে 20টি দেশের গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা উপদেষ্টাদের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে একটি উচ্চ-স্তরের নিরাপত্তা ও গোয়েন্দা সম্মেলনে যোগ দেবেন গাবার্ড। সন্ত্রাসবাদের মোকাবেলা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা বৃদ্ধির জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সম্মেলনের মূল লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সন্ত্রাস দমন এবং গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করা। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর গাবার্ড হলেন ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি ভারত সফর করছেন। আগামী মাসে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ভারত সফর চূড়ান্ত করার জন্য উভয় পক্ষের আলোচনা চলছে। গাবার্ডের এই সফর দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সহযোগিতা আরও গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।