ETV Bharat / bharat

3 অগস্ট একটি পর্বেই দেশজুড়ে নিট-পিজি, সম্মতি সুপ্রিম কোর্টের - NEET PG 2025

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটি পর্বে সর্বভারতীয় স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল পরীক্ষা হবে আগামী অগস্ট মাসে ৷ আদালত তাতে সম্মতি দিয়েছে ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
author img

By PTI

Published : June 6, 2025 at 2:41 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 6 জুন: সর্বভারতীয় মেডিক্যাল স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা নিট-পিজি পরীক্ষা হবে একটি পর্বেই (শিফটে) ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে (এনবিই) 3 অগস্ট একটি পর্বে নিট-পিজি পরীক্ষায় সম্মতি জানিয়েছে ৷

এর আগে এই পরীক্ষার দিন স্থির করার জন্য এনবিই শীর্ষ আদালতের কাছে দু'মাসেরও বেশি সময় চেয়ে নিয়েছিল ৷ তারপর পরীক্ষা গ্রহণকারী সংস্থা আদালতে জানায় 3 অগস্ট সর্বভারতীয় মেডিক্যাল স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা নিট-পিজি পরীক্ষা হবে ৷ বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চ এই সিদ্ধান্তে আস্থা প্রকাশ করেছে ৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে, 2025 সালের নিট-পিজি পরীক্ষার জন্য এরপর আর সময় দেওয়া হবে না ৷

এনবিই সওয়াল করে, 30 মে আদালতের নির্দেশ অনুযায়ী নিট-পিজি পরীক্ষা একটি পর্যায়ে হতে হবে ৷ এই অবস্থায় একটি দফায় পরীক্ষা করাতে 1 হাজার পরীক্ষাকেন্দ্র প্রয়োজন ৷ এনবিই আবেদনে জানায়, 15 জুন সকাল 9টা থেকে দুপুর 12.30টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ সেই পরীক্ষাটি হবে 3 অগস্ট ৷ এই পরীক্ষার ব্যবস্থাপনায় সহযোগিতা করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড (টিসিএস) ৷ তারা অগস্টের 3 তারিখের আগে কোনও তারিখ দিতে পারেনি ৷

গত 30 মে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত এনবিই-র দু'টি পর্বে পরীক্ষা করার সিদ্ধান্তের তিরস্কার করে ৷ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানায়, 15 জুন সর্বভারতীয় স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা একটি পর্বেই করতে হবে ৷ পরীক্ষা যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে একটি দফায় পরীক্ষার ব্যবস্থাপনা করার নির্দেশ দেয় আদালত ৷

নয়াদিল্লি, 6 জুন: সর্বভারতীয় মেডিক্যাল স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা নিট-পিজি পরীক্ষা হবে একটি পর্বেই (শিফটে) ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে (এনবিই) 3 অগস্ট একটি পর্বে নিট-পিজি পরীক্ষায় সম্মতি জানিয়েছে ৷

এর আগে এই পরীক্ষার দিন স্থির করার জন্য এনবিই শীর্ষ আদালতের কাছে দু'মাসেরও বেশি সময় চেয়ে নিয়েছিল ৷ তারপর পরীক্ষা গ্রহণকারী সংস্থা আদালতে জানায় 3 অগস্ট সর্বভারতীয় মেডিক্যাল স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা নিট-পিজি পরীক্ষা হবে ৷ বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চ এই সিদ্ধান্তে আস্থা প্রকাশ করেছে ৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে, 2025 সালের নিট-পিজি পরীক্ষার জন্য এরপর আর সময় দেওয়া হবে না ৷

এনবিই সওয়াল করে, 30 মে আদালতের নির্দেশ অনুযায়ী নিট-পিজি পরীক্ষা একটি পর্যায়ে হতে হবে ৷ এই অবস্থায় একটি দফায় পরীক্ষা করাতে 1 হাজার পরীক্ষাকেন্দ্র প্রয়োজন ৷ এনবিই আবেদনে জানায়, 15 জুন সকাল 9টা থেকে দুপুর 12.30টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ সেই পরীক্ষাটি হবে 3 অগস্ট ৷ এই পরীক্ষার ব্যবস্থাপনায় সহযোগিতা করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড (টিসিএস) ৷ তারা অগস্টের 3 তারিখের আগে কোনও তারিখ দিতে পারেনি ৷

গত 30 মে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত এনবিই-র দু'টি পর্বে পরীক্ষা করার সিদ্ধান্তের তিরস্কার করে ৷ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানায়, 15 জুন সর্বভারতীয় স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা একটি পর্বেই করতে হবে ৷ পরীক্ষা যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে একটি দফায় পরীক্ষার ব্যবস্থাপনা করার নির্দেশ দেয় আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.