ETV Bharat / bharat

রক্তাক্ত ভূস্বর্গ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত 26, আজ কাশ্মীর বনধ - PAHALGAM TERROR ATTACK

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা জঙ্গিদের ৷ বেশ কয়েকজনের মৃত্যু ৷ এই ঘটনার প্রতিবাদে বুধবার কাশ্মীর বনধের ডাক ৷

Tourists injured in terrorist attack in Pahalgam in Jammu and Kashmir
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা (ছবি: পিটিআই)
author img

By PTI

Published : April 22, 2025 at 3:52 PM IST

Updated : April 22, 2025 at 11:54 PM IST

8 Min Read

শ্রীনগর, 22 এপ্রিল: ভূস্বর্গে আক্রান্ত পর্যটকরা ! মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়েছে ৷ এই হামলায় কয়েকজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে খবর ৷ এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷

এদিনই রাতে শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর সঙ্গে আছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ শীঘ্রই পহেলগাঁও হামলাস্থল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বুধবার জিএমসি অনন্তনাগে আহতদের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে তাঁর ।

জঙ্গি হামলার পর শ্রীনগরের ছবি তুলে ধরল ইটিভি ভারত (ইটিভি ভারত)

অমরনাথ যাত্রার আর মাত্র দু'মাস বাকি ৷ তার আগে জঙ্গিদের ভয়ঙ্কর আক্রমণের ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল ৷ ইটিভি ভারতের রিপোর্টার ঘটনাস্থল থেকে বলেন, "মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷" একজন মৃতকে শনাক্ত করা হয়েছে ৷ তাঁর নাম মঞ্জুনাথ রাও ৷ তিনি কর্ণাটকের শিবামোগ্গা জেলার বাসিন্দা ৷ তিনি গরমের ছুটিতে ছেলে ও স্ত্রীর সঙ্গে আনন্দ করতে বৈসরনে গিয়েছিলেন ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, মৃত মঞ্জুনাথের স্ত্রী তাঁর আত্মীয়দের ফোন করে কথা বলছেন ৷ মঞ্জুনাথের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে দুজন বিদেশী নাগরিক এবং দুজন স্থানীয় আছেন ।

জেড্ডা থেকে শাহকে ফোন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনই সৌদি আরব সফরে গিয়েছেন ৷ তিনি এখন জেড্ডায় ৷ সেখান থেকে পর্যটকদের উপর জঙ্গি হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছেন ৷ এমনকী শাহকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য়ও বলেছেন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক হয় ৷

প্রধানমন্ত্রী মোদির পোস্ট

এই ঘটনার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এখন সৌদি আরব সফরে জেড্ডায় ৷ তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি ৷ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমরা সমবেদনা রইল ৷ প্রার্থনা করি, যেন আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷ আহতদের প্রতি সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হবেই ৷ তারা ছাড় পাবে না! তাদের শয়তানি কখনও সফল হবে না ৷ জঙ্গিবাদী হামলা আমরা শেষ করবই ৷ এবার এই সংকল্প আরও দৃঢ় হবে ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পোস্ট

অমিত শাহ সোশাল মিডিয়ায় লেখেন, "জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি ব্যথিত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ এই জঘন্য ঘটনায় যারা জড়িত, তারা কিছুতেই পার পাবে না ৷ তারা যাতে কঠোর সাজা পায়, তার বন্দোবস্ত আমরা করব ৷" তিনি আরও লেখেন, "প্রধানমন্ত্রীজি আমায় ফোন করেছিলেন ৷ তিনি আমার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এই ঘটনার বিষয়ে বৈঠক করেছেন ৷ নিরাপত্তাবাহিনীর পর্যালোচনামূলক বৈঠক করতে আমি খুব শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব ৷ আমরা সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও থাকবে ৷" এরপরই তিনি উপত্যকার দিকে রওনা দেন ৷

List of Pahalgam terrorist attack deceased and injured
নিহত ও আহত পর্যটকদের তালিকা (ইটিভি ভারত)

পোস্ট করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

এই ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও ৷ হামলার অব্যবহিত পরে এক মহিলা পর্যটক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমার স্বামীর মাথায় গুলি লেগেছে ৷ অন্য সাতজন এই ঘটনায় আহত হয়েছেন ৷" পরে আহতের সংখ্যা আরও বাড়ে ৷ মেলে মৃত্যর খবরও ৷ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ওই জায়গাটিতে শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব ৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷ পৌঁছেছে অ্য়াম্বুল্যান্স ৷

উপ-রাজ্যপাল মনোজ সিনহা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "পহেলগাঁওয়ে পর্যটকদের উপর এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করছি ৷ আমি আশ্বস্ত করছি, এই ঘৃণ্য আক্রমণের নেপথ্যে যারা আছে, তাদের শাস্তি হবেই ৷ এই ঘটনা নিয়ে ডিজিপি এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ৷ সেনা এবং জম্মু-কাশ্মীরের পুলিশও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৷ তারা তল্লাশি অভিযান শুরু করেছে ৷" আহতদের শীঘ্রই চিকিৎসার বন্দোবস্ত করার জন্য তিনি জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ৷ উপ-রাজ্যপাল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

এই ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, "আমি স্তম্ভিত ৷ এই ঘটনা যেন বিশ্বাস হচ্ছে না ৷ পর্যটকদের উপর এই হামলা অত্যন্ত ঘৃণ্য ৷ এই হামলাকারীরা পাশবিক,অমানবিক ও ঘৃণার যোগ্য ৷ এদের নিন্দায় শব্দ যথেষ্ট নয় ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"

Terror Attack on Tourists in Jammu and Kashmir
পর্যটকদের উপর জঙ্গি হামলা এই প্রথম নয়, রইল তার তালিকা (ইটিভি ভারত)

আরেকটি পোস্টে উপত্যকার শাসকদল জেকেএনএফ-এর সহ-সভাপতি ওমর জানান, "কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি ৷ তাই এই বিষয়ে যাচ্ছি না ৷ পরিস্থিতি একটু সামলে উঠলে এই বিষয়ে সরকারিভাবে জানানো হবে ৷ সাম্প্রতিক বছরগুলিতে সরাসরি নাগরিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তার থেকে এটা অনেক বড় ৷"

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্স হ্যান্ডেলে লেখেন, "পহেলগাঁওয়ে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা শোকাহত পরিবারের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Pahalgam Terrorists Attack
এক আতঙ্কিত পর্যটকের সঙ্গে নিরাপত্তাবাহিনীর কর্মী (ছবি: পিটিআই)

আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয়কুমার বিদারির সঙ্গে ফোন করে কথা বলে বিস্তারিত তথ্য নিয়েছি। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের 2 জন পর্যটক প্রাণ হারিয়েছেন, দিলীপ ডিসলে এবং অতুল মোনে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই সন্ত্রাসী হামলায় মহারাষ্ট্রের 2 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পানভেলের মানিক প্যাটেল এবং অন্যজন এস ভালচন্দ্র রাও। সৌভাগ্যবশত দুজনের অবস্থা স্থিতিশীল।"

পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি সোশালে লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

বৈসরনে বর্তমান পরিস্থিতি

পর্যটকদের উদ্ধারে সঙ্গে সঙ্গে একটি সেনা হেলিকপ্টার বা চপার পাঠানো হয় বৈসরনে ৷ সরকারি সূত্রে খবর, স্থানীয়রা কয়েকজন আহত পর্যটকদের ছোট ঘোড়ায় চাপিয়ে বৈসরন উপত্যকা থেকে সমতলে নামিয়ে আনেন ৷ পহেলগাঁও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, 12 জন পর্যটক আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আহতদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

Pahalgam Terrorists Attack
পহেলগাঁওয়ের বৈসরনে নিরাপত্তাবাহিনীর টহল (ছবি: পিটিআই)

এই সময় জম্মু-কাশ্মীরে পর্যটকদের ভিড় ৷ এরই মধ্যে এই জঙ্গি হামলার ঘটনা ঘটল ৷ 3 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে ৷ ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকী বিদেশ থেকেও পুণ্যার্থীরা এই তীর্থযাত্রায় অংশ নেবেন ৷ এই সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় উপত্যকায় ৷ দু'টি পথে অমরনাথ পৌঁছন পুণ্যার্থীরা ৷ একটি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা দিয়ে চিরাচরিত 48 কিমি পহেলগাঁও রুট ৷ অন্যটি গান্ডেরবাল জেলা দিয়ে তুলনায় সংক্ষিপ্ত রুট ৷ এই বালটাল রুটে 14 কিমি পথ কম অতিক্রম করতে হলেও রাস্তাটি বন্ধুর ৷

এর আগে গত 12 এপ্রিল কিশতওয়ার জেলায় দুই পাকিস্তানি জঙ্গি নিহত হয় ৷ জম্মু ও কাশ্মীরের ছাতরু এলাকায় সংঘর্ষ চলাকালীন এক জঙ্গিকে খতম করে সেনা ৷ এবার ওই এলাকাতেই আরও দুই পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা ৷ জম্মুর আখনুর সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার কুলদীপ চন্দ শহিদ হন ৷

জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযান চলছে প্রায় প্রতিদিনই ৷ গত 23 মার্চ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাঠুয়ার সানিয়াল গ্রামের হিরানগর সেক্টরে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় জম্মু-কাশ্মীপ পুলিশ, নিরাপত্তাবাহিনী ও সেনার যৌথবাহিনী ৷ এলাকায় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জঙ্গিরা ৷ এরপর তাদের খোঁজে জেলাজুড়ে অভিযান শুরু হয় ৷ ছ'দিন ধরে গুলির লড়াই চলার পর 29 মার্চ মৃত্যু হয় চার পুলিশকর্মীর ৷ নিরাপত্তাবাহিনীর পাল্টা আক্রমণে খতম হয় 2 জঙ্গি ৷

বুধে জম্মু-কাশ্মীর বনধ

এই ঘটনার পর, বুধবার ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্পূর্ণ বনধের ডাক দিয়েছে জম্মু চেম্বার অ্যান্ড বার অ্যাসোসিয়েশন । এই বিষয়ে পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেন, "পহেলগাঁওয়ে নৃশংস হামলায় নিহত নিরীহ প্রাণের প্রতি শ্রদ্ধা জানাতে এই বন্ধকে সমর্থন করার জন্য আমি সকল কাশ্মীরীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি । এটি কেবল কয়েকজনের উপর আক্রমণ নয় - এটি আমাদের সকলের উপর আক্রমণ । আমরা শোক ও ক্ষোভে একসঙ্গে দাঁড়িয়েছি এবং নিরীহদের গণহত্যার নিন্দা জানাতে এই বন্ধকে দৃঢ়ভাবে সমর্থন করি ।" মুতাহিদা মজলিস উলেমা (এমএমইউ)ও এই হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে উপত্যকায় বন্ধের ডাক দিয়েছে ।

শ্রীনগর, 22 এপ্রিল: ভূস্বর্গে আক্রান্ত পর্যটকরা ! মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়েছে ৷ এই হামলায় কয়েকজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে খবর ৷ এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷

এদিনই রাতে শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর সঙ্গে আছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ শীঘ্রই পহেলগাঁও হামলাস্থল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বুধবার জিএমসি অনন্তনাগে আহতদের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে তাঁর ।

জঙ্গি হামলার পর শ্রীনগরের ছবি তুলে ধরল ইটিভি ভারত (ইটিভি ভারত)

অমরনাথ যাত্রার আর মাত্র দু'মাস বাকি ৷ তার আগে জঙ্গিদের ভয়ঙ্কর আক্রমণের ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল ৷ ইটিভি ভারতের রিপোর্টার ঘটনাস্থল থেকে বলেন, "মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷" একজন মৃতকে শনাক্ত করা হয়েছে ৷ তাঁর নাম মঞ্জুনাথ রাও ৷ তিনি কর্ণাটকের শিবামোগ্গা জেলার বাসিন্দা ৷ তিনি গরমের ছুটিতে ছেলে ও স্ত্রীর সঙ্গে আনন্দ করতে বৈসরনে গিয়েছিলেন ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, মৃত মঞ্জুনাথের স্ত্রী তাঁর আত্মীয়দের ফোন করে কথা বলছেন ৷ মঞ্জুনাথের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে দুজন বিদেশী নাগরিক এবং দুজন স্থানীয় আছেন ।

জেড্ডা থেকে শাহকে ফোন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনই সৌদি আরব সফরে গিয়েছেন ৷ তিনি এখন জেড্ডায় ৷ সেখান থেকে পর্যটকদের উপর জঙ্গি হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছেন ৷ এমনকী শাহকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য়ও বলেছেন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক হয় ৷

প্রধানমন্ত্রী মোদির পোস্ট

এই ঘটনার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এখন সৌদি আরব সফরে জেড্ডায় ৷ তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি ৷ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমরা সমবেদনা রইল ৷ প্রার্থনা করি, যেন আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷ আহতদের প্রতি সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হবেই ৷ তারা ছাড় পাবে না! তাদের শয়তানি কখনও সফল হবে না ৷ জঙ্গিবাদী হামলা আমরা শেষ করবই ৷ এবার এই সংকল্প আরও দৃঢ় হবে ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পোস্ট

অমিত শাহ সোশাল মিডিয়ায় লেখেন, "জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি ব্যথিত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ এই জঘন্য ঘটনায় যারা জড়িত, তারা কিছুতেই পার পাবে না ৷ তারা যাতে কঠোর সাজা পায়, তার বন্দোবস্ত আমরা করব ৷" তিনি আরও লেখেন, "প্রধানমন্ত্রীজি আমায় ফোন করেছিলেন ৷ তিনি আমার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এই ঘটনার বিষয়ে বৈঠক করেছেন ৷ নিরাপত্তাবাহিনীর পর্যালোচনামূলক বৈঠক করতে আমি খুব শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব ৷ আমরা সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও থাকবে ৷" এরপরই তিনি উপত্যকার দিকে রওনা দেন ৷

List of Pahalgam terrorist attack deceased and injured
নিহত ও আহত পর্যটকদের তালিকা (ইটিভি ভারত)

পোস্ট করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

এই ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও ৷ হামলার অব্যবহিত পরে এক মহিলা পর্যটক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমার স্বামীর মাথায় গুলি লেগেছে ৷ অন্য সাতজন এই ঘটনায় আহত হয়েছেন ৷" পরে আহতের সংখ্যা আরও বাড়ে ৷ মেলে মৃত্যর খবরও ৷ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ওই জায়গাটিতে শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব ৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷ পৌঁছেছে অ্য়াম্বুল্যান্স ৷

উপ-রাজ্যপাল মনোজ সিনহা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "পহেলগাঁওয়ে পর্যটকদের উপর এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করছি ৷ আমি আশ্বস্ত করছি, এই ঘৃণ্য আক্রমণের নেপথ্যে যারা আছে, তাদের শাস্তি হবেই ৷ এই ঘটনা নিয়ে ডিজিপি এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ৷ সেনা এবং জম্মু-কাশ্মীরের পুলিশও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৷ তারা তল্লাশি অভিযান শুরু করেছে ৷" আহতদের শীঘ্রই চিকিৎসার বন্দোবস্ত করার জন্য তিনি জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ৷ উপ-রাজ্যপাল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

এই ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, "আমি স্তম্ভিত ৷ এই ঘটনা যেন বিশ্বাস হচ্ছে না ৷ পর্যটকদের উপর এই হামলা অত্যন্ত ঘৃণ্য ৷ এই হামলাকারীরা পাশবিক,অমানবিক ও ঘৃণার যোগ্য ৷ এদের নিন্দায় শব্দ যথেষ্ট নয় ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"

Terror Attack on Tourists in Jammu and Kashmir
পর্যটকদের উপর জঙ্গি হামলা এই প্রথম নয়, রইল তার তালিকা (ইটিভি ভারত)

আরেকটি পোস্টে উপত্যকার শাসকদল জেকেএনএফ-এর সহ-সভাপতি ওমর জানান, "কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি ৷ তাই এই বিষয়ে যাচ্ছি না ৷ পরিস্থিতি একটু সামলে উঠলে এই বিষয়ে সরকারিভাবে জানানো হবে ৷ সাম্প্রতিক বছরগুলিতে সরাসরি নাগরিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তার থেকে এটা অনেক বড় ৷"

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্স হ্যান্ডেলে লেখেন, "পহেলগাঁওয়ে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা শোকাহত পরিবারের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Pahalgam Terrorists Attack
এক আতঙ্কিত পর্যটকের সঙ্গে নিরাপত্তাবাহিনীর কর্মী (ছবি: পিটিআই)

আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয়কুমার বিদারির সঙ্গে ফোন করে কথা বলে বিস্তারিত তথ্য নিয়েছি। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের 2 জন পর্যটক প্রাণ হারিয়েছেন, দিলীপ ডিসলে এবং অতুল মোনে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই সন্ত্রাসী হামলায় মহারাষ্ট্রের 2 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পানভেলের মানিক প্যাটেল এবং অন্যজন এস ভালচন্দ্র রাও। সৌভাগ্যবশত দুজনের অবস্থা স্থিতিশীল।"

পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি সোশালে লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

বৈসরনে বর্তমান পরিস্থিতি

পর্যটকদের উদ্ধারে সঙ্গে সঙ্গে একটি সেনা হেলিকপ্টার বা চপার পাঠানো হয় বৈসরনে ৷ সরকারি সূত্রে খবর, স্থানীয়রা কয়েকজন আহত পর্যটকদের ছোট ঘোড়ায় চাপিয়ে বৈসরন উপত্যকা থেকে সমতলে নামিয়ে আনেন ৷ পহেলগাঁও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, 12 জন পর্যটক আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আহতদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

Pahalgam Terrorists Attack
পহেলগাঁওয়ের বৈসরনে নিরাপত্তাবাহিনীর টহল (ছবি: পিটিআই)

এই সময় জম্মু-কাশ্মীরে পর্যটকদের ভিড় ৷ এরই মধ্যে এই জঙ্গি হামলার ঘটনা ঘটল ৷ 3 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে ৷ ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকী বিদেশ থেকেও পুণ্যার্থীরা এই তীর্থযাত্রায় অংশ নেবেন ৷ এই সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় উপত্যকায় ৷ দু'টি পথে অমরনাথ পৌঁছন পুণ্যার্থীরা ৷ একটি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা দিয়ে চিরাচরিত 48 কিমি পহেলগাঁও রুট ৷ অন্যটি গান্ডেরবাল জেলা দিয়ে তুলনায় সংক্ষিপ্ত রুট ৷ এই বালটাল রুটে 14 কিমি পথ কম অতিক্রম করতে হলেও রাস্তাটি বন্ধুর ৷

এর আগে গত 12 এপ্রিল কিশতওয়ার জেলায় দুই পাকিস্তানি জঙ্গি নিহত হয় ৷ জম্মু ও কাশ্মীরের ছাতরু এলাকায় সংঘর্ষ চলাকালীন এক জঙ্গিকে খতম করে সেনা ৷ এবার ওই এলাকাতেই আরও দুই পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা ৷ জম্মুর আখনুর সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার কুলদীপ চন্দ শহিদ হন ৷

জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযান চলছে প্রায় প্রতিদিনই ৷ গত 23 মার্চ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাঠুয়ার সানিয়াল গ্রামের হিরানগর সেক্টরে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় জম্মু-কাশ্মীপ পুলিশ, নিরাপত্তাবাহিনী ও সেনার যৌথবাহিনী ৷ এলাকায় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জঙ্গিরা ৷ এরপর তাদের খোঁজে জেলাজুড়ে অভিযান শুরু হয় ৷ ছ'দিন ধরে গুলির লড়াই চলার পর 29 মার্চ মৃত্যু হয় চার পুলিশকর্মীর ৷ নিরাপত্তাবাহিনীর পাল্টা আক্রমণে খতম হয় 2 জঙ্গি ৷

বুধে জম্মু-কাশ্মীর বনধ

এই ঘটনার পর, বুধবার ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্পূর্ণ বনধের ডাক দিয়েছে জম্মু চেম্বার অ্যান্ড বার অ্যাসোসিয়েশন । এই বিষয়ে পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেন, "পহেলগাঁওয়ে নৃশংস হামলায় নিহত নিরীহ প্রাণের প্রতি শ্রদ্ধা জানাতে এই বন্ধকে সমর্থন করার জন্য আমি সকল কাশ্মীরীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি । এটি কেবল কয়েকজনের উপর আক্রমণ নয় - এটি আমাদের সকলের উপর আক্রমণ । আমরা শোক ও ক্ষোভে একসঙ্গে দাঁড়িয়েছি এবং নিরীহদের গণহত্যার নিন্দা জানাতে এই বন্ধকে দৃঢ়ভাবে সমর্থন করি ।" মুতাহিদা মজলিস উলেমা (এমএমইউ)ও এই হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে উপত্যকায় বন্ধের ডাক দিয়েছে ।

Last Updated : April 22, 2025 at 11:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.