রাচি, 5 মার্চ: গণধর্ষণের শিকার ৷ নারকীয় ঘটনায় শারীরিক, মানসিকভাবে বিপর্যস্ত ৷ তবুও ভারত সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করতে নারাজ স্প্যানিশ তরুণী ৷ ঝাড়খণ্ডের দুমকায় শুক্রবার গণধর্ষিতা স্প্যানিশ ট্র্যাভেল ভ্লগারের মুখে এখনও ভারত স্তূতি ৷ তার কথায়, এই ঘটনায় সমস্ত ভারতীয়কে দায়ী করা যায় না ৷ কারণ এই ধরনের ঘটনা যে কোনও সময়, যে কোনও জায়গায় এবং যে কারও সঙ্গে ঘটতে পারে । এই জঘন্য কাজের জন্য দোষীদের শাস্তি হওয়া উচিত । অন্যদিকে, এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষ করে আজ নেপালের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি । নেপালে তাঁর পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে হাঁসডিহাতে একটি রাত কাটাতে ৷ কারণ জায়গাটি খুব শান্ত ও সুন্দর । তিনি বলেন, ‘‘কখনই ভাবিনি এখানে কোনও বিপদ হবে । আমি এখনও বলি যে ভারতীয়রা খুব ভাল এবং অতিথিপরায়ণ । আমি গত ছ’বছর ধরে বিশ্ব ভ্রমণে ছিলাম এবং শেষ ছ’মাস ধরে ভারতে ভ্রমণ করছি । আমি এই দেশে প্রায় 20,000 কিমি ভ্রমণ করেছি । ভারতে থাকার সময় আমি সব জায়গা থেকে সমর্থন পেয়েছি । এমনকী এই সময়ের মধ্যেও আমি এখানকার জনগণ এবং সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি । আমি এই দুঃসময়ে যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই । ভারত ছেড়ে চলে যাওয়ার আগে ভালো স্মৃতিগুলো মাথায় রাখব ৷’’
ধর্ষণের শিকার হয়েও মনোবল অটুট রেখেছিলেন তিনি ৷ এক বার্তায় বলেছিলেন, খারাপ স্মৃতি ভুলে যাওয়া কঠিন ৷ তবে প্রত্যেককেই এগিয়ে যেতে হবে ৷ কারণ, ভবিষ্যতে অনেক কিছু করার আছে ।
আরও পড়ুন: