ETV Bharat / bharat

'দাদা, এই নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবে', লোকসভায় তৃণমূলকে আক্রমণ শাহের - AMIT SHAH ON BJP VICTORY IN BENGAL

একমাত্র বাংলা বাকি ৷ আগামী নির্বাচনে সেখানেও পদ্ম ফুটবে ৷ লোকসভায় এমনই ঘোষণা করলেন অমিত শাহ ৷ তাঁকে পাল্টা জবাব দিলেন সৌগত রায় ৷

Home Minister Amit Shah in Lok Sabha
সংসদে অমিত শাহ (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 26, 2025 at 10:51 PM IST

3 Min Read

নয়াদিল্লি, 26 মার্চ: দিল্লিতে পদ্মফুল ফুটেছে ৷ আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে ৷ বিধানসভা ভোটের বছরখানেক বাকি ! তার আগে বুধবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের উদ্দেশে কার্যত ঘোষণার সুরে এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সময় কক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, অসিত মাল, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার প্রমুখ ৷

এরপর সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বলেন, "অমিত শাহ পাওয়ার ম্যান হিসাবে বিশেষ পরিচিত ৷ কাউকে সরাতে হবে, কাউকে আনতে হবে ৷ এইসব কাজ করে থাকেন ৷ বিশ্ববিদ্যালয়ে যেন এইসব তিনি না করেন ৷"

এদিন লোকসভায় 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল' নিয়ে বক্ততা করছিলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ ৷ এই বিল পাশ হলে গুজরাতের আনন্দে অবস্থিত স্বশাসিত 'ইনস্টিটউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ'-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে কেন্দ্রীয় সরকার ৷ তখন মোদি সরকারের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোঅপারেটিভ বিষয়ে পড়াশোনা করা যাবে ৷ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে দেশের ডেয়ারি আন্দোলনের অন্যতম জনক ত্রিভুবন প্যাটেলের নামে 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়' ৷ এই বিলটি এদিন লোকসভায় পাস হয়েছে ৷

এই বিল সম্পর্কে বলতে গিয়ে অমিত শাহ বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশে কী কী উন্নয়ন হয়েছে, তা তুলে ধরেন ৷ তিনি বলেন, "গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ৷ দেশে গরিবদের ঘর, শৌচালয় দেওয়ার কাজ হয়েছে ৷ খাবার জল দেওয়ার প্রচেষ্টা হয়েছে ৷ পাঁচ কিলো সবজি তাদের বিনামূল্যে দেওয়া হয়েছে ৷"

সেই সময় সংসদের নিম্নকক্ষে উপস্থিত তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা শোরগোল শুরু করেন ৷ তখন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সামান্য থেমে অধ্যক্ষ ওম বিড়লাকে লক্ষ্য করে বলেন, "ওঁরা (বিরোধীরা) যদি শুনতে চান, তাহলে আমি জবাব দিতে পারি ৷" লোকসভার অধ্যক্ষ স্মিত হাসি হেসে তাতে সম্মতি জানান ৷

এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে ৷ 5 লক্ষ টাকা পর্যন্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷ তাঁদের ঘরে বিদ্যুৎও পৌঁছেছে ৷ এর আগে ওষুধের কোনও ব্যবস্থা ছিল না ৷ আজ দিল্লিতেও পদ্মফুল ফুটেছে ৷ এখন দেশের কোনও দরিদ্রকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের ভাবতে হবে না ৷" তিনি তৃণমূল কংগ্রেসের সদস্যদের দিকে তাকিয়ে বলেন, "দাদা, শুধু বাংলা বাকি রয়েছে ৷ এই নির্বাচনের পর সেখানেও পদ্ম ফুটবে ৷ তারপর সেখানেও আয়ুষ্মান ভারত কার্যকর হবে ৷"

এর জবাব দিতে ছাড়েননি তৃণমূলের দমদম লোকসভার সাংসদ সৌগত রায় ৷ তিনি এই 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল'-এর সমালোচনা করে বলেন, "অমিত শাহ এই বিল এনেছেন, ভালো হয়েছে ৷ কিন্তু এই বিলের মাধ্যমে আমূল-এর স্বতন্ত্রতা, স্বাধীনতা, স্বশাসনের ক্ষমতা কেড়ে নেবে কেন্দ্রীয় সরকার ৷ এদিকে এগুলোই কোঅপারেটিভ আন্দোলনের লাইফ ব্লাড ৷ কারণ বিজেপি স্বশাসনে বিশ্বাস করে না ৷ এরা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় ৷ তাই কেন্দ্রীকরণের নামে আমূল-এর স্বশাসন চলে যাক, এটা যেন না হয় ৷"

দিনকয়েক আগে সংসদ ভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় । লোকসভায় একটি বিতর্কে অংশ নিয়েছিলেন দমদমের সাংসদ। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । পিঠে ব্যথা-সহ আরও কয়েকটি সমস্যাও ছিল তাঁর । সুস্থ হয়ে ফের লোকসভা অধিবেশনে অংশ নিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 26 মার্চ: দিল্লিতে পদ্মফুল ফুটেছে ৷ আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে ৷ বিধানসভা ভোটের বছরখানেক বাকি ! তার আগে বুধবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের উদ্দেশে কার্যত ঘোষণার সুরে এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সময় কক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, অসিত মাল, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার প্রমুখ ৷

এরপর সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বলেন, "অমিত শাহ পাওয়ার ম্যান হিসাবে বিশেষ পরিচিত ৷ কাউকে সরাতে হবে, কাউকে আনতে হবে ৷ এইসব কাজ করে থাকেন ৷ বিশ্ববিদ্যালয়ে যেন এইসব তিনি না করেন ৷"

এদিন লোকসভায় 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল' নিয়ে বক্ততা করছিলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ ৷ এই বিল পাশ হলে গুজরাতের আনন্দে অবস্থিত স্বশাসিত 'ইনস্টিটউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ'-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে কেন্দ্রীয় সরকার ৷ তখন মোদি সরকারের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোঅপারেটিভ বিষয়ে পড়াশোনা করা যাবে ৷ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে দেশের ডেয়ারি আন্দোলনের অন্যতম জনক ত্রিভুবন প্যাটেলের নামে 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়' ৷ এই বিলটি এদিন লোকসভায় পাস হয়েছে ৷

এই বিল সম্পর্কে বলতে গিয়ে অমিত শাহ বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশে কী কী উন্নয়ন হয়েছে, তা তুলে ধরেন ৷ তিনি বলেন, "গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ৷ দেশে গরিবদের ঘর, শৌচালয় দেওয়ার কাজ হয়েছে ৷ খাবার জল দেওয়ার প্রচেষ্টা হয়েছে ৷ পাঁচ কিলো সবজি তাদের বিনামূল্যে দেওয়া হয়েছে ৷"

সেই সময় সংসদের নিম্নকক্ষে উপস্থিত তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা শোরগোল শুরু করেন ৷ তখন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সামান্য থেমে অধ্যক্ষ ওম বিড়লাকে লক্ষ্য করে বলেন, "ওঁরা (বিরোধীরা) যদি শুনতে চান, তাহলে আমি জবাব দিতে পারি ৷" লোকসভার অধ্যক্ষ স্মিত হাসি হেসে তাতে সম্মতি জানান ৷

এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে ৷ 5 লক্ষ টাকা পর্যন্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷ তাঁদের ঘরে বিদ্যুৎও পৌঁছেছে ৷ এর আগে ওষুধের কোনও ব্যবস্থা ছিল না ৷ আজ দিল্লিতেও পদ্মফুল ফুটেছে ৷ এখন দেশের কোনও দরিদ্রকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের ভাবতে হবে না ৷" তিনি তৃণমূল কংগ্রেসের সদস্যদের দিকে তাকিয়ে বলেন, "দাদা, শুধু বাংলা বাকি রয়েছে ৷ এই নির্বাচনের পর সেখানেও পদ্ম ফুটবে ৷ তারপর সেখানেও আয়ুষ্মান ভারত কার্যকর হবে ৷"

এর জবাব দিতে ছাড়েননি তৃণমূলের দমদম লোকসভার সাংসদ সৌগত রায় ৷ তিনি এই 'ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল'-এর সমালোচনা করে বলেন, "অমিত শাহ এই বিল এনেছেন, ভালো হয়েছে ৷ কিন্তু এই বিলের মাধ্যমে আমূল-এর স্বতন্ত্রতা, স্বাধীনতা, স্বশাসনের ক্ষমতা কেড়ে নেবে কেন্দ্রীয় সরকার ৷ এদিকে এগুলোই কোঅপারেটিভ আন্দোলনের লাইফ ব্লাড ৷ কারণ বিজেপি স্বশাসনে বিশ্বাস করে না ৷ এরা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় ৷ তাই কেন্দ্রীকরণের নামে আমূল-এর স্বশাসন চলে যাক, এটা যেন না হয় ৷"

দিনকয়েক আগে সংসদ ভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় । লোকসভায় একটি বিতর্কে অংশ নিয়েছিলেন দমদমের সাংসদ। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । পিঠে ব্যথা-সহ আরও কয়েকটি সমস্যাও ছিল তাঁর । সুস্থ হয়ে ফের লোকসভা অধিবেশনে অংশ নিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.