ETV Bharat / bharat

দিল্লি পৌঁছতেই মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড' রানা গ্রেফতার, গন্তব্য তিহাড় - NIA ARRESTS TAHAWWUR RANA

তাহাউর রানাকে দিল্লি পৌঁছনোর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করে। তার ঠিকানা হতে চলেছে তিহাড় ৷

NIA Arrests Tahawwur Rana
মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড' তাহাউর রানা (ছবি সৌজন্যে: NIA)
author img

By PTI

Published : April 10, 2025 at 11:35 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 10 এপ্রিল: মুম্বই সন্ত্রাসী হামলার (26/11) মূল পরিকল্পনাকারী তাহাউর রানাকে প্রত্যর্পণের পর দিল্লিতে আনা হয়েছে। দিল্লি পৌঁছনোর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে গ্রেফতার করে। মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে রানাকে দিল্লিতে আনা হয়েছিল। তাহাউর ভারতে পৌঁছনোর পর, এনআইএ তার বিবৃতিতে বলেছে যে, রানার প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি, মার্কিন সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করার পর, মুম্বই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে আনার পথ পরিষ্কার হয়।

বিবৃতিতে বলা হয়েছে যে, বিমানবন্দরে এনআইএ তদন্তকারী দল রানাকে গ্রেফতার করে। রানা মূলত শিকাগোর (মার্কিন যুক্তরাষ্ট্র) বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত একজন কানাডার নাগরিক। বিমান থেকে নামার পরপরই, সমস্ত প্রয়োজনীয় আইনি কাজকর্ম সেরে তাকে নিয়ে পাতিয়ালা হাউস আদালতে পৌঁছায় এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রত্যর্পণের পর রানাকে তাদের হেফাজতে রাখার একটি ছবিও শেয়ার করেছে।

বিদেশ মন্ত্রক (MEA) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি NIA জানিয়েছে যে তারা সমগ্র প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছে, যা সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ভারতের প্রচেষ্টায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির অধীনে এনআইএর কার্যক্রম অনুযায়ী রানাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে যে, মার্কিন বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক দফতর, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের জন্য মার্কিন অ্যাটর্নি অফিস, মার্কিন মার্শাল সার্ভিস, নয়াদিল্লিতে FBI-এর লিগ্যাল অ্যাটাশে অফিস এবং মার্কিন বিদেশ দফতরের আইন প্রয়োগকারী সংস্থার আইনি উপদেষ্টার অফিসের সক্রিয় সহায়তায় মার্কিন সুপ্রিম কোর্টে জরুরি আবেদন-সহ রানার বিভিন্ন মামলা এবং আপিল প্রত্যাখ্যানের পর অবশেষে মুম্বই সন্ত্রাসী হামলার 'মাস্টারমাইন্ড'-এর প্রত্যর্পণ কার্যকর হয়।

2008 সালে মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলা চালানোর জন্য রানা ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানি এবং মনোনীত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবা (এলইটি) এবং হরকাত-উল-জিহাদি ইসলামী (এইচইউজি) এর কর্মীদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত।

রানাকে নিয়ে বিমান পৌঁছল দিল্লি, হেফাজতে চাইবে এনআইএ

নয়াদিল্লি, 10 এপ্রিল: মুম্বই সন্ত্রাসী হামলার (26/11) মূল পরিকল্পনাকারী তাহাউর রানাকে প্রত্যর্পণের পর দিল্লিতে আনা হয়েছে। দিল্লি পৌঁছনোর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে গ্রেফতার করে। মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে রানাকে দিল্লিতে আনা হয়েছিল। তাহাউর ভারতে পৌঁছনোর পর, এনআইএ তার বিবৃতিতে বলেছে যে, রানার প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি, মার্কিন সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করার পর, মুম্বই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে আনার পথ পরিষ্কার হয়।

বিবৃতিতে বলা হয়েছে যে, বিমানবন্দরে এনআইএ তদন্তকারী দল রানাকে গ্রেফতার করে। রানা মূলত শিকাগোর (মার্কিন যুক্তরাষ্ট্র) বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত একজন কানাডার নাগরিক। বিমান থেকে নামার পরপরই, সমস্ত প্রয়োজনীয় আইনি কাজকর্ম সেরে তাকে নিয়ে পাতিয়ালা হাউস আদালতে পৌঁছায় এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রত্যর্পণের পর রানাকে তাদের হেফাজতে রাখার একটি ছবিও শেয়ার করেছে।

বিদেশ মন্ত্রক (MEA) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি NIA জানিয়েছে যে তারা সমগ্র প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছে, যা সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ভারতের প্রচেষ্টায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির অধীনে এনআইএর কার্যক্রম অনুযায়ী রানাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে যে, মার্কিন বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক দফতর, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের জন্য মার্কিন অ্যাটর্নি অফিস, মার্কিন মার্শাল সার্ভিস, নয়াদিল্লিতে FBI-এর লিগ্যাল অ্যাটাশে অফিস এবং মার্কিন বিদেশ দফতরের আইন প্রয়োগকারী সংস্থার আইনি উপদেষ্টার অফিসের সক্রিয় সহায়তায় মার্কিন সুপ্রিম কোর্টে জরুরি আবেদন-সহ রানার বিভিন্ন মামলা এবং আপিল প্রত্যাখ্যানের পর অবশেষে মুম্বই সন্ত্রাসী হামলার 'মাস্টারমাইন্ড'-এর প্রত্যর্পণ কার্যকর হয়।

2008 সালে মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলা চালানোর জন্য রানা ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানি এবং মনোনীত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবা (এলইটি) এবং হরকাত-উল-জিহাদি ইসলামী (এইচইউজি) এর কর্মীদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত।

রানাকে নিয়ে বিমান পৌঁছল দিল্লি, হেফাজতে চাইবে এনআইএ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.