নয়াদিল্লি, 26 মার্চ: দিল্লিতে পদ্মফুল ফুটেছে ৷ আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে ৷ বিধানসভা ভোটের বছরখানেক বাকি ! তার আগে বুধবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের উদ্দেশে কার্যত ঘোষণার সুরে এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সময় কক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, অসিত মাল, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার প্রমুখ ৷
এরপর সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বলেন, "অমিত শাহ পাওয়ার ম্যান হিসাবে বিশেষ পরিচিত ৷ কাউকে সরাতে হবে, কাউকে আনতে হবে ৷ এইসব কাজ করে থাকেন ৷ বিশ্ববিদ্যালয়ে যেন এইসব তিনি না করেন ৷"
এদিন লোকসভায় 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল' নিয়ে বক্ততা করছিলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ ৷ এই বিল পাশ হলে গুজরাতের আনন্দে অবস্থিত স্বশাসিত 'ইনস্টিটউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ'-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে কেন্দ্রীয় সরকার ৷ তখন মোদি সরকারের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোঅপারেটিভ বিষয়ে পড়াশোনা করা যাবে ৷ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে দেশের ডেয়ারি আন্দোলনের অন্যতম জনক ত্রিভুবন প্যাটেলের নামে 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়' ৷ এই বিলটি এদিন লোকসভায় পাস হয়েছে ৷
#WATCH | In Lok Sabha, Union HM Amit Shah says " ...lotus has bloomed in delhi as well. delhi was left out but now ayushman bharat is in delhi as well. only west bengal is left, after elections lotus will bloom there as well and ayushman bharat will come to west bengal too..." pic.twitter.com/gm72ulQkJV
— ANI (@ANI) March 26, 2025
এই বিল সম্পর্কে বলতে গিয়ে অমিত শাহ বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশে কী কী উন্নয়ন হয়েছে, তা তুলে ধরেন ৷ তিনি বলেন, "গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ৷ দেশে গরিবদের ঘর, শৌচালয় দেওয়ার কাজ হয়েছে ৷ খাবার জল দেওয়ার প্রচেষ্টা হয়েছে ৷ পাঁচ কিলো সবজি তাদের বিনামূল্যে দেওয়া হয়েছে ৷"
সেই সময় সংসদের নিম্নকক্ষে উপস্থিত তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা শোরগোল শুরু করেন ৷ তখন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সামান্য থেমে অধ্যক্ষ ওম বিড়লাকে লক্ষ্য করে বলেন, "ওঁরা (বিরোধীরা) যদি শুনতে চান, তাহলে আমি জবাব দিতে পারি ৷" লোকসভার অধ্যক্ষ স্মিত হাসি হেসে তাতে সম্মতি জানান ৷
এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে ৷ 5 লক্ষ টাকা পর্যন্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷ তাঁদের ঘরে বিদ্যুৎও পৌঁছেছে ৷ এর আগে ওষুধের কোনও ব্যবস্থা ছিল না ৷ আজ দিল্লিতেও পদ্মফুল ফুটেছে ৷ এখন দেশের কোনও দরিদ্রকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের ভাবতে হবে না ৷" তিনি তৃণমূল কংগ্রেসের সদস্যদের দিকে তাকিয়ে বলেন, "দাদা, শুধু বাংলা বাকি রয়েছে ৷ এই নির্বাচনের পর সেখানেও পদ্ম ফুটবে ৷ তারপর সেখানেও আয়ুষ্মান ভারত কার্যকর হবে ৷"
এর জবাব দিতে ছাড়েননি তৃণমূলের দমদম লোকসভার সাংসদ সৌগত রায় ৷ তিনি এই 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল'-এর সমালোচনা করে বলেন, "অমিত শাহ এই বিল এনেছেন, ভালো হয়েছে ৷ কিন্তু এই বিলের মাধ্যমে আমূল-এর স্বতন্ত্রতা, স্বাধীনতা, স্বশাসনের ক্ষমতা কেড়ে নেবে কেন্দ্রীয় সরকার ৷ এদিকে এগুলোই কোঅপারেটিভ আন্দোলনের লাইফ ব্লাড ৷ কারণ বিজেপি স্বশাসনে বিশ্বাস করে না ৷ এরা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় ৷ তাই কেন্দ্রীকরণের নামে আমূল-এর স্বশাসন চলে যাক, এটা যেন না হয় ৷"
দিনকয়েক আগে সংসদ ভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় । লোকসভায় একটি বিতর্কে অংশ নিয়েছিলেন দমদমের সাংসদ। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । পিঠে ব্যথা-সহ আরও কয়েকটি সমস্যাও ছিল তাঁর । সুস্থ হয়ে ফের লোকসভা অধিবেশনে অংশ নিয়েছেন তিনি ৷