ETV Bharat / bharat

রানাকে নিয়ে বিমান পৌঁছল দিল্লি, হেফাজতে চাইবে এনআইএ - TAHAWWUR RANA EXTRADITION

দীর্ঘ প্রতিক্ষার পর দেশে ফিরল 2008 সালের 26 নভেম্বর হওয়া মুম্বই হামলার অন্যতম মূল চক্রী ৷ দিল্লির পালাম বিমানবনন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এনআইঅএ ৷

Tahawwur Rana Extradition
দিল্লির এনআইএ দফতর (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 10, 2025 at 4:04 PM IST

Updated : April 10, 2025 at 4:44 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 10 এপ্রিল: দেশে ফিরল 26/11 মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা ৷ আমেরিকা থেকে তাকে নিয়ে আসেন ভারতীয় আধিকারাকিরা ৷ দিল্লির পালাম বিমানবন্দরে ইতিমধ্যেই বিমানটি এসে নেমেছে ৷ সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এনআইএ ৷ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনআইএ ৷

প্রত্যর্পণের প্রেক্ষাপট

ভারতে প্রত্যর্পণ এড়াতে চেষ্টার ত্রুটি করেনি রানা ৷ আমেরিকার একাধিক আদালতে আবেদন করেছিল পাকিস্তানের এই নাগরিক ৷ আদালতে সে নিজেকে পাকিস্তানের নাগরিক পরিচয় দিয়ে জানায় ভারতে গেলে তার উপর অত্যাচার হতে পারে ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে বলে দাবি করে ৷ কিন্তু কোনও আদালতই রানার দাবি মানতে চায়নি ৷

শেষমেশ সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তার ভারতে প্রত্যর্পণের ব্যাপারে সবুজ সংকেত দেয় ৷ এরপরই স্পষ্ট হয়ে গিয়েছিল এবার আর রক্ষা নেই রানার ৷ পরিস্থিতি বুঝে সময়মতো আমেরিকায় গিয়ে প্রত্যর্পণের নথি তৈরির কাজ শুরু করেন ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থার শীর্ষকর্তারা ৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ভারতে ফিরল রানা ৷

কোথায় থাকবে রানা ?

রানাকে দেশে ফিরিয়ে আনার আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল বিভিন্ন সংস্থা ৷ ইটিভি ভারতকে এনআইএ-র এক কর্তা জানিয়েছেন, রানাকে আপাতত দিল্লিতে তাঁদের দফতরেই রাখা হবে ৷ প্রায় এক সপ্তাহ এখানেই রাখা হবে তাকে ৷ পরে তিহার জেলে নিয়ে যাওয়া হবে ৷ তারপর যে মুম্বই শহরকে সে রক্তাক্ত করেছিল সেখানকার আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হবে রানাকে ৷

ভার্চুয়াল মাধ্যমে হাজিরা

রানার দেশে ফেরা নিয়ে এমনিতেই নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্য়বস্থা করে রেখেছে এনআইএ এবং দিল্লি পুলিশ ৷ এনআইএ-র কার্যালয় এবং তার আশপাশের এলাকা কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে ৷ নিরাপত্তার এই ছবিটাই দেখা গিয়েছিল পালাম বিমান বন্দরের বাইরেও ৷ পরিস্থিতির গুরুত্ব বিচার করে এনআইএ ভার্চুয়াল মাধ্যমেই তাকে আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 10 এপ্রিল: দেশে ফিরল 26/11 মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা ৷ আমেরিকা থেকে তাকে নিয়ে আসেন ভারতীয় আধিকারাকিরা ৷ দিল্লির পালাম বিমানবন্দরে ইতিমধ্যেই বিমানটি এসে নেমেছে ৷ সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এনআইএ ৷ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনআইএ ৷

প্রত্যর্পণের প্রেক্ষাপট

ভারতে প্রত্যর্পণ এড়াতে চেষ্টার ত্রুটি করেনি রানা ৷ আমেরিকার একাধিক আদালতে আবেদন করেছিল পাকিস্তানের এই নাগরিক ৷ আদালতে সে নিজেকে পাকিস্তানের নাগরিক পরিচয় দিয়ে জানায় ভারতে গেলে তার উপর অত্যাচার হতে পারে ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে বলে দাবি করে ৷ কিন্তু কোনও আদালতই রানার দাবি মানতে চায়নি ৷

শেষমেশ সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তার ভারতে প্রত্যর্পণের ব্যাপারে সবুজ সংকেত দেয় ৷ এরপরই স্পষ্ট হয়ে গিয়েছিল এবার আর রক্ষা নেই রানার ৷ পরিস্থিতি বুঝে সময়মতো আমেরিকায় গিয়ে প্রত্যর্পণের নথি তৈরির কাজ শুরু করেন ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থার শীর্ষকর্তারা ৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ভারতে ফিরল রানা ৷

কোথায় থাকবে রানা ?

রানাকে দেশে ফিরিয়ে আনার আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল বিভিন্ন সংস্থা ৷ ইটিভি ভারতকে এনআইএ-র এক কর্তা জানিয়েছেন, রানাকে আপাতত দিল্লিতে তাঁদের দফতরেই রাখা হবে ৷ প্রায় এক সপ্তাহ এখানেই রাখা হবে তাকে ৷ পরে তিহার জেলে নিয়ে যাওয়া হবে ৷ তারপর যে মুম্বই শহরকে সে রক্তাক্ত করেছিল সেখানকার আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হবে রানাকে ৷

ভার্চুয়াল মাধ্যমে হাজিরা

রানার দেশে ফেরা নিয়ে এমনিতেই নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্য়বস্থা করে রেখেছে এনআইএ এবং দিল্লি পুলিশ ৷ এনআইএ-র কার্যালয় এবং তার আশপাশের এলাকা কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে ৷ নিরাপত্তার এই ছবিটাই দেখা গিয়েছিল পালাম বিমান বন্দরের বাইরেও ৷ পরিস্থিতির গুরুত্ব বিচার করে এনআইএ ভার্চুয়াল মাধ্যমেই তাকে আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : April 10, 2025 at 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.