ইন্দোর, 9 জুন: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। তাঁর শরীরের আঘাত ও পাশে পড়ে থাকা ধারালো অস্ত্র দেখে পুলিশ নিশ্চিত ছিল যে, দুষ্কৃতীদের হাতে প্রাণ গিয়েছে রাজার। কিন্তু স্ত্রী সোনমের কিছুতেই খোঁজ মিলছিল না ৷ স্বামীর দেহ উদ্ধারের 5 দিন পর সন্ধান মিলল স্ত্রী সোনমের ৷ সোমবার সকালে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশের কাছে সোনম বলে যে, স্বামী রাজাকে তিন 'ভাড়াটে গুন্ডা' লাগিয়ে সেই খুন করিয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত সোনম-সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
কীভাবে খুন ও কতজন গ্রেফতার :
- মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কোংকাল সাংমা সোনমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কনরাড কোংকাল সাংমা তাঁর এক্সে পোস্ট করেছেন যে, 7 দিনের মধ্যে মেঘালয় পুলিশ রাজা হত্যা মামলার কিনারা করেছে। পাশাপাশি, মেঘালয়ের ডিজিপি আই নোংরাংও আজ সকালে এক্সে একটি পোস্ট করেছেন ৷
- তাতে তিনি লিখেছেন, "মেঘালয়ে মধুচন্দ্রিমায় এসে রাজা রঘুবংশীকে তাঁর স্ত্রীর 'ভাড়াটে গুন্ডা' লাগিয়ে খুন করেছে ৷ সোনম উত্তরপ্রদেশের গাজিপুর পুলিশের কাছে স্বামী রাজা রঘুবংশীকে খুনের কথা স্বীকার করেছে ৷ সেইসঙ্গে রাতভর অভিযান চালিয়ে এই মামলায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজন অভিযুক্তের তল্লাশি চলছে।" অভিযুক্তরা জানিয়েছে, রাজাকে খুন করার জন্য সোনম তাদের ভাড়া করেছিল। মেঘালয় হল বহু মানুষেরই পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন। বহু দম্পতিই আসেন মধুচন্দ্রিমায়। কিন্তু এমন ঘটনা অতীতে ঘটেনি বলেই দাবি করছে প্রশাসন।
Within 7 days a major breakthrough has been achieved by the #meghalayapolice in the Raja murder case … 3 assailants who are from Madhya Pradesh have been arrested, female has surrendered and operation still on to catch 1 more assailant .. well done #meghalayapolice
— Conrad K Sangma (@SangmaConrad) June 9, 2025
কীভাবে নিখোঁজ :
উল্লেখ্য, গত 11 মে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে সোনম রঘুবংশীর বিয়ে হয় ৷ গত 20 মে ইন্দোরের বাড়ি থেকে ওই দম্পতি শিলংয়ের উদ্দেশে রওনা দেন ৷ শিলং পৌঁছনোর পর, 25 মে শেষবার তাঁদের পরিবারের সদস্যদের কথা হয় ৷ এরপর থেকেই দু'জনেরই পরিবার ছেলেমেয়েদের কোনও খোঁজ পাচ্ছিল না ৷ ফোন বন্ধ আসে বারবার ৷ নিখোঁজ হওয়ার প্রায় 10 দিন পর অর্থাৎ গত 5 জুন রাজার দেহ পাওয়া যায়। কিন্তু সোনমের কোনও খোঁজ মিলছিল না ৷
অমিত শাহকে চিঠি দেয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী :
রাজার দেহ উদ্ধারের পর মেঘালয় সরকারের কাছে বারবার সোনমকে খুঁজে বের করার আবেদন জানানো হয়েছিল পরিবারের তরফে ৷ একইসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে চিঠি লিখে সিবিআই-এর মাধ্যমে মামলার তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছিল। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী । আর সিবিআই এই মামলার হস্তক্ষেপ করার আগেই সোনমের সন্ধান মিলল ৷

হানিমুনে গিয়ে স্বামীর খুনে স্ত্রী সোনম নিয়ে সন্দেহ ?
স্বামীর দেহ উদ্ধারের পর বারবার প্রশ্ন উঠছিল কোথায় গেলেন সোনম ? আদৌ কি বেঁচে রয়েছেন তিনি ? থাকলেই বা কোথায় ? আর সোনমের হঠাৎ নিখোঁজ হওয়ার কারণে জল্পনা যে চলছিল তা বলার অপেক্ষা রাখে না। আর তারপরই সামনে এল চাঞ্চল্যকর তথ্য় ৷ রাজাকে খুন করার জন্যই শিলংয়ে নিয়ে গিয়েছিল সোনম ৷ হানিমুনের কোনও উদ্দেশ্য ছিল না ৷ তাই তো ভাড়াটে গুন্ডা তৈরি রেখেছিল সে ৷
সোনমের খোঁজ কীভাবে মিলল ?
রবিবার গভীর রাতে, সোনমের ভাই গোবিন্দকে গাজিপুর পুলিশ জানায়, যে তাঁর বোন একটি ধাবায় রয়েছে। এরপরই সেখানে রওনা দেন তাঁরা ৷ রাজার পরিবারকেও গোবিন্দ এবিষয়ে অবগত করেন ৷ কিন্তু সোনম কীভাবে গাজিপুরে পৌঁছেছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। পুলিশ থেকে পরিবার জানতে চাইছে, কেন সোনম রাজাকে খুন করল ৷ কীভাবেই হত্যা করা হয়েছে তাঁকে ?