ETV Bharat / bharat

সিকিমে শুক্রেও 63 পর্যটককে এয়ারলিফ্ট, 2 দিনে উদ্ধার 126 - SIKKIM LANDSLIDE

সিকিমে শুক্রবার আরও 63 জন পর্যটককে এয়ারলিফ্ট করে উদ্ধার করা হল ৷ গত দুই দিনে উদ্ধার করা হয়েছে 126 জনকে ৷

ETV BHARAT
সিকিমে শুক্রেও 63 জন পর্যটককে এয়ারলিফ্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2025 at 2:41 PM IST

2 Min Read

গ্যাংটক, 6 জুন: প্রবল ধসে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে জোর তৎপরতা সিকিম প্রশাসনের । শুক্রবার সকালে আবহাওয়া পরিষ্কার হতেই উত্তর সিকিমের ছাটেনে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে নামে বায়ুসেনা । এদিন সকালে দু'দফায় 63 জন পর্যটককে এয়ারলিফ্ট করে ছাটেন থেকে পাকইয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয় । সেখান থেকে উদ্ধার হওয়া পর্যটকদের সিকিম ন্যাশনলাইজড ট্রান্সপোর্টের বাসে করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয় ।

উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে 17 জন উত্তর সিকিমের বাসিন্দা । ধসের কারণে সর্বস্ব হারিয়ে ওই স্থানীয় বাসিন্দারা ছাটেন এলাকায় আটকে ছিলেন । এদিন সকালে প্রথমে এমআই-02 ও এমআই 39 হেলিকপ্টারে করে 44 জনকে উদ্ধার করা হয় । পাশাপাশি এদিন এমআই-41 হেলিকপ্টারে করে 19 জন পর্যটককে উদ্ধার করা হয় । এদিনের মতো এয়ারলিফ্ট প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব মিঙ্গমা টি শেরপা । এয়ারলিফ্টের পর ওই হেলিকপ্টারগুলোতে করে ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি ।

ETV BHARAT
এয়ারলিফটের পর কপ্টারে পাঠানো হবে ত্রাণ (নিজস্ব চিত্র)

এই বিষয়ে সচিব মিঙ্গমা টি শেরপা বলেন, "সব মিলিয়ে দু'দিনে মোট 126 জন পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের এয়ারলিফ্ট করে উদ্ধার করা হয়েছে । যে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে তাঁদের জন্য আপাতত ত্রাণ শিবিরে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে । আগামিকাল ফের এয়ারলিফ্টের কাজ শুরু হবে ।"

ETV BHARAT
ধসে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে জোর তৎপরতা (নিজস্ব চিত্র)
ETV BHARAT
চলছে রাস্তা মেরামতির কাজ (নিজস্ব চিত্র)

এদিকে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম প্রশাসন ও ভারতীয় সেনা অতি গুরুত্বপূর্ণ ফিডাং হয়ে সাঙ্গকেলাং হয়ে চুংথাং রোড পুনরায় স্বাভাবিক করতে সক্ষম হয়েছে । তবে আপাতত নিরাপত্তার জন্য শুধুমাত্র হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে । এতদিন ওই সড়কটি ডেটখোলায় ব্যাপক ধসের কারণে বন্ধ হয়ে ছিল । ওই সড়কটি পুনরায় খুলে যাওয়ায় এবার উত্তর সিকিমে আটকে থাকা পর্যটক ও ধস কবলিত এলাকার বাসিন্দাদের সড়কপথেও দ্রুত উদ্ধার করার কাজ শুরু হয়েছে ।

ETV BHARAT
এয়ারলিফ্ট করে উদ্ধার (নিজস্ব চিত্র)
ETV BHARAT
আবহাওয়া পরিষ্কার হতেই উদ্ধার শুরু (নিজস্ব চিত্র)

গ্যাংটক, 6 জুন: প্রবল ধসে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে জোর তৎপরতা সিকিম প্রশাসনের । শুক্রবার সকালে আবহাওয়া পরিষ্কার হতেই উত্তর সিকিমের ছাটেনে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে নামে বায়ুসেনা । এদিন সকালে দু'দফায় 63 জন পর্যটককে এয়ারলিফ্ট করে ছাটেন থেকে পাকইয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয় । সেখান থেকে উদ্ধার হওয়া পর্যটকদের সিকিম ন্যাশনলাইজড ট্রান্সপোর্টের বাসে করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয় ।

উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে 17 জন উত্তর সিকিমের বাসিন্দা । ধসের কারণে সর্বস্ব হারিয়ে ওই স্থানীয় বাসিন্দারা ছাটেন এলাকায় আটকে ছিলেন । এদিন সকালে প্রথমে এমআই-02 ও এমআই 39 হেলিকপ্টারে করে 44 জনকে উদ্ধার করা হয় । পাশাপাশি এদিন এমআই-41 হেলিকপ্টারে করে 19 জন পর্যটককে উদ্ধার করা হয় । এদিনের মতো এয়ারলিফ্ট প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব মিঙ্গমা টি শেরপা । এয়ারলিফ্টের পর ওই হেলিকপ্টারগুলোতে করে ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি ।

ETV BHARAT
এয়ারলিফটের পর কপ্টারে পাঠানো হবে ত্রাণ (নিজস্ব চিত্র)

এই বিষয়ে সচিব মিঙ্গমা টি শেরপা বলেন, "সব মিলিয়ে দু'দিনে মোট 126 জন পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের এয়ারলিফ্ট করে উদ্ধার করা হয়েছে । যে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে তাঁদের জন্য আপাতত ত্রাণ শিবিরে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে । আগামিকাল ফের এয়ারলিফ্টের কাজ শুরু হবে ।"

ETV BHARAT
ধসে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে জোর তৎপরতা (নিজস্ব চিত্র)
ETV BHARAT
চলছে রাস্তা মেরামতির কাজ (নিজস্ব চিত্র)

এদিকে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম প্রশাসন ও ভারতীয় সেনা অতি গুরুত্বপূর্ণ ফিডাং হয়ে সাঙ্গকেলাং হয়ে চুংথাং রোড পুনরায় স্বাভাবিক করতে সক্ষম হয়েছে । তবে আপাতত নিরাপত্তার জন্য শুধুমাত্র হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে । এতদিন ওই সড়কটি ডেটখোলায় ব্যাপক ধসের কারণে বন্ধ হয়ে ছিল । ওই সড়কটি পুনরায় খুলে যাওয়ায় এবার উত্তর সিকিমে আটকে থাকা পর্যটক ও ধস কবলিত এলাকার বাসিন্দাদের সড়কপথেও দ্রুত উদ্ধার করার কাজ শুরু হয়েছে ।

ETV BHARAT
এয়ারলিফ্ট করে উদ্ধার (নিজস্ব চিত্র)
ETV BHARAT
আবহাওয়া পরিষ্কার হতেই উদ্ধার শুরু (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.