ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ 2 জওয়ান - gunfight with terrorists

JCO among 2 soldiers killed in gunfight: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগে জম্মু ও কাশ্মীরের জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ৷ শুক্রবার রাতে কিশতওয়ার জেলায় এই লড়াইয়ে শহিদ হয়েছেন 2 জওয়ান ৷ জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে শনিবার এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 7:07 AM IST

Updated : Sep 14, 2024, 7:26 AM IST

soldiers killed in gunfight
জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই (ফাইল চিত্র)

জম্মু, 14 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগের দিন জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই জওয়ান ৷ এঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছে ৷ আহত হয়েছেন আরও দুই সেনা ৷ এমনটাই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাশাপাশি কিশতওয়ারকে সংযোগকারী ছাতরু বেল্টের নাইদঘাম এলাকায় একটি কর্ডনে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ এ খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ তখনই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহিদ হন দুই জওয়ান ৷ এঁরা হলেন নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহী অরবিন্দ সিং ৷

সেনাবাহিনী দুই সেনার শহিদের বিষয়টি নিশ্চিত করেছে । সেনার তরফে সরকারিভাবে জানানো হয়েছেন, "জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হোয়াইট নাইট কর্পস এবং সমস্ত পদমর্যাদা সাহসীদের সর্বোচ্চ আত্মত্যাগকে অভিবাদন জানায় ৷ পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই ৷" এক সেনা কর্তা জানিয়েছেন, এক জওয়ানের মৃত্যু হয়েছে স্প্লিন্টারের আঘাতে ৷ অপর জওয়ান শহিদ হয়েছেন গ্রেনেড বিস্ফোরণ এবং মাথায় বুলেটের আঘাতে ৷

এর আগে, সেনাবাহিনীর তরফে জানানো শুক্রবার দুপুর সাড়ে 3 টের সময় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ের খবর জানানো হয়েছিল ৷ এই লড়াইয়েই চার সেনা আহত হন ৷ যাঁদের মধ্যে দু'জন শহিদ হয়েছেন ৷ জম্মুর হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স পোস্টে বলা হয়েছিল, "গুলির লড়াইয়ে চার সেনা আহত হয়েছেন ৷ অভিযান চলছে ৷" এক সেনা আধিকারিক জানিয়েছিলেন, আহত সৈন্যদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিমানে করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

দু'দিন আগেই উধমপুর জেলার বসন্তগড়ের উচ্চ এলাকায় জইশ-ই-মহম্মদ (জেএম) সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দুই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠির বিরুদ্ধে সফল অভিযান করে ভারতীয় সেনা ৷ তারপরই এই এনকাউন্টার ঘটে ।

এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফে ৷ পাশাপাশি শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শোকপ্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রবিন্দর শর্মা এক বিবৃতিতে বলেছেন, "কংগ্রেস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে ৷ বিজেপি সরকার সন্ত্রাসের মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ ৷ যা জম্মু অঞ্চলে দুই দশক পরে পুনরুজ্জীবিত হয়েছে । সরকারকে 'ফাঁপা দাবি' করার পরিবর্তে সন্ত্রাসবাদী হামলা রোধে জরুরি ব্যবস্থা নিতে হবে ।"

জম্মু, 14 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগের দিন জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই জওয়ান ৷ এঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছে ৷ আহত হয়েছেন আরও দুই সেনা ৷ এমনটাই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাশাপাশি কিশতওয়ারকে সংযোগকারী ছাতরু বেল্টের নাইদঘাম এলাকায় একটি কর্ডনে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ এ খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ তখনই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহিদ হন দুই জওয়ান ৷ এঁরা হলেন নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহী অরবিন্দ সিং ৷

সেনাবাহিনী দুই সেনার শহিদের বিষয়টি নিশ্চিত করেছে । সেনার তরফে সরকারিভাবে জানানো হয়েছেন, "জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হোয়াইট নাইট কর্পস এবং সমস্ত পদমর্যাদা সাহসীদের সর্বোচ্চ আত্মত্যাগকে অভিবাদন জানায় ৷ পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই ৷" এক সেনা কর্তা জানিয়েছেন, এক জওয়ানের মৃত্যু হয়েছে স্প্লিন্টারের আঘাতে ৷ অপর জওয়ান শহিদ হয়েছেন গ্রেনেড বিস্ফোরণ এবং মাথায় বুলেটের আঘাতে ৷

এর আগে, সেনাবাহিনীর তরফে জানানো শুক্রবার দুপুর সাড়ে 3 টের সময় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ের খবর জানানো হয়েছিল ৷ এই লড়াইয়েই চার সেনা আহত হন ৷ যাঁদের মধ্যে দু'জন শহিদ হয়েছেন ৷ জম্মুর হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স পোস্টে বলা হয়েছিল, "গুলির লড়াইয়ে চার সেনা আহত হয়েছেন ৷ অভিযান চলছে ৷" এক সেনা আধিকারিক জানিয়েছিলেন, আহত সৈন্যদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিমানে করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

দু'দিন আগেই উধমপুর জেলার বসন্তগড়ের উচ্চ এলাকায় জইশ-ই-মহম্মদ (জেএম) সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দুই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠির বিরুদ্ধে সফল অভিযান করে ভারতীয় সেনা ৷ তারপরই এই এনকাউন্টার ঘটে ।

এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফে ৷ পাশাপাশি শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শোকপ্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রবিন্দর শর্মা এক বিবৃতিতে বলেছেন, "কংগ্রেস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে ৷ বিজেপি সরকার সন্ত্রাসের মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ ৷ যা জম্মু অঞ্চলে দুই দশক পরে পুনরুজ্জীবিত হয়েছে । সরকারকে 'ফাঁপা দাবি' করার পরিবর্তে সন্ত্রাসবাদী হামলা রোধে জরুরি ব্যবস্থা নিতে হবে ।"

Last Updated : Sep 14, 2024, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.