ETV Bharat / bharat

বুধে গ্রহের অবস্থানে সর্বসুখ প্রাপ্তি তিন রাশির, জানুন আপনার ভাগ্যফল - Todays Horoscope

Astrology Prediction: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 6:01 AM IST

Astrology Prediction
রাশিফল (ইটিভি ভারত)

মেষ: আজ আপনি রোম্যান্সেই মগ্ন থাকবেন। আর্থিক সাফল্য শান্তি এনে দেবে ৷ আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ সেগুলিই কিনুন, যা আপনার প্রয়োজন আছে। ফলে আপনি অনিশ্চিত প্রকল্পে টাকা বিনিয়োগ থেকে মুক্তি পাবেন ৷ আজ আপনি বাকি থাকা কাজ নিয়ে চিন্তায় থাকবেন ৷ নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন। কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আপনাকে আবশ্যক সব চাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃষ: আজ আপনার ভাগ্য ভালো নাও যেতে পারে। দুইধরনের মানসিকতার মধ্যে পার্থক্য করতে পারবেন ৷ ভালোবাসার মানুষের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। সব মিলিয়ে আপনি আর্থিক অবস্থা উন্নতির চিন্তায় মগ্ন থাকবেন। অংশীদারী ব্যবসায় থাকলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আজ কাজের বিষয়ে আপনি একটু একগুঁয়ে থাকবেন। এর ফলে সহকর্মীদের সঙ্গে সংঘাতের সম্ভাবনা আছে।

মিথুন: আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের প্রতি থাকবে ৷ সেই কারণে আপনি হয়ত প্রেম জীবনকে উপেক্ষা করবেন। সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের সঠিক ব্যবহার করা জরুরি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিটমাট করে ফেলার জন্য ভালো দিন ৷ সকলের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখুন। সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ খরচ করা ও না ভেবেচিন্তে জিনিস কেনা কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে । গ্যাজেটের প্রতি আপনার ভালোবাসার কারণে আপনার টাকা বেশি খরচ হতে পারে।

কর্কট: সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য ভালো সময় আসতে চলেছে। যাঁরা দীর্ঘমেয়াদী সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্যও এটি ভালো সময়। বিপরীত লিঙ্গের যে মানুষের থেকে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন, তার জন্য আপনি প্রচুর অর্থ খরচ করবেন। আবেগ ও বাস্তববাদিতা নিয়ে আজ আপনি দোটানায় পড়তে পারেন । সহকর্মীদের সাহায্যে আপনি আপনার প্রাথমিক দায়িত্বগুলি সামলাতে পারবেন।

সিংহ: আপনার জন্য একটি শুভ ও অনুকূল দিন অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আপনি সব কাজ শেষ করতে পারবেন। বাড়িতে আপনি দরকারি কিছু পরিবর্তন আনতে পারবেন। বাড়ির জন্য নতুন জিনিস কিনতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। উপার্জিত অর্থ ও খরচ করা অর্থের ব্যাপারে বিশদে ভাবার ব্যাপারে হয়ত আপনি আগ্রহী হবেন না। তার মানে এই নয় যে আর্থিক বিষয়ে আপনার মনোভাব ঢিমেতেতালা, এর মানে হলো আপনি সত্যিই খুব ব্যস্ত।

কন্যা: আজ ভালোবাসার মানুষের সঙ্গে অকপট কথোপকথন বলতে চাইবেন। অনেক দিন ধরে যে কাজ বাকি ছিল, তা শেষ করার জন্য পরিশ্রম করুন। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷ আজ সেরকম খারাপ কিছু হবে না। আজ পর্যন্ত যা সঞ্চয় করতে পেরেছেন তাই নিয়ে আপনি খুশি থাকবেন ৷ ভবিষ্যতের সম্ভাব্য সঞ্চয়ও বেশ আশাব্যঞ্জক। এর ফলে আপনার জীবনে আনন্দ বাড়বে। অফিসে আজ আপনি বেশ সরব থাকবেন।

তুলা: অন্যের সঙ্গে কথা বলার সময়ে আপনার সেরাটা বেরিয়ে আসে ৷ আপনার মধুর ভাষ্য অনেককেই মুগ্ধ করবে। আলাপ-আলোচনা, মিটিং ও লোকের সঙ্গে কথা বলে কাজ করাতে গিয়েই আজ দিনটি কেটে যাবে। কর্মক্ষেত্রে আপনাকে হয়ত কোনও অনুসন্ধানের কাজে লাগানো হবে। সন্ধ্যাবেলা আপনার চারপাশের লোকজনদের আপনাকে মনোহর ও অপ্রতিরোধ্য মনে হবে। সব মিলিয়ে স্বাস্থ্যের দিক থেকে আজ ভালো দিন। কোনও দিক থেকে আর্থিক কোনো গরমিলও হবে না।

বৃশ্চিক: অন্তহীন উচ্চাকাঙ্ক্ষা ও সীমাহীন শক্তিতে ভরপুর একটি আদর্শ দিন। পেশার ক্ষেত্রে আপনি কিছু চ্যালেঞ্জিং কার্যকলাপ খুঁজবেন। কাজ বা পড়াশোনাতে যে বাধারই সম্মুখীন হবেন না কেন, অনায়াসেই তা পার করে যাওয়ার ক্ষমতা আপনার আছে। আপনি একটু বেশি স্বাস্থ্য সচেতন ৷ এর ফলে আপনি আর্থিক দিক থেকে অদূর ও সুদূর ভবিষ্যত নিয়ে একটু চিন্তিত হয়ে পড়বেন ৷ চিন্তা করবেন না, দিনের দ্বিতীয় ভাগে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে।

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে ৷ আপনার ভূমিকা বেশ জরুরি হবে। যদিও কর্মক্ষেত্রে চূড়ান্ত ফল আপনার আশানুরূপ নাও হতে পারে। কিন্তু প্রিয়তমের সঙ্গে মনোরম সন্ধ্যা কাটাতে চাইবেন ৷ মন খারাপের কালো ছায়া সরে যাবে ৷ আপনার মেজাজ ভালো হয়ে যাবে। দিনের প্রথম অর্থ আগমনের সম্ভাবনা বেশি ৷ দ্বিতীয় ভাগটি সেই তুলনায় একটু বেশি মুশকিলের ৷

মকর: আপনি আজ বেশ প্রাণবন্ত মেজাজে থাকবেন ৷ সব কিছুই করতে চাইবেন। কিছু ব্যবসার সুযোগ আপনার নজর কাড়বে ৷ আপনি সেই ভাবনাগুলি নিয়ে এগোতে চাইবেন। ভাগ্য আপনার সহায় ৷ কাজেই সেই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন। সামাজিক ভাবে আপনি ব্যস্ত থাকবেন ৷ কেননা আপনার প্রচুর লোকের সঙ্গে সাক্ষাত হবে ৷ আপনার রসবোধ ও বুদ্ধি দিয়ে আপনি তাদের মুগ্ধ করবেন। ভালোবাসার মানুষকে সময় দেওয়ার পরমার্শ দেওয়া হচ্ছে ৷

কুম্ভ: সাধারণত আপনি নিজেই কাজ ভাগ করে দেন ৷ সিদ্ধান্ত নিজেই নেন ৷ তবে আজ পরিস্থিতি অন্যরকম হবে। আপনার উপর প্রচুর কাজের চাপ থাকবে ৷ সেসব কাজের চাপ আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে না। যাই হোক, হতাশ হবেন না, কেননা পরিশ্রমের ফল ভালো হবে ৷ আপনার একনিষ্ঠতা ও কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যেরাও তাদের সেরাটা দিতে চাইবে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও যৌক্তিক ক্ষমতার কারণে আপনি উৎকর্ষতা লাভ করবেন।

মীন: আপনি শত্রুদের হারাতে ও নিজের ক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হবেন। আজল সতর্ক থেকে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিব্রত বোধ করলে লং-ড্রাইভে যান বা হেঁটে আসুন ৷ কেননা এতে আপনার মেজাজ ভালো হয়। আপনি নিজের দক্ষতা বাড়াতে ও ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবেন। আজ আপনার মেজাজও ওঠা-নামা করতে পারে।

মেষ: আজ আপনি রোম্যান্সেই মগ্ন থাকবেন। আর্থিক সাফল্য শান্তি এনে দেবে ৷ আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ সেগুলিই কিনুন, যা আপনার প্রয়োজন আছে। ফলে আপনি অনিশ্চিত প্রকল্পে টাকা বিনিয়োগ থেকে মুক্তি পাবেন ৷ আজ আপনি বাকি থাকা কাজ নিয়ে চিন্তায় থাকবেন ৷ নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন। কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আপনাকে আবশ্যক সব চাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃষ: আজ আপনার ভাগ্য ভালো নাও যেতে পারে। দুইধরনের মানসিকতার মধ্যে পার্থক্য করতে পারবেন ৷ ভালোবাসার মানুষের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। সব মিলিয়ে আপনি আর্থিক অবস্থা উন্নতির চিন্তায় মগ্ন থাকবেন। অংশীদারী ব্যবসায় থাকলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আজ কাজের বিষয়ে আপনি একটু একগুঁয়ে থাকবেন। এর ফলে সহকর্মীদের সঙ্গে সংঘাতের সম্ভাবনা আছে।

মিথুন: আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের প্রতি থাকবে ৷ সেই কারণে আপনি হয়ত প্রেম জীবনকে উপেক্ষা করবেন। সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের সঠিক ব্যবহার করা জরুরি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিটমাট করে ফেলার জন্য ভালো দিন ৷ সকলের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখুন। সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ খরচ করা ও না ভেবেচিন্তে জিনিস কেনা কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে । গ্যাজেটের প্রতি আপনার ভালোবাসার কারণে আপনার টাকা বেশি খরচ হতে পারে।

কর্কট: সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য ভালো সময় আসতে চলেছে। যাঁরা দীর্ঘমেয়াদী সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্যও এটি ভালো সময়। বিপরীত লিঙ্গের যে মানুষের থেকে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন, তার জন্য আপনি প্রচুর অর্থ খরচ করবেন। আবেগ ও বাস্তববাদিতা নিয়ে আজ আপনি দোটানায় পড়তে পারেন । সহকর্মীদের সাহায্যে আপনি আপনার প্রাথমিক দায়িত্বগুলি সামলাতে পারবেন।

সিংহ: আপনার জন্য একটি শুভ ও অনুকূল দিন অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আপনি সব কাজ শেষ করতে পারবেন। বাড়িতে আপনি দরকারি কিছু পরিবর্তন আনতে পারবেন। বাড়ির জন্য নতুন জিনিস কিনতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। উপার্জিত অর্থ ও খরচ করা অর্থের ব্যাপারে বিশদে ভাবার ব্যাপারে হয়ত আপনি আগ্রহী হবেন না। তার মানে এই নয় যে আর্থিক বিষয়ে আপনার মনোভাব ঢিমেতেতালা, এর মানে হলো আপনি সত্যিই খুব ব্যস্ত।

কন্যা: আজ ভালোবাসার মানুষের সঙ্গে অকপট কথোপকথন বলতে চাইবেন। অনেক দিন ধরে যে কাজ বাকি ছিল, তা শেষ করার জন্য পরিশ্রম করুন। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷ আজ সেরকম খারাপ কিছু হবে না। আজ পর্যন্ত যা সঞ্চয় করতে পেরেছেন তাই নিয়ে আপনি খুশি থাকবেন ৷ ভবিষ্যতের সম্ভাব্য সঞ্চয়ও বেশ আশাব্যঞ্জক। এর ফলে আপনার জীবনে আনন্দ বাড়বে। অফিসে আজ আপনি বেশ সরব থাকবেন।

তুলা: অন্যের সঙ্গে কথা বলার সময়ে আপনার সেরাটা বেরিয়ে আসে ৷ আপনার মধুর ভাষ্য অনেককেই মুগ্ধ করবে। আলাপ-আলোচনা, মিটিং ও লোকের সঙ্গে কথা বলে কাজ করাতে গিয়েই আজ দিনটি কেটে যাবে। কর্মক্ষেত্রে আপনাকে হয়ত কোনও অনুসন্ধানের কাজে লাগানো হবে। সন্ধ্যাবেলা আপনার চারপাশের লোকজনদের আপনাকে মনোহর ও অপ্রতিরোধ্য মনে হবে। সব মিলিয়ে স্বাস্থ্যের দিক থেকে আজ ভালো দিন। কোনও দিক থেকে আর্থিক কোনো গরমিলও হবে না।

বৃশ্চিক: অন্তহীন উচ্চাকাঙ্ক্ষা ও সীমাহীন শক্তিতে ভরপুর একটি আদর্শ দিন। পেশার ক্ষেত্রে আপনি কিছু চ্যালেঞ্জিং কার্যকলাপ খুঁজবেন। কাজ বা পড়াশোনাতে যে বাধারই সম্মুখীন হবেন না কেন, অনায়াসেই তা পার করে যাওয়ার ক্ষমতা আপনার আছে। আপনি একটু বেশি স্বাস্থ্য সচেতন ৷ এর ফলে আপনি আর্থিক দিক থেকে অদূর ও সুদূর ভবিষ্যত নিয়ে একটু চিন্তিত হয়ে পড়বেন ৷ চিন্তা করবেন না, দিনের দ্বিতীয় ভাগে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে।

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে ৷ আপনার ভূমিকা বেশ জরুরি হবে। যদিও কর্মক্ষেত্রে চূড়ান্ত ফল আপনার আশানুরূপ নাও হতে পারে। কিন্তু প্রিয়তমের সঙ্গে মনোরম সন্ধ্যা কাটাতে চাইবেন ৷ মন খারাপের কালো ছায়া সরে যাবে ৷ আপনার মেজাজ ভালো হয়ে যাবে। দিনের প্রথম অর্থ আগমনের সম্ভাবনা বেশি ৷ দ্বিতীয় ভাগটি সেই তুলনায় একটু বেশি মুশকিলের ৷

মকর: আপনি আজ বেশ প্রাণবন্ত মেজাজে থাকবেন ৷ সব কিছুই করতে চাইবেন। কিছু ব্যবসার সুযোগ আপনার নজর কাড়বে ৷ আপনি সেই ভাবনাগুলি নিয়ে এগোতে চাইবেন। ভাগ্য আপনার সহায় ৷ কাজেই সেই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন। সামাজিক ভাবে আপনি ব্যস্ত থাকবেন ৷ কেননা আপনার প্রচুর লোকের সঙ্গে সাক্ষাত হবে ৷ আপনার রসবোধ ও বুদ্ধি দিয়ে আপনি তাদের মুগ্ধ করবেন। ভালোবাসার মানুষকে সময় দেওয়ার পরমার্শ দেওয়া হচ্ছে ৷

কুম্ভ: সাধারণত আপনি নিজেই কাজ ভাগ করে দেন ৷ সিদ্ধান্ত নিজেই নেন ৷ তবে আজ পরিস্থিতি অন্যরকম হবে। আপনার উপর প্রচুর কাজের চাপ থাকবে ৷ সেসব কাজের চাপ আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে না। যাই হোক, হতাশ হবেন না, কেননা পরিশ্রমের ফল ভালো হবে ৷ আপনার একনিষ্ঠতা ও কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যেরাও তাদের সেরাটা দিতে চাইবে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও যৌক্তিক ক্ষমতার কারণে আপনি উৎকর্ষতা লাভ করবেন।

মীন: আপনি শত্রুদের হারাতে ও নিজের ক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হবেন। আজল সতর্ক থেকে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিব্রত বোধ করলে লং-ড্রাইভে যান বা হেঁটে আসুন ৷ কেননা এতে আপনার মেজাজ ভালো হয়। আপনি নিজের দক্ষতা বাড়াতে ও ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবেন। আজ আপনার মেজাজও ওঠা-নামা করতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.