ETV Bharat / bharat

বিরোধীদের দাবি এড়িয়ে বাদল অধিবেশনের দিন ঘোষণা, 'পার্লামেন্টোফোবিয়া'; কটাক্ষ ডেরেকের - PARLIAMENT MONSOON SESSION

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলে আসছে ৷ এর মধ্যে বাদল অধিবেশনের ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷

Special Session of Parliament 2025
সংসদের বাদল অধিবেশনের ডাক (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 2:41 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 4 জুন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুর- এই সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর চেয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছে বিরোধী শিবির ৷ এমনই আবহে আগামী 21 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরুর কথা ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ অধিবেশন শেষ হবে 12 অগস্ট ৷

সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ ডেকের ও ব্রায়েন থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রীরা ৷ সোশাল মিডিয়ায় ডেরেক লেখেন, "মোদি সরকার সংসদে বিরোধীদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে ৷ এই বিষম অবস্থাকে বলে পার্লামেন্টোফোবিয়া ৷ বিশেষ অধিবেশন থেকে পালিয়ে বেড়ানো ৷"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ রাজনাথ সিংয়ের প্রস্তাবিত দিনেই সংসদের অধিবেশন ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানান রিজিজু ৷ এর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষ স্থগিতে ট্রাম্পের ভূমিকা-সহ একাধিক প্রশ্নের উত্তর চেয়ে জুন মাসে বিশেষ অধিবশেনের দাবি তুলেছে বিরোধীরা ৷

এই প্রসঙ্গে কিরেণ রিজিজু জানান, নিয়ম অনুযায়ী বাদল অধিবেশনে সব ইস্যু নিয়ে আলোচনা করতে পারবে বিরোধীরা ৷ মন্ত্রীর এই বক্তব্য থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করছে , বাদল অধিবেশনের ঘোষণা করে সরকার কার্যত বুঝিয়ে দিল বিশেষ অধিবেশন ডাকার বিষয় তারা আগ্রহী নয় ৷

এদিকে গতকালই ইন্ডিয়া জোটের 16টি দল বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছে ৷ তাতে স্বাক্ষর করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, কংগ্রেসের দীপেন্দর হুডা, প্রবীণ সাংসদ জয়রাম রমেশ-সহ অন্য বিরোধী সাংসদরা ৷

নয়াদিল্লি, 4 জুন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুর- এই সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর চেয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছে বিরোধী শিবির ৷ এমনই আবহে আগামী 21 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরুর কথা ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ অধিবেশন শেষ হবে 12 অগস্ট ৷

সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ ডেকের ও ব্রায়েন থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রীরা ৷ সোশাল মিডিয়ায় ডেরেক লেখেন, "মোদি সরকার সংসদে বিরোধীদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে ৷ এই বিষম অবস্থাকে বলে পার্লামেন্টোফোবিয়া ৷ বিশেষ অধিবেশন থেকে পালিয়ে বেড়ানো ৷"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ রাজনাথ সিংয়ের প্রস্তাবিত দিনেই সংসদের অধিবেশন ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানান রিজিজু ৷ এর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষ স্থগিতে ট্রাম্পের ভূমিকা-সহ একাধিক প্রশ্নের উত্তর চেয়ে জুন মাসে বিশেষ অধিবশেনের দাবি তুলেছে বিরোধীরা ৷

এই প্রসঙ্গে কিরেণ রিজিজু জানান, নিয়ম অনুযায়ী বাদল অধিবেশনে সব ইস্যু নিয়ে আলোচনা করতে পারবে বিরোধীরা ৷ মন্ত্রীর এই বক্তব্য থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করছে , বাদল অধিবেশনের ঘোষণা করে সরকার কার্যত বুঝিয়ে দিল বিশেষ অধিবেশন ডাকার বিষয় তারা আগ্রহী নয় ৷

এদিকে গতকালই ইন্ডিয়া জোটের 16টি দল বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছে ৷ তাতে স্বাক্ষর করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, কংগ্রেসের দীপেন্দর হুডা, প্রবীণ সাংসদ জয়রাম রমেশ-সহ অন্য বিরোধী সাংসদরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.