ETV Bharat / bharat

বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ বিসমিল্লাহ খানের হাত ধরে, 'জিআই ট্যাগ' পেল বারাণসীর সানাই - SHENAI GETS GI TAG

শাস্ত্রীয় সঙ্গীতে 'বেনারস ঘরানা' দেশ-বিদেশে বাদ্যযন্ত্রের জন্য পরিচিত । 'জিআই ট্যাগ' পেল বারাণসীর বিখ্য়াত বাদ্যযন্ত্র সানাই ৷

SHENAI GETS GI TAG
'জিআই ট্যাগ' পেল বারাণসীর বিখ্য়াত বাদ্যযন্ত্র সানাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 15, 2025 at 7:34 PM IST

2 Min Read

বারাণসী, 15 এপ্রিল: দেশ তথা বিশ্বে সানাইয়ের কথা বলা হলেই উঠে আসে উত্তরপ্রদেশের কাশীর নাম ৷ ভারতরত্ন উস্তাদ বিসমিল্লাহ খানের হাত ধরেই বিশ্বের দরবারে আত্মপ্রকাশ হয়েছিল বিখ্য়াত এই বাদ্যযন্ত্রের ৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক নতুন পরিচয় পায় সানাই ৷ বারণসীর কাশীর সেই বিখ্যাত সানাই পেল জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের (জিআই) পরিচয় ৷ মঙ্গলবার বিশেষ এই পুরস্কারের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ধর্মের শহর কাশীকে সঙ্গীতের রাজধানী বলা হয় ৷ শাস্ত্রীয় সঙ্গীতে 'বেনারস ঘরানা' দেশ-বিদেশে বাদ্যযন্ত্রের জন্য পরিচিত । বারাণসীর কাশীতেই সানাইয়ের জন্ম ৷ এদিন, কাশীর হুকুলগঞ্জ এলাকার বাসিন্দা রমেশ কুমারের হাতে এই সার্টিফিকেটটা তুলে দিলেন প্রধানমন্ত্রী ৷ বিগত 4 প্রজন্ম ধরে বিখ্যাত এই বাদ্যযন্ত্র তৈরির কাজ করছেন রমেশের পরিবার ৷ জিআই পুরস্কার পাওয়ায় বেশ খুশী তাঁর পরিবার ৷

'জিআই ট্যাগ' পেল বারাণসীর বিখ্য়াত বাদ্যযন্ত্র সানাই (ভিডিয়ো-পিটিআই)

এদিন, উত্তরপ্রদেশের মোট 21টি পণ্যকে জিআই সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, বিশ্ব দরবারে দেশের সংস্কৃতির যে আত্মপ্রকাশ ঘটেছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷ তুলে ধরেন দেশের শিল্প ও ঐতিহ্যের কথা ৷

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সানাইয়ের গুরুত্ব অপরিশীম ৷ আজও বিয়ের অনুষ্ঠান হোক কিংবা মন্দিরে ভগবানের আরাধনা ৷ সানাইয়ের আওয়াজের জুরি মেলা ভার ৷ দুই অক্টেভ পর্যন্ত যেতে পারে সানাই বাজানো বেশ কঠিন ৷ আজও এই বাদ্যযন্ত্রটিকে পবিত্র বলে মনে করা হয় ৷ বিশ্ববিখ্যাত উস্তাদ বিসমিল্লাহ খান তাঁর পরিবেশনার মাধ্য়মে বিশেষ এই বাদ্যযন্ত্রের পরিচয় তৈরি করেন ৷ অবশেষে, তার প্রাপ্য সম্মান পেল সানাই ৷

এই প্রসঙ্গে জিআই বিশেষজ্ঞ ডঃ রজনীকান্ত বলেন, "প্রাচীনকাল থেকেই বারাণসীর কাশীর সানাই বিশ্ব বিখ্যাত ৷ এখানে এই বিশেষ বাদ্যযন্ত্র তৈরির একটি ঐতিহ্ রয়েছে ৷" তিনি আরও বলেন, "দেব-দেবীর পুজো, গঙ্গা আরতি আচার-অনুষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন উৎসবের সময় সানাইয়ের সুর সেই অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় ৷"

সানাই তৈরিতে 2-3 দিন সময় লাগে ৷ শীশম ও সাংওয়ান কাট দিয়ে তৈরি হয় এই যন্ত্র ৷ এই কাঠ নরম এবং সুর সমৃদ্ধ বলে মনে করা হয় । এই দুটি কাঠ দিয়ে তৈরি হওয়ায় সানাইয়ের শব্দে এক আলাদা মাধুর্য থাকে ।

পড়ুন: রামোজি ফিল্ম সিটির নয়া আকর্ষণ মায়ালোক, তুলে ধরবে সিনেমা তৈরির নেপথ্যের কাহিনী

বারাণসী, 15 এপ্রিল: দেশ তথা বিশ্বে সানাইয়ের কথা বলা হলেই উঠে আসে উত্তরপ্রদেশের কাশীর নাম ৷ ভারতরত্ন উস্তাদ বিসমিল্লাহ খানের হাত ধরেই বিশ্বের দরবারে আত্মপ্রকাশ হয়েছিল বিখ্য়াত এই বাদ্যযন্ত্রের ৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক নতুন পরিচয় পায় সানাই ৷ বারণসীর কাশীর সেই বিখ্যাত সানাই পেল জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের (জিআই) পরিচয় ৷ মঙ্গলবার বিশেষ এই পুরস্কারের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ধর্মের শহর কাশীকে সঙ্গীতের রাজধানী বলা হয় ৷ শাস্ত্রীয় সঙ্গীতে 'বেনারস ঘরানা' দেশ-বিদেশে বাদ্যযন্ত্রের জন্য পরিচিত । বারাণসীর কাশীতেই সানাইয়ের জন্ম ৷ এদিন, কাশীর হুকুলগঞ্জ এলাকার বাসিন্দা রমেশ কুমারের হাতে এই সার্টিফিকেটটা তুলে দিলেন প্রধানমন্ত্রী ৷ বিগত 4 প্রজন্ম ধরে বিখ্যাত এই বাদ্যযন্ত্র তৈরির কাজ করছেন রমেশের পরিবার ৷ জিআই পুরস্কার পাওয়ায় বেশ খুশী তাঁর পরিবার ৷

'জিআই ট্যাগ' পেল বারাণসীর বিখ্য়াত বাদ্যযন্ত্র সানাই (ভিডিয়ো-পিটিআই)

এদিন, উত্তরপ্রদেশের মোট 21টি পণ্যকে জিআই সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, বিশ্ব দরবারে দেশের সংস্কৃতির যে আত্মপ্রকাশ ঘটেছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷ তুলে ধরেন দেশের শিল্প ও ঐতিহ্যের কথা ৷

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সানাইয়ের গুরুত্ব অপরিশীম ৷ আজও বিয়ের অনুষ্ঠান হোক কিংবা মন্দিরে ভগবানের আরাধনা ৷ সানাইয়ের আওয়াজের জুরি মেলা ভার ৷ দুই অক্টেভ পর্যন্ত যেতে পারে সানাই বাজানো বেশ কঠিন ৷ আজও এই বাদ্যযন্ত্রটিকে পবিত্র বলে মনে করা হয় ৷ বিশ্ববিখ্যাত উস্তাদ বিসমিল্লাহ খান তাঁর পরিবেশনার মাধ্য়মে বিশেষ এই বাদ্যযন্ত্রের পরিচয় তৈরি করেন ৷ অবশেষে, তার প্রাপ্য সম্মান পেল সানাই ৷

এই প্রসঙ্গে জিআই বিশেষজ্ঞ ডঃ রজনীকান্ত বলেন, "প্রাচীনকাল থেকেই বারাণসীর কাশীর সানাই বিশ্ব বিখ্যাত ৷ এখানে এই বিশেষ বাদ্যযন্ত্র তৈরির একটি ঐতিহ্ রয়েছে ৷" তিনি আরও বলেন, "দেব-দেবীর পুজো, গঙ্গা আরতি আচার-অনুষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন উৎসবের সময় সানাইয়ের সুর সেই অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় ৷"

সানাই তৈরিতে 2-3 দিন সময় লাগে ৷ শীশম ও সাংওয়ান কাট দিয়ে তৈরি হয় এই যন্ত্র ৷ এই কাঠ নরম এবং সুর সমৃদ্ধ বলে মনে করা হয় । এই দুটি কাঠ দিয়ে তৈরি হওয়ায় সানাইয়ের শব্দে এক আলাদা মাধুর্য থাকে ।

পড়ুন: রামোজি ফিল্ম সিটির নয়া আকর্ষণ মায়ালোক, তুলে ধরবে সিনেমা তৈরির নেপথ্যের কাহিনী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.