গাজিয়াবাদ/নয়াদিল্লি: দিল্লি-এনসিআরের গাজিয়াবাদের লনি বর্ডার এলাকা ৷ বুধবার মধ্যরাতে ঘটল অঘটন ৷ রাতে ঘুমোচ্ছিলেন বাড়ির সদস্যরা ৷ সেই সময় দোতলা ওই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে রয়েছে দুই শিশু ৷ মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা ৷ সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসেন বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে ৷ দমকল বাহিনীর গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷
মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় বাড়িটির নীচ থেকে উপরতলা ৷ তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদের ৷ তাঁরাই আগুন নেভানোর সময় দেখতে পান বাড়ির পাঁচজন সদস্যের পুড়ে মৃত্যু হয়েছে ৷ বর্তমানে দু'জন চিকিৎসাধীন রয়েছেন ৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল কর্মীদের অনুমান ৷ এছাড়া বাড়িতে কিছু মেশিনও রাখা হয়েছিল, যে কারণে আগুন ভয়াবহ রূপ নিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছন গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ কুমার ৷
তিনি জানান, নিহতদের মধ্যে দুই শিশু-সহ পাঁচজন রয়েছেন ৷ এক শিশুর বয়স 7 মাস, এবং অন্যজনের বয়স আট বছর ৷ মৃতদের মধ্যে দু'জন মহিলাও ছিলেন। এছাড়া 35 বছর বয়সি এক ব্যক্তির জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷ তাঁরা সবাই একই পরিবারের সদস্য ৷ পুলিশের উচ্চ আধিকারিক আরও জানান, একইসঙ্গে হাসপাতালে এক নারী ও শিশু ভর্তি রয়েছেন ৷ তাঁরা সকলেই ওই দোতলা বাড়িটিতে থাকতেন। বাড়িটি সারিক নামে এক ঠিকাদারের ৷ আগুন লাগার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার সময় ঘর থেকে আগুনের লেলিহান শিখা বেরতে দেখেন ৷ যদিও কর্মকর্তারা বলছেন, ঘটনার তদন্ত করা হবে।