ETV Bharat / bharat

টেনে হিঁচড়ে মাঠে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ, 5 অভিযুক্তই পলাতক - HAMIRPUR GANG RAPE

মাঠে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে 22 বছরের যুবতীকে ৷ গ্রামেরই পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খুঁজছে ।

gangrape in UP
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 7:29 PM IST

2 Min Read

হামিরপুর (উত্তরপ্রদেশ), 16 এপ্রিল: রাতের অন্ধকারে যুবতীকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৷ নির্যাতিতার পরিবারের গ্রামের পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরের সদর কোতোয়ালি থানা এলাকায় ৷ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷

22 বছরের নির্যাতিতা যুবতীর বাবার অভিযোগ, মঙ্গলবার রাত 10টা নাগাদ তাঁর মেয়ে ঘর কিছুটা দূরে শৌচালয়ে গিয়েছিল ৷ সেই সময়ে সম্পর্কে যুবতীর গ্রামের তিন ভাই তাঁর বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছয় । এরপর সবাই মিলে জোর করে যুবতীকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে যায় এবং সেখানে গিয়ে পাঁচ যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।

অনেকক্ষণ ধরে যুবতী বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন ৷ কিছুক্ষণ পর যুবতীকে মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায় ৷ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন । পরে জ্ঞান ফিরলে যুবতী তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের কথা পরিবারকে জানায় । নির্যাতিতা অভিযুক্ত তিন যুবকের নামও বলেন পরিবারের কাছে । এরপর বুধবার ভোর 5টায় যুবতীর পরিবার থানায় গিয়ে মেয়ের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ জানায় ।

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জন পরিচিত এবং দু'জন অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে এবং মামলার তদন্ত শুরু করেছে । সদর সিও রাজেশ কামাল জানান, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

হামিরপুর (উত্তরপ্রদেশ), 16 এপ্রিল: রাতের অন্ধকারে যুবতীকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৷ নির্যাতিতার পরিবারের গ্রামের পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরের সদর কোতোয়ালি থানা এলাকায় ৷ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷

22 বছরের নির্যাতিতা যুবতীর বাবার অভিযোগ, মঙ্গলবার রাত 10টা নাগাদ তাঁর মেয়ে ঘর কিছুটা দূরে শৌচালয়ে গিয়েছিল ৷ সেই সময়ে সম্পর্কে যুবতীর গ্রামের তিন ভাই তাঁর বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছয় । এরপর সবাই মিলে জোর করে যুবতীকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে যায় এবং সেখানে গিয়ে পাঁচ যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।

অনেকক্ষণ ধরে যুবতী বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন ৷ কিছুক্ষণ পর যুবতীকে মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায় ৷ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন । পরে জ্ঞান ফিরলে যুবতী তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের কথা পরিবারকে জানায় । নির্যাতিতা অভিযুক্ত তিন যুবকের নামও বলেন পরিবারের কাছে । এরপর বুধবার ভোর 5টায় যুবতীর পরিবার থানায় গিয়ে মেয়ের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ জানায় ।

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জন পরিচিত এবং দু'জন অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে এবং মামলার তদন্ত শুরু করেছে । সদর সিও রাজেশ কামাল জানান, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.